একাদশ শ্রেণীর পাঠ্যাংশ অনুসরে ব্রাহ্মণচৌরপিশাচকথা হতে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরগুলি নিম্নে দেওয়া হল। একাদশ শ্রেণীর সংস্কৃত প্রথম অধ্যায় ব্রাহ্মণচৌরপিশাচকথা প্রশ্ন উত্তর
ব্রাহ্মণচৌরপিশাচকথা – ছোট প্রশ্ন ও উত্তর
১) ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে উৎস কি?
উত্তরঃ- ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পের উৎস হল পঞ্চতন্ত্র নামক গল্প গ্রন্থ থেকে তৃতীয় তন্ত্র কাকোলূকীয়ম্ – এর দশম কাহিনী।
২) পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ- বিষ্ণুশর্মা।
৩) পঞ্চতন্ত্রের পাঁচটি তন্ত্র কি কি?
উত্তরঃ- মিথ্যাভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলূকীয়ম্, লব্ধপ্রণাশম্, অপরীক্ষিতকারকম্।
৪) এই গল্পের নীতিকথা কি?
উত্তরঃ-শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্।
চৌরাণ জীবিতং দত্তং রাক্ষসেন তু গোযুগম্।।
অর্থাৎ,শত্রুরা যখন পরস্পরের মধ্যে বিবাদ করে তখন তা সাধারন মানুষের উপকারই সাধন করে।
৫) ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে ব্রাহ্মণের নাম কী?
উত্তরঃ- দ্রোণ।
৬)ব্রাহ্মণ(দ্রোণ) কোথায় বাস করত?
উত্তরঃ- কোনো এক স্থানে দ্রোণ নামে ব্রাহ্মণটি বাস করত।
৭) ব্রাহ্মণচৌরপিশাচকথা-গল্পে দরিদ্র ব্রাহ্মণটি কীভাবে জীবিকা নির্বাহ করত?
উত্তরঃ- দরিদ্র ব্রাহ্মণটি অন্যের দান গ্রহণ করে জীবিকা নির্বাহ করতো।
৮) ব্রাহ্মণটি কি কি ভোগ থেকে সম্পূর্ণ বর্জিত ছিল?
উত্তরঃ- সুন্দর বস্ত্র,অনুলেপন,গ্রন্থদ্রব্য,মালা,অলংকার,পান ইত্যাদি ভোগ থেকে সম্পূর্ণ বর্জিত ছিল।
৯) ব্রাহ্মণের শরীরের বিবরণ দাও।
উত্তরঃ- ব্রাহ্মণের শরীরের চুল,নখ, লোম, দাঁড়ি অত্যাধিক বেড়ে গিয়েছিল এবং শীত-গ্রীষ্ম-বর্ষা সহ্য করে তাঁর শরীর অত্যন্ত শীর্ণ হয়েছিল।
১০) ব্রাহ্মণের শরীর অত্যন্ত শীর্ণ হওয়ার কারণ কি?
উত্তরঃ- শীত ও উষ্ণ বাতাস এবং বর্ষা সহ্য করে তার শরীর অত্যন্ত শীর্ণ হয়েছিল।
১১) প্রতিগ্রহধন ” শব্দের অর্থ?
উত্তরঃ- অন্যের প্রদত্ত দানে জীবনযাত্রা নির্বানকারী।
১২) ব্রহ্মরাক্ষস টির নাম কি ছিল?
উত্তরঃ- সত্যবচন।
১৩) ক্ররকর্মা কে ছিল?
উত্তরঃ- চোর।
১৪) চোর হাতে কি নিয়ে চুরির উদ্দেশ্যে যাত্রা করেছিল?
উত্তরঃ- বন্ধন রজ্জু বা দঁড়ি।
১৫) হুতবহ শব্দটির অর্থ কি
উত্তরঃ-অগ্নি
১৬) চোর কোথায় ব্রহ্মরাক্ষস কে দেখেছিল
উত্তরঃ- অর্ধেক পথে
১৭) ব্রহ্মরাক্ষসের শারীরিক বর্ণনা দাও
উত্তরঃ- ফাঁকা ফাঁকা তীক্ষ্ণ দন্তবিশিষ্ট। উচু বাঁশির মতো নাক যুক্ত। চোখের প্রান্তরভাগ রক্তিমবর্ণ, সমগ্র শরীরের শিরা ধমনী গুলি দৃশ্যমান, শুষ্ককপোল,অগ্নির ন্যায় তামাটে কেশ ও দাঁড়ি গুলি।
১৮) ব্রাহ্মণ কিসের দ্বারা গোবৎস দুটি বাড়িয়ে তুলেছিল?
উত্তরঃ- চেয়ে আনা ঘৃত,তৈল ও ঘাসের দ্বারা।
১৯) ভদ্র! নৈষ ন্যায়ঃ- বক্তা কে? ভদ্র শব্দে কাকে সম্বোধন করা হয়েছে? কোনটি ন্যায় হচ্ছিল না?
