শ্রীহর্ষ রচিত দৃশ্যকাব্য – রত্নাবলী , নাগানন্দ, প্রিয়দর্শিকা নাটকগুলির পরিচয়। সংস্কৃত সাহিত্যের ইতিহাস ( টীকা )
Table of Contents
সংস্কৃত সাহিত্যের ইতিহাসে-শ্রীহর্ষ (টীকা)
ভূমিকাঃ-
কালিদাস উত্তর যুগের একজন নাট্যকার হলেন শ্রীহর্ষ নৈষধচরিত রচনা করেননি। তিনি হলেন নাট্যকার শ্রীহর্ষ।
শ্রীহর্ষের পরিচিতি
পুষ্যভূতি বংশে রাজা প্রভাকরবর্ধনের দ্বিতীয় পুত্র হর্ষবর্ধন শিলাদিত্য । ইনি কনৌজ ও স্থানেশ্বরের অধিপতি ছিলেন।
শ্রীহর্ষের আবির্ভাবকাল
ইতিহাসের কাল ধরে 606 খৃষ্টাব্দ হতে 647খৃঃ পর্যন্ত ইনি রাজা ছিলেন।