যঙ্ প্রত্যয় কখন ব্যবহার হয়? যঙ্ প্রত্যয়ের ব্যবহার উদাহরণ সহ দেখাও।
Table of Contents
যঙ্ প্রত্যয় কখন ব্যবহার হয়?
পৌনঃ পুন্য ও আতিশয্য অর্থে ধাতুর উত্তর বিকল্পে যঙ্ প্রত্যয় ব্যবহার করা হয়।
যঙ্ প্রত্যয় একস্বরবিশিষ্ট ধাতুতে ব্যবহৃত হয়।
যঙ্ প্রত্যয়ের ব্যবহার উদাহরণ সহ দেখাও।
উদাহরণ:- পুনঃ পুনঃ পঠতি = পাপঠ্যতে।
(পঠ্ + যঙ্ + লট্ তে)
- i) অতিশয্য বোঝাতে যঙ্ প্রত্যয়ের উদাহরণ-
যেমন- ভৃশং রোদিতি= রোরূদ্যতে।
(রূদ্+ যঙ্+লট্ তে) - ii) নিন্দা বা বক্রগতি অর্থ বোঝালে গমনার্থক ধাতুর উত্তর যঙ্ প্রত্যয় হয়।
যেমন- কুটিলং গচ্ছতি= জঙ্গম্যতে।
(গম্+যঙ্ +লট্ তে) - iii) নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে লুপ্ সদ্ প্রভৃতি ধাতুর উত্তর যঙ্ প্রত্যয় হয়।
যেমন- গর্হিতং লুম্পতি = লোলুপ্যতে।
(লুপ্ + যঙ্ + লট্ তে) - iv) পৌনঃ পুন্য অর্থে যঙ্ প্রত্যয়ের উদাহরণ
যেমন- পুনঃ পুনঃ নৃত্যতি = নরিনৃত্যতে।
(নৃ+যঙ্+লট্ তে) - v) আতিশয্য অর্থে রুচ্ ও শুভ্ ধাতুর উত্তর যঙ্ প্রত্যয় হয় না।
যেমন- পুনঃ পুনঃ রোচতে =রোরুচ্যতে।
(রুচ্+ যঙ্ +লট্ তে)