সন্ প্রত‍্যয়

কী কী অর্থে সন্ প্রত‍্যয় হয়? উদাহরন দাও।

সন্ প্রত‍্যয়

কী কী অর্থে সন্ প্রত‍্যয় হয় তার উদাহরন নিম্নে দেওয়া হল –

  • i) সাধারনত ইষ্ ধাতুর ইচ্ছা অর্থে (কর্তা এক হলে) ধাতুর উত্তর বিকল্পে সন্ প্রত‍্যয় হয়।
    উদাহরন:- পাতুম্ ইচ্ছতি= পিপাসতি।
    (পা+সন্ + লট্ তি)
  • ii) আশঙ্কা ও সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর সন্ প্রত‍্যয় হয়।
    উদাহরন:- মরিতুম্ ইচ্ছতি = মুমূর্ষতি।(মৃ+সন্ = লট্ তি)
  • iii) অচেতন পদার্থের ইচ্ছা আরোপ বোঝালে সন্ প্রত‍্যয় হয়। (পৎ+ সন্ = লট্ তি)
    উদাহরন:- নদীকুলং পতিতুম্ ইচ্ছতি = পিপতিষতি।(পৎ + সন্ = লট্ তি)
  • iv) মান্,বধ্, দান্ ও শান্ ধাতুর উত্তর স্বার্থে নিত‍্য সন্ প্রত‍্যয় হয়।
    উদাহরন:- মীমাংসতে(মান্ + সন্ + লট্ তে)
  • v) গুপ্, তিজ্, কিৎ-ধাতুর উত্তর নিজ অর্থে নিত‍্য সন্ হয়।
    উদাহরন:- জুগুপ্সতে। (গুপ্+সন্ + লট্ তে)
Comments