কর্মযোগ হতে ছোট প্রশ্ন ও উত্তর

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত কর্মযোগ হতে ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল ।

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত কর্মযোগ হতে ছোট প্রশ্ন ও উত্তর

১) কে কাকে কর্মযোগের উপদেশ দিয়েছেন ?


উঃ- ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ এর উপদেশ দিয়েছেন।


২) নৈস্কর্ম‍্য শব্দের অর্থ কি ?


উঃ- কর্ম বন্ধন থেকে মুক্তি বা মোক্ষ লাভ।


৩) ন কর্মণাম্ অনারম্ভাৎ– এখানে কোন কর্মের কথা বলা হয়েছে ?


উঃ- আলোচ্য অংশে কর্ম বলতে যাগ-যজ্ঞাদি কর্ম বা শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্মকে বোঝানো হয়েছে।


৪) প্রকৃতজৈ: গুণৈ: বলতে কী বোঝো।


উঃ- সত্ত্ব রজঃ তম -এই তিনটি গুণ কে প্রকৃতজ গুন বলা হয়েছে। এগুলো থেকে দয়া-মায়া,লোভ- লালসা,কামনা -বাসনা, অহংকার প্রকৃতির জন্ম।


৫) পঞ্চ কর্মেন্দ্রিয় গুলির নাম লেখ।


উঃ- বাক্ ,পাণি ,পাদ,পায়ু,উপস্থ।


৬) জ্ঞানেন্দ্রিয় কয়টি ও কিকি ?


উঃ- চক্ষু,কর্ণ, নাসিকা,জিহ্বা,ত্বক।


৭) কাকে বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ বলা হয় ?


উঃ- যে ব্যক্তি কর্মেন্দ্রিয় গুলিকে সংযত করে মনে মনে রূপ-রস প্রভৃতি ইন্দ্রিয় ভোগ‍্য বিষয়গুলি শরন করেন সেই ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়।

৮) ইন্দ্রিয় সংযম বলতে কি বোঝ ?


উঃ- গীতায় বলা হয়েছে কামনা-বাসনা বা আসক্তি ত্যাগ করে পরিপূর্ণভাবে মনকে ঈশ্বরে সমর্পণ করতে হবে।


৯) স বিশিষ‍্যতে– এখানে কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে ?


উঃ- যে ব্যক্তি ইন্দ্রিয়সমূহ কে সংযত করে অনাসক্ত হয়ে কর্ম করেন, তিনি শ্রেষ্ঠ বলে বিবেচিত হন।

১০) নিয়ত কর্ম বলতে কি বোঝো ?


উঃ- নিয়ত কর্ম বলতে বোঝায় দৈনন্দিন জীবনের কর্ম। শরীর রক্ষার্থে স্নান,আহার, দান,ধ্যান এবং শাস্ত্র নির্দেশিত কর্মকে বোঝানো হয়েছে।


১১) কর্ম না করলে কি হয়?


উঃ-কর্ম না করলে শরীর যাত্রা নির্বাহ হয় না।


১২) জনক কে? তিনি প্রসিদ্ধি কেন ?


উঃ- জনক হলেন মিথিলার রাজা। যিনি ছিলেন সীতার পিতা।মহারাজ জনক নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধিলাভ করে প্রসিদ্ধ হয়েছিলেন।

Comments