ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়

ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়:- এই প্রত‍্যয় গুলিকে তুলনা মূলক প্রত‍্যয় বলে।

ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়

এই ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্ ও তমপ্ প্রত‍্যয়:- প্রত‍্যয় গুলিকে তুলনা মূলক প্রত‍্যয় বলে।

i) ঈয়সুন প্রত‍্যয়:-

যদি দুজনের মধ‍্যে তুলনা করা বোঝায়, তাহলে শব্দের সঙ্গে এই প্রত‍্যয় যুক্ত হয়, এই প্রত‍্যয়ের শেষে ঈয়স্ থাকে।

ii) ইষ্ঠন্ প্রত‍্যয়:-

যদি বহুর মধ‍্যে তুলনা করা বোঝায়, তাহলে শব্দের সঙ্গে ইষ্ঠন্ প্রত‍্যয় যুক্ত হয়। এই প্রত‍্যয়ের শেষে ইষ্ঠ থাকে।

শব্দ ঈয়সুন্(ঈয়স্) ইষ্ঠন্(ইষ্ঠ)
গুরু গরীয়স্ গরিষ্ঠ
লঘু লঘীয়স্লঘিষ্ঠ
যুবন্ যবীয়স্যবিষ্ঠ
ঊরু(বর) বরীয়স্ বরিষ্ঠ
বহু(ভূয়) ভূয়স্ ভূয়িষ্ঠ
পৃথু প্রথীয়স্ প্রথিষ্ঠ
দৃঢ় দ্রঢ়ীয়স্ দ্রঢ়িষ্ঠ
প্রশস‍্য শ্রেয়স্ শ্রেষ্ঠ
প্রিয় প্রেয়স্ প্রেষ্ঠ
দীর্ঘ দ্রাঘীয়স্ দ্রাঘিষ্ঠ
মহৎ মহীয়স্ মহিষ্ঠ

iii) তরপ্ ও তরম্ প্রত‍্যয় :-

তরপ্ প্রত‍্যয়ে শব্দের শেষে তর এবং তমপ্ প্রত‍্যয়ের শব্দের শেষে তম্ যুক্ত হয়।

শব্দ তরপ্(তর) তমপ্(তম্)
গুরু গুরুতর গুরুতম
পটু পটুতর পটুতম
লঘু লঘুতর লঘুতম
দৃঢ় দৃঢ়তরদৃঢ়তম
ক্ষুদ্র ক্ষুদ্রতরক্ষুদ্রতম
দূর দূরতরদূরতম
প্রিয় প্রিয়তরপ্রিয়তম
বহুবহুতরবহুতম
Comments
Facebook