উত্তরঃ- উক্তিটির বক্তা চোর।
ভদ্র শব্দ দ্বারা ব্রহ্মরাক্ষসকে সম্বোধন করা হয়েছে।
চোরের গরু অপহরণের পূর্বে রাক্ষসের ব্রাহ্মণকে ভক্ষণ করার প্রয়াস ন্যায় সঙ্গত হচ্ছিল না।
২০) চোর পূর্বে গরু চুরির প্রস্তাব দিয়েছিল কেন
উত্তরঃ- গরু চুরি করার পূর্বে রাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করার চেষ্টা করলে যদি কোনো বিঘ্ন উপস্থিত হয় তাহলে চোরের উদ্দেশ্য সিদ্ধ হবে না।
২১) রাক্ষস আগে ব্রাহ্মণকে খাওয়ার প্রস্তাব দিয়েছিল কেন?
উত্তরঃ- চোরটি আগে গোরু দুটি চুরি করলে যদি গোরুর শব্দে ব্রাহ্মণের নিদ্রা ভঙ্গ হয় তাহলে রাক্ষস আর ব্রাহ্মণকে ভক্ষণ করার সুবিধা পাবে না।
২২) গোশব্দেনবুধ্যেত-বুধ্যেত পদের দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে?
উত্তরঃ- ব্রাহ্মণকে নির্দেশ করা হয়েছে।
২৩) পঞ্চতন্ত্র কী জাতীয় গ্রন্থ?
উত্তরঃ- পঞ্চতন্ত্র নীতি শিক্ষামূলক গল্প সাহিত্যের অন্তর্গত।
২৪) কে কেন ব্রাহ্মনকে গোবৎস দান করেছিল
উত্তরঃ- যজমান ব্রাহ্মণ কে গোবৎস প্রদান করেছিলেন।
কারণ ব্রাহ্মণের দরিদ্রতার জন্য।
২৫) রাক্ষস কে দেখে চোরের কি প্রতিক্রিয়া হয়েছিল
উত্তরঃ- রাক্ষস কে দেখে ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠেছিল।
২৬) ষষ্ঠাহ্নকালিকা- শব্দটির অর্থ কি
উত্তরঃ- ষষ্ঠাহ্নকালিকা শব্দের অর্থ- দুই দিন দুই রাত্রি পরে তৃতীয় রাত্রিতে ভজন করা।
২৭) জজাগর শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখ?
উত্তরঃ- জজাগর শব্দটি সংস্কৃত প্রতিশব্দ হল অজাগ।
২৮) ব্রাহ্মণের নিদ্রাভঙ্গের কারণ কি
উত্তর- চোর ও রাক্ষসের ঝগড়া চিৎকারের কারনে।
২৯) চোর কিভাবে ব্রাহ্মণের কল্যাণ করেছিল
উত্তর- ব্রাহ্মণ জেগে উঠলে চোর বলেছিল ব্রাহ্মণ এই রাক্ষস তোমাকে খেতে চাইছে।
৩০) রাক্ষস কিভাবে ব্রাহ্মনের উপকার করেছিলো
উত্তর- ব্রাহ্মণ জেগে উঠলে রাক্ষস বলেছিল ব্রাহ্মণ চোর তোমার গোরু দুটিকে চুরি করতে চাইছে।
৩১) ব্রাহ্মণ কিভাবে রাক্ষস ও চোরের হাত থেকে নিজেকে ও গরুদুটিকে রক্ষা করেছিল
উত্তরঃ- ব্রাহ্মণ ইষ্টদেবতার মন্ত্র জপ করে নিজেকে রাক্ষসের হাত থেকে এবং উদ্ধত লাঠির দ্বারা চোরের হাত থেকে গোরু দুটিকে রক্ষা করেছিল।
৩২) রাক্ষসের দাঁতগুলি কেমন ছিল
উত্তর- প্রবিরল তীক্ষ্ণ।
৩৩) কে আগে ব্রাহ্মনের অনিষ্ট সাধন করতে চেয়েছিল?
উত্তর- চোর।
৩৪) লগুড় শব্দের অর্থ কি
উত্তর- লাঠি।
৩৫) ব্রাহ্মণচৌরপিশাচকথা কি জাতীয় রচনা?
উত্তর- গল্প।
আরো পড়ুন
একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা হতে Post গুলি
- ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পটির সারসংক্ষেপ
- ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে ব্রাহ্মণের শারীরিক ও আর্থিক অবস্থার পরিচয়
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা-ছোট প্রশ্ন ও উত্তর
- ব্রাহ্মণচৌরপিশাচকথা- গল্প অবলম্বনে ব্রহ্মরাক্ষস ও চোরের কথোপকথন
- ব্রাহ্মণচৌরপিশাচকথা- গল্প অবলম্বনে ব্রাহ্মণ,ব্রহ্মরাক্ষস ও চোরের বর্ণনা দাও
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা অনুসারে ভাবসম্প্রসারণ
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা অনুসারে ”শত্রবোহপি হিতায়ৈব বিবদন্ড পরস্পরম্ ”-শ্লোকটির তাৎপর্য বিশ্লেষন কর