সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য: ছোট প্রশ্ন ও উত্তর

সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য বিষয়ে ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল । সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল স্কুল সার্ভিস কমিশন সংস্কৃত সিলেবাস অনুযায়ী। (Poetry literature in Sanskrit literature short question and answer for slst / wbssc sanskrit )

সংস্কৃত কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর

কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর আলোচন করা হল। প্রতিটি প্রশ্নের মান ১ । মোট 40 টি কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর (প্রথম ভাগ )

১) পাণিনি কে? তার রচিত গ্রন্থ টির নাম কি?


উঃ- সংস্কৃত সাহিত্যের বিখ্যাত বৈয়াকরণ হলেন পাণিনি।তার রচিত ব্যাকরণ গ্রন্থ টির নাম অষ্টাধ্যায়ী।


২) কুমারসম্ভব কে সাহিত্যের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয?


উঃ- কুমারসম্ভবকে শ্রব্য কাব্য শ্রেনীর মহাকাব্য বলা যায।

৩) শিশুপাল বধ কাব্যের কবির নাম লেখ এই কাব্যের উৎস কি?


উঃ- শিশুপাল বধ কাব্যের কবির নাম হলো মাঘ।এই কাব্যে উৎস হলো মহাভারতের সভাপর্ব।


৪) কোন কবির রচনায় অর্থগৌরব বিশেষভাবে লক্ষ্য করা যায?


উঃ- মহাকবি ভারবি রচনায় অর্থ গৌরব লক্ষ্য করা যায

৫) চম্পুকাব্যএর লক্ষণ কি এই প্রসঙ্গে একটি চম্পুকাব্য গ্রন্থের নাম করো?


উঃ- গদ্য ও পদ্য মিশ্রণে রচিত কাব্যকে চম্পুকাব্য বলে। গদ্যপদ্যময়ং কাব‍্যং চম্পূরিত‍্যভিধীয়তে।
এপ্রসঙ্গে ভোজের রামায়ণচম্পূ গ্রন্থের নাম করা যায়।


৬) সিদ্ধান্তকৌমুদী কি? এর লেখক কে এই গ্রন্থের উপর তার স্বরচিত টিকার নাম লেখ
উঃ- পাণিনির অষ্টাধ্যায়ীর উপর রামচন্দ্রের প্রক্রিয়াকৌমুদীর অনুসরণে লেখা একটি প্রকরনধর্মী প্রক্রিয়ামূলক বৃত্তিগ্রন্থ হল সিদ্ধান্তকৌমুদী।
এর লেখক হলেন ভট্টোজী দীক্ষিত।
এই গ্রন্থের উপর তার স্বরচিত টীকার নাম প্রৌঢ়মনোরমা।

৭) রঘুবংশ কতগুলি ভাগে বিভক্ত রঘুবংশের কোন টিকা বিখ্যাত
উঃ- রঘুবংশ ১৯টি সর্গে বিভক্ত মল্লিনাথের সঞ্জীবনী টিকা বিখ্যাত।


৮) সংহিতা শব্দের বুৎপত্তিগত অর্থ কি
উঃ- সংহিতা শব্দের ব্যুৎপত্তি অর্থ সংকলন

৯) সমুদ্রগুপ্তের প্রশস্তি কার রচনা
উঃ- সমুদ্রগুপ্তের প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণের রচনা।

১০) রাজ তরঙ্গিনী কার রচনা তিনি কোথাকার অধিবাসী ছিলেন
উঃ- রাজ তরঙ্গিনী নামে ঐতিহাসিক কাব্যটি কবি কলহনের রচনা। তিনি কাশ্মীরের অধিবাসী ছিলেন

কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর (দ্বিতীয় ভাগ )

১১) ইতিহাসাশ্রিত একটি কাব্যের নাম লেখ
উঃ- কলহনের রাজতরঙ্গিনী অথবা বিলহন এর বিক্রমাংক দেব চরিত ইতিহাসাশ্রিত কাব্য।

১২) কলহন রচিত বিখ্যাত ঐতিহাসিক কাব্যটির নাম কি
উঃ- কলহন রচিত বিখ‍্যাত ঐতিহাসিক কাব‍্যটির নাম হল রাজ তরঙ্গিনী।

১৩) দ্ব‍্যাশ‍্রয় কাব‍্য কাকে বলে
উঃ- যে কাব্য দুটি ভাষায় রচিত তাকে দ্ব‍্যাশ্রয় কাব্য বলে।যেমন হেমচন্দ্রের কুমারপালচরিত কাব্যটি দ্ব‍্যাশ্রয় কাব‍্য কারন প্রথম 20 টি সর্গ সংস্কৃত ভাষায় এবং পরের 38 সর্গ প্রাকৃত ভাষায় রচিত।

