ব্রাহ্মণচৌরপিশাচকথা পাঠ্যাংশ- একাদশ শ্রেণীর সংস্কৃত হতে ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে ব্রাহ্মণের শারীরিক ও আর্থিক অবস্থার পরিচয় দাও।
Table of Contents
ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে ব্রাহ্মণের শারীরিক ও আর্থিক অবস্থার পরিচয়
উত্তরঃ-
ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে দ্রোণ নামে এক দরিদ্র ব্রাহ্মণের কাহিনী বর্ণিত হয়েছে। সেই ব্রাহ্মণটি কোনো এক স্থানে বাস করত এবং অন্যের প্রদত্ত দানে জীবিকা নির্বাহ করত। ব্রাহ্মণটি এতই দরিদ্র ছিল যে,কখনো উত্তম বস্ত্র পরিধান করেনি। এছাড়া দ্রব্য,অলংকার ক্রয় করার সামর্থ তার ছিলনা। দারিদ্র বসত তাম্বুলাদি ভোজন করা তার পক্ষে সম্ভব ছিল না।
তার দরিদ্রতার শ্রেষ্ঠ নিদর্শন শীত,গ্রীষ্ম,বর্ষা উপদ্রবের শীর্ণকার শরীর। অপরদিকে অর্থাভাবে কেশ,রোম,দাঁড়ি ছেদনের অবকাশ ছিলনা। সুতরাং গল্পে বর্ণিত ব্রাহ্মণের খাদ্য ও বস্ত্রের চরম অভাব ছিল। যার চিত্র এই গল্পে বর্ণিত হয়েছে।