শার্দূলবিক্রীড়িত ছন্দ

শার্দূলবিক্রীড়িত ছন্দ

শার্দূলবিক্রীড়িত ছন্দ

বৃত্তসমবৃত্ত ছন্দ
অক্ষর১৯টি
গণম,স,জ,স,ত,ত,গ
যতিপ্রথম দ্বাদশ(সূর্য)
পরবর্তী সপ্তম (অশ্ব)

শার্দূলবিক্রীড়িত:- যে সমবৃত্ত ছন্দের প্রতিটি চরনে ১৯টি অক্ষর থাকে, প্রতিটি চরণে ১৯ টি অক্ষর থাকে, প্রতিটি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে ম,স,জ,স,ত,ত,গ- গণ হয়, তাকে শার্দূলবিক্রীড়িত ছন্দ বলে।

এই ছন্দের প্রথম দ্বাদশ(সূর্য) অক্ষরের পর এবং পরবর্তী সপ্তম (অশ্ব)অক্ষরের পর যতি বসে।

শার্দূলবিক্রীড়িত ছন্দের প্রতীক চিহ্ন:-

ম,স,জ,স,ত,ত,গ

শার্দূলবিক্রীড়িত ছন্দের লক্ষণ:-

‘ শার্দূলবিক্রীড়িতম্ ‘ ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন-

“সূর্যাশ্বৈর্মসজস্ততা সগুরবঃ শার্দূলবিক্রীড়িতম্।”

শার্দূলবিক্রীড়িত ছন্দের উদাহরণ:-

“নীবারাঃ শুকগর্ভকোটরমুভ্রষ্টাস্তরূনামধঃ
প্রস্নিগ্ধাঃ ক্বচিদিঙ্গুদীফলভিদঃ সূচ‍্যন্ত এবোপলাঃ।”

শার্দূলবিক্রীড়িত ছন্দের উদাহরণ বিশ্লেষণ

নীবারাঃ শুকগ র্ভকোট রমুখ ভ্রষ্টাস্ত রূনাম ধঃ

ম স জ স ত ত গ

প্রস্নিগ্ধাঃ ক্বচিদি ঙ্গুদীফ লভিদঃ সূচ‍্যন্ত এবোপ লাঃ।”

ম স জ স ত ত ন

উক্ত উদাহরণটির প্রতি চরণে ১৯ টি অক্ষর হয়েছে এবং প্রতি চরনের অক্ষর সজ্জা যথাক্রমে ম,স,জ,স,ত,ত,গ- গণ হয়েছে। এছাড়াও প্রথম দ্বাদশ অক্ষর এবং পরবর্তী সপ্তম অক্ষরের যতি বসেছে। সুতরাং আচার্য গঙ্গাদাসের লক্ষণ অনুযায়ী এই শ্লোকটি শার্দূলবিক্রীড়িতম্ নামক সমবৃত্ত ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।

Comments