১৪) ঐতিহাসিক কাব্য বলতে কি বোঝো ঐতিহাসিক’ কাব্য হিসেবে প্রসিদ্ধি একটি কাব্যের নাম উল্লেখ করো
উঃ- ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত কাব্য কে ঐতিহাসিক’ কাব্য বলে। কাশ্মীরি কবি কলহনের রাজতরঙ্গিনী ঐতিহাসিক কাব্য হিসেবে প্রসিদ্ধ একটি কাব্য।

১৫) ময়ূররাষ্ট্রক কোন শ্রেণীর রচনা
উঃ- ময়ূররাষ্ট্রক গীতিকাব্য বা খণ্ডকাব্য শ্রেণীর রচনা।

১৬) নীতিশতক কাব্যের রচয়িতা কে এটি কোন শ্রেণীর কাব্য
উঃ- কবি ভর্তৃহরি নীতিশতক কাব্যের রচয়িতা এটি গীতি কাব্যের অন্তর্গত।

১৭) নিম্নলিখিত গ্রন্থ গুলি রচয়িতার নাম করো এবং সেই গুলি সংস্কৃত সাহিত্যে কোন শ্রেণীর অন্তর্গত তা উল্লেখ করা।
বুদ্ধচরিত,কর্নভারম্, ভোজপ্রবন্ধ,নৈষধচরিত, রাজতরঙ্গিনী।
উঃ- বুদ্ধচরিত-অশ্বঘোষ-মহাকাব‍্য।
কর্নভারম্-ভাস-দৃশ‍্যকাব‍্য
ভোজপ্রবন্ধ-বল্লালসেন-গল্পসাহিত‍্য
নৈষধচরিতশ্রীহর্ষ-মহাকাব‍্য
রাজতরঙ্গিনী-কলহন-ঐতিহাসিককাব্য।

১৮) চন্ডীশতক কোন শ্রেনীর কাব‍্য,চন্ডীশতক কাব‍্যখানি কার রচনা
উঃ- চন্ডী শতক ধর্মীয় গীতিকাব্য।
কাব্যখানি বানভট্ট রচনা।

১৯) ঘটক পর্ব কাব্যের রচয়িতা কে
উঃ- মেঘদূত অনুকরণে রচিত ঘটক পর্ব কাব্যের রচয়িতা হলেন কবি ঘটক পর্ব।

২০) ময়ূরভট্ট কোন রাজার সভাকবি ছিলেন তাঁর রচিত কাব্যের নাম কি
উঃ- ময়ূরভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন তাঁর রচিত কাব্যের নাম সূর্যশতক।

কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর (তৃতীয় ভাগ )

২১) কালিদাস রচিত একখানি গীতি কাব্যের নাম লেখ
উঃ- কালিদাস রচিত একখানি গীতিকাব্য হল মেঘদুত।অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়িকা হল কন্বমুনির পালিতা কন্যা শকুন্তলা।

২২) পঞ্চতন্ত্র গ্রন্থটির এরূপ নামকরণের কারণ কি
উঃ- পঞ্চ শব্দের অর্থ 5 এবং তন্ত্র শব্দের অর্থ খন্ড বা অধ্যায় এই গ্রন্থটি পাঁচটি অধ্যাযে বিভক্ত বলে এর নাম হয়েছে পঞ্চতন্ত্র।

২৩) একটি ভক্তিমূলক গীতি কাব্যের নাম লেখ
উঃ- জয়দেবের গীতগোবিন্দ একটি ভক্তিমূলক গীতি কাব্যের উদাহরণ

২৪) কালিদাসের কোন কাব্যটি গীতিকাব্য হিসেবে সমধিক প্রসিদ্ধ লাভ করছে
উঃ- কালিদাসের মেঘদূত’ গীতিকাব্য হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে

২৫) গাঁথা সপ্তসতী রচয়িতা কে গাঁথা সপ্তসতী অনুসরণে রচিত একটি গীতি কাব্যের নাম উল্লেখ করো
উঃ- গাঁথা সপ্তসতী রচয়িতা হলেন মহাকবি হাল।গাথাসপ্তশীর অনুকরে লেখা গীতিকাব‍্য হল গোবর্ধনের- আর্যাসসপ্তশতী।

২৬) ভক্তিমূলক গীতি কাব্য হিসেবে প্রসিদ্ধ একটি গীতি কাব্যের নাম উল্লেখ করো
উঃ- ভক্তিমূলক গীতি কাব্য হিসেবে প্রসিদ্ধ গীতিকাব্য হলো কবি জয়দেবের গীতগোবিন্দম্

