SANSKRIT QUESTION PAPER HS EXAM-2015 ( WBCHSE ). উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংস্কৃত কোয়েশ্চান পেপার ২০১৫ ( উত্তর সহ )HS EXAM SANSKRIT QUESTION PAPER – 2015 WITH ANSWER.
HS SANSKRIT 2022 TEST EXAM SUGGESTION WITH QUESTION PATTERN
WBCHSE SANSKRIT QUESTION PAPER 2015
(New Syllabus)
Part -A (Marks : 54)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
গদ্যাংশ (যে কোনো একটি) 5 x 1 =5
(b) ‘বনগতা গুহা’ গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো।
পদ্যাংশ (যে কোন একটি) 5 x 1 =5
(c) স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ– তাৎপর্য বর্ণনা করো।
(d) গঙ্গাস্তোত্রম্-এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
নাট্যাংশ (যে কোনো একটি) 5 x 1 =5
e) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো।
f) বাসন্তিকস্বপ্নম্-এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো।
সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি) 5 x 1 =5
(g) সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো।
h) আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
2. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) 4×1 = 4
(a) দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ।
যুক্তোহনুক্রোশসম্পন্নৈর্যো জনৈরিব যোজনৈঃ।
(b) অসক্তোহ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ
3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3
(a) সর্পাৎ বিভেতি বালকঃ।
উঃ ভয়ের হেতুরূপ অপাদান কারকে পঞ্চমীবিভক্তি।
(b) স প্রাসাদাৎ প্রেক্ষতে।
উঃ ল্যপ্ লোপে কর্মে পঞমী বিভক্তি।
(c) ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ।
উঃ কৃৎ-প্রত্যয়ান্ত পদের যোগে কতায় ষষ্ঠী বিভক্তি।
d) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।
উঃ অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি।
4. বিগ্রহসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি ) 2×1 =2
(a) যথাশক্তি – শক্তিমনতিক্রম্য – অব্যয়ীভাব।
(b) রাজপুত্রঃ— রাজ্ঞঃ পুত্রঃ – ষষ্ঠী তৎপুরুষ।
(c) পদকমলম্ – পদম্ কমলম্ ইব – উপমিত কর্মধারয়
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্ণয় করো। (যে কোনো দুটি ) 2×1= 2
(a) উদকীয়তি – উদন্যতি
উদকীয়তি – (অন্য কারণে জল পেতে ইচ্ছা করে) – প্রাতঃ উত্থায় বালক: উদকীয়তি।
উদন্যতি – (জল পান করতে ইচ্ছা করে) তৃষ্ণার্তঃ বালক: উদন্যতি।
(b) বাক্যম্ – বাচ্যম্।
বাক্যম্ – (পদমসমষ্টি)- রসাত্মকং বাক্যং কাব্যম্ ভবতি।
বাচ্যম্ – (বলার যোগ্য )- মিথ্যাবাক্যং কদাপি ন বাচ্যম্।
(c) গিরিশঃ – গিরীশঃ।
গিরিশঃ – (মহাদেব) – গিরিশঃ হিমালয়ম্ অধ্যাস্তে।
গিরীশঃ – (হিমালয়) – পর্বতানাং শ্রেষ্ঠঃ গিরীশঃ।
6. এক কথায় প্রকাশ করো। (যে কোনো তিনটি) 3×1 =3
(a) নদী মাতা যস্য সঃ – নদীমাতৃকঃ।
(b) জেতুম্ ইচ্ছতি—জিগীষতি।
(c) জনানাং সমূহঃ-জনতা।
(d) শব্দং করোতি—শব্দায়তে।
7. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে কোনো তিনটি) 3×1 =3
(a) লঘু + ঈয়সুন্ = লঘীয়স্।
(b) পৃথা + অণ্ = পার্থ।
(c) লক্ষী+মতুপ = লক্ষ্মীবৎ।
(d) গঙ্গা + ঢক্ = গাঙ্গেয়।
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1 = 5
a) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জান লেখো।
b) কেন্তুম্ ও সতম্ সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
9. সংস্কৃতে অনুবাদ করোঃ 5
এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার দুই সন্তান ছিল। সে প্রতিদিন সকালে নিজের ক্ষেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবন যাপন করত। এজন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করত।
অথবা
প্রায় একশ পঞ্চাশ বছর আগে কলকাতার সিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্ম গ্রহন করে। তাঁর পিতা শ্রী বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন। একদিন তাঁর গান শুনে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। পরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন।
উত্তর গুলি দেখতে ক্লিক করুন –
বাংলা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করো-উচ্চ মাধ্যমিক সাজেশন
10. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো : 5
(a) পরিবেশদূষণম্ —
b) শারদোৎসবঃ –
c) মম প্রিয়ঃ কবিঃ—
উত্তর গুলি দেখতে ক্লিক করুন –
বিভাগ-খ / Part- B (Marks:26)
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×15=15
গদ্যাংশ(Prose)
(i) স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে?
