Class XII Sanskrit Text Karmayog Notes. উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE ) কর্তৃক প্রকাশিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত কর্মযোগ তাৎপর্য বর্ণনা – স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ
দ্বাদশ শ্রেণী সংস্কৃত কর্মযোগ তাৎপর্য বর্ণনা
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ- তাৎপর্য বর্ণনা করো।
উঃ মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদগীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে আহৃত শ্লোকাংশে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে স্বধর্ম পালনের কথা বলে ছিলেন।ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরত অর্জুনকে যুদ্ধাদিকর্মে সচেষ্ট করার জন্য স্বধর্মের কথা বলেছেন।
এখানে শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন তার অর্থ হল– অর্জুন ক্ষত্রিয়, তাঁর উচিত ক্ষত্রিয়োচিত কর্ম করা আর সেটা হল যুদ্ধে প্রবৃত্ত হয়ে স্বধর্ম পালনে রত হওয়া।তাছাড়া পার্থিব জগতে মানব সমাজে প্রতি বর্ণ ও প্রতি আশ্রমের শাস্ত্রবিহিত ধর্ম আছে। আর সেটাই মানুষের স্বধর্ম।
শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে, স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম দোষযুক্ত হালেও তা উত্তমরূপে অনুষ্ঠিত থেকে শতগুণে ভালো। আর, নিজের ধর্মের অনুষ্ঠান করতে গেলে যদি মৃত্যুও হয় তাও ভালো, তবু পরধর্ম বিপজ্জনক।শ্রীকৃষ্ণ জানেন, পরের ধর্ম প্রথমেই মনকে দুর্বল করে দেয়, কারণ এই ধর্মটি পরের – তার সাথে একাত্মতা অসম্ভব।
পরের ধর্ম পালন করতে গিয়ে পদে পদে ভয় উৎপন্ন হয়। তার ফলে ব্যক্তি মানুষটির স্বাভাবিক বিকাশ বিপর্যস্ত হয়।পরধর্ম পালন করা মানে কৃত্রিম পথকে বরণ করা। তাই পরধর্ম পালন ব্যক্তি মানুষের জীবনে কখনও সার্থক হতে পারে না।
সুতরাং অর্জুন যেন তাঁর স্বধর্ম অর্থাৎ ক্ষাত্রধর্মকে ত্যাগ করে পরধর্ম গ্রহণ না করেন।যদি করেন, তাহলে তিনি জীবনে গৌরবের পরিবর্তে বিপদের মধ্যে নিমজ্জিত হবেন।
আরো অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি —
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত কর্মযোগ প্রশ্নগুলি
- MCQ TEST: শ্রীমদ্ভগবদ্গীতা (কর্মযোগঃ) (দ্বাদশ শ্রেণী)
- শ্রীমদ্ভগবদ্গীতা – কর্মযোগ:- MCQ Question Answer
- কর্মযোগ হতে ছোট প্রশ্ন ও উত্তর
- কর্মযোগ হতে ভাবসম্প্রসারণ: যদ যদাচরিত শ্রেষ্ঠস্তত্তদেবতরাে জনঃ
- কর্মযােগ অনুসারে কর্মের মাহাত্ম্য বা কর্মের উপদেশ
- দ্বাদশ শ্রেণী সংস্কৃত কর্মযোগ তাৎপর্য বর্ণনা -স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ
- কর্মযোগ হতে ভাবসম্প্রসারণ:- স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ
- কর্মযোগ হতে ভাবসম্প্রসারণ: ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি
- কর্মযোগ ভাবসম্প্রসারণ –অসক্তো হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ
- কর্মযোগ ব্যাখ্যা -যদ্ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরাে জনঃ
- উচ্চ মাধ্যমিক সংস্কৃত দ্বাদশ শ্রেণীর কর্মযোগ ব্যাখ্যা
- কর্মযোগ ব্যাখ্যা: ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