২৭) ইতিহাস আশ্রিত একটি গদ্য কাব্যের নাম লেখ
উঃ- ইতিহাস আশ্রিত গদ্যকাব্য হল বাণভট্টের হর্ষচরিত।

২৮) দামোদর গুপ্ত কোন রাজার সভাকবি ছিলেন তাঁর রচিত গ্রন্থ টির নাম কি
উঃ- কাশ্মীররাজাদের জয়াপীড়ের সভাকবি ছিলেন।গ্রন্থটির নাম কুট্টিনীমতম্।

২৯) অলংকার তত্ত্বের উপর রচিত দন্ডীর একখানি  গ্রন্থের নাম লেখ
উঃ- অলংকার তত্ত্বের উপর দণ্ডী লেখা গ্রন্থ হল কাব্যাদর্শ

৩০) গদ্য চিন্তামণি গ্রন্থের রচয়িতা কে
উঃ- গদ‍্য চিন্তামণি গ্রন্থের রচয়িতা হলেন
ওডেয়দেববাদীসিংহ।

কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর (চতুর্থ ভাগ )

৩১) বাসব দত্তার রচয়িতা কে ছিলেন
উঃ- বাসবদত্তা রচয়িতা হলেন সুবন্ধু।

৩২) হিতোপদেশ এর রচয়িতা কে
উঃ- হিতোপদেশ এর রচয়িতা হলেন পন্ডিত নারায়ন।

৩৩) কোন ভাষায় বৃহৎকথা রচিত
উঃ- ভূতভাষা বা পৈশাচী ভাষায় বৃহৎকথা রচিত হয়েছিল।

৩৪) হর্ষচরিত কে কোন শ্রেণীর রচনা বলা যায
উঃ- হর্ষচরিত কে আখ্যায়িকা শ্রেণীর রচনা বলা যায

৩৫) কোন প্রয়োজনের উপর ভিত্তি করে বিষ্ণুশর্মা তার পঞ্চতন্ত্র নামক গ্রন্থটি লেখেন
উঃ- রাজা অমর শক্তির জড়বুদ্ধিসম্পন্ন 3 পুত্রকে শিক্ষাদানের প্রয়োজনের উপর ভিত্তি করে বিষ্ণুশর্মা তার পঞ্চতন্ত্র নামক গ্রন্থটি লেখেন।

৩৬) ভূষণ ভট্ট কে ছিলেন সংস্কৃত সাহিত্যে তাঁর অবদান কি
উঃ- বানভট্টের পুত্র ছিলেন ভূষণ ভট্ট তিনি তাঁর রচিত গদ্যকাব্য অসমাপ্ত কাদম্বরী গ্রন্থ সম্পূর্ণ করেন এটাই তার সংস্কৃত সাহিত্যে অবদান।

৩৭) দণ্ডী কে ছিলেন তার ভিন্ন জাতীয় দুটি গ্রন্থের নাম লেখ?


উঃ- খ্রিস্টাব্দ সপ্তম শতকের প্রসিদ্ধ সংস্কৃত গদ্য কাব্য রচয়িতা তথা  আলংকারিক। তার ভিন্ন জাতীয় দুটি গ্রন্থ দশকুমারচরিতম্ আখ্যায়িকার শ্রেণীর গদ্য কাব্য। কাব‍্যাদর্শ অলংকারের গ্রন্থ

৩৮) সুবন্ধু কে ছিলেন তাঁর রচনার নাম লেখ
উঃ- খৃঃ সপ্তম শতকের একজন খ্যাতনামা গদ্য কাব্য রচয়িতা হলেন সুবন্ধু তিনি কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন।বাসবদত্তা তার একটি পাণ্ডিত্যপূর্ণ রচনা।

৩৯) সংস্কৃত গদ্য কাব্য কয় ভাগে বিভক্ত বিভিন্ন বিভাগের অন্তর্গত একটি করে গ্রন্থের নাম উল্লেখ করো
উঃ- সংস্কৃত গদ্য কাব্য দু’ভাগে বিভক্ত যথা আখ‍্যায়িকা ও কথা।মহাকবি বানভট্ট রচিত হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য এবং কাদম্বরী কথাশ্রেণীর গদ্য কাব্য।

৪০) গুনাহের বৃহৎকথা কোন ভাষায় রচিত গুনাঢ‍্যের বৃহৎকথা কোথায় পাওয়া যায় কি
উঃ- গুনাঢ‍্যের বৃহৎকথা পৈশাচী প্রাকৃত ভাষায় রচিত বর্তমানে বৃহৎকথা পাওয়া যায় না।

৪১) বৃহৎ কথা মঞ্জুরি কে রচনা করেন
উঃ- কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্র বৃহৎ কথামঞ্জরী রচনা করেন।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

Comments