(a) সাংখ্য (b) জ্যোতিঃশাস্ত্রী(c) বৈয়াকরণ (d) আর্যাবর্ত।
(ii) নলচম্পু-এর রচনাকার কে?
(a) ত্রিবিক্রমভট্ট (b) গাগাভট্ট (c) কালিদাস (d) শঙ্করাচার্য
(iii) অলিপর্বার ভ্রাতার নাম কী?
(a)স্কন্ধরাজ (b) ক্রুরকর্মা (c) রাসভ (d) কশ্যপ
(iv) অলিপর্বা কোথায় বাস করত?
(a) আরবপুরে (b) পারসিকপুরে (c) আর্যাবর্তপুরে (d) মহানাদপুরে।
পদ্যাংশ (Poetry )
(v) শঙ্করমৌলিবিহারিণি—পদটি কোন বিভক্তিতে আছে?
(a) সপ্তমী (b) দ্বিতীয়া (c) সম্বোধন(d) প্রথমা।
(vi) ‘কর্মযোগ’ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে?
(a) অষ্টাদশ অধ্যায় (b) দ্বিতীয় অধ্যায় (c) চতুর্থ অধ্যায় (d) তৃতীয় অধ্যায়।
(vii) ‘মুনিবরকন্যে’—এখানে মুনিবর কে?
(a) জহ্নু (b) কশ্যপ (c)বিশ্বামিত্র (d) নারদ।
(viii) নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন?
(a) বেদব্যাস (b) জনক (c) রামচন্দ্র (d) শুকদেব।
নাট্যাংশ (Drama)
(ix) বাসন্তিকস্বপ্নম্- এর রাজার নাম কী?
(a) ইন্দুবর্মা b) ইন্দ্ৰশৰ্মা (c) ইন্দুশর্মা (d) ইন্দ্রবর্মা
(x) ‘কুহুঃ’ শব্দের অর্থ কী?
(a) রাত্রি (b) অমাবস্যা (c) পূর্ণিমা (d) জ্যোৎস্না।
(xi) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন?
(a) প্রমোদকে (b) মকরন্দকে (c) বসন্তকে (d) ইন্দুশর্মাকে
(xii) ‘সাধয়ামঃ’ শব্দের প্রতিশব্দ হল
(a) গচ্ছামঃ (b) তিষ্টামঃ (c) বদামঃ (d) ক্রীড়াম
সংস্কৃত সাহিত্যের ইতিহাস(History of Literature)
(xiii) মেঘদূত কোন্ ছন্দে রচিত?
a) মন্দাক্রান্তা (c) ইন্দ্ৰবজ্রা (b) বসন্ততিলক (d) এদের কোনোটিই নয়।
(xiv) চরকসংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়টি কি?
(a) জ্যোতির্বিজ্ঞান (b) ইতিহাস (c) চিকিৎসাবিজ্ঞান (d) নাট্যশাস্ত্র।
(xv) ‘মৃচ্ছকটিকম্’ কী ধরনের রচনা?
(a) কাব্য(b) প্রকরণ (c) নাটক (d) প্রবন্ধ।
2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11 =11
(b) গদ্যাংশ (Prose) (যে কোনো তিনটি)
ii) আলিবাবা ও চল্লিশ চোর-গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন?
উঃ বিংশ শতকের কবি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক আলিবাবা ও চল্লিশ চোর-গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন।
ii) চম্পূকাব্য বলতে কী বোঝায়?
উঃ গদ্যপদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয়, তাকে চম্পূকাব্য বলে।
iii) অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত?
উঃতিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত অলিপর্বা।
iv) নলচম্পূ ছাড়া অন্য যে কোন একটি চম্পূকাব্যের নাম লেখ।
উঃ -নলচম্পূ ছাড়া অন্য যে কোনো একটি চম্পূকাব্যের নাম হল – ভোজের রামায়ণচম্পূ।
পদ্যাংশ (Poetry ) (যে কোনো তিনটি)
(v) কমেন্দ্রিয় কয়টি ও কি কি?
উঃ কর্মেন্দ্রিয় হল পাঁচটি। যথা- বাক্, পাণি, পাদ, পায়ু ও উপস্থ।
(vi) ভগবদ্গীতার উপদেশ কে, কার উদ্দেশ্যে করেছেন?
উঃ ভগবদ্গীতার উপদেশ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সখা অর্জুনের উদ্দেশ্যে করেছেন।
(vii) ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে?
উঃ ভগবদ্গীতায় মোট ৭০০ শ্লোক আছে।
(viii) গঙ্গাস্তোত্রমের রচয়িতা কে?
উঃ গঙ্গাস্তোত্রমের রচয়িতা হলেন অদ্বৈত বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা শ্রীশংকরাচার্য।
নাট্যংশ (Drama) (যে কোনো তিনটি)
(ix) ‘দীয়তাং দয়ার্দ্রং চিত্তম্‘- কে কাকে বলেছেন?
উঃ শ্রীকৃষ্ণমাচার্য রচিত ‘বাসন্তিকস্বপ্নম্’ নাট্যাংশের আলোচ্য অংশটির বক্তা জনৈক প্রজা ইন্দুশর্মা বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন।
(x) রাজার বাগদত্তার নাম কী?
উঃ রাজা ইন্দ্রবর্মার বাগদত্তার নাম কনকলেখা।
(xi) ‘বাসস্তিকস্বপ্নম্’-এর মূল ইংরেজি নাটকটির নাম কী?
উঃ ‘বাসন্তিকস্বপ্নম্’- এর মূল ইংরেজি নাটকটি শেক্সপীয়ার রচিত‘এ মিডসামার নাইটস্ ড্রিম্।
(xii) পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে?
উঃ পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে আজীবন বিবাহ না করে থাকতে হবে অথবা মৃত্যুবরণ রূপ শাস্তি পেতে হবে।
সাহিত্যের ইতিহাস (History of Literature) (যে কোনো দুটি)
(xiii) বরাহমিহির রচিত যে-কোনো একটি গ্রন্থের নাম লেখো।
উঃ জ্যোতির্বিদ বরাহমিহির রচিত একটি গ্রন্থ হল – পৈতামহসিদ্ধান্ত।
(xiv) স্বপ্নবাসবদত্তম্-কার লেখা।
উঃ কালিদাস পূর্ববর্তী যুগের নাট্যকার ভাস হলেন ‘স্বপ্নবাসবদত্তম্’ নাটকের রচয়িতা।
(xv) আয়ুর্বেদের উৎস কোন্ বেদ?
উঃ আয়ুর্বেদের উৎস হল ‘অথর্ববেদ’।
একাদশ শ্রেণী সংস্কৃত
দ্বাদশ শ্রেণী সংস্কৃত
গদ্যাংশ | গদ্যাংশ |
---|---|
👉 ব্রাহ্মণচৌরপিশাচকথা | 👉 আর্যাবর্তবর্ণনম্ |
👉 দশকুমারচরিতম্ | 👉 বনগতাগুহা |
পদ্যাংশ | পদ্যাংশ |
---|---|
👉 দশাবতারস্তোত্রম্ | 👉 গঙ্গাস্তোত্রম্ |
👉 মেঘদূতম্ | 👉 কর্মযোগ |
নাট্যাংশ | নাট্যাংশ |
---|---|
👉 ভারতবিবেকম্ | 👉 বাসন্তিকস্বপ্নম্ |
একাদশ শ্রেণী | দ্বাদশ শ্রেণী |
---|---|
Class XI Syllabus | HS Syllabus |
Class XI Question 2015 | HS Question 2015 |
Class XI Question 2016 | HS Question 2016 |
Class XI Question 2017 | HS Question 2017 |
Class XI Question 2018 | HS Question 2018 |
Class XI Question 2019 | HS Question 2019 |
2020 (NO EXAM) | 2020 (NO EXAM) |
2021 (NO EXAM) | 2021 (NO EXAM) |
Class XI Question 2022 | HS Question 2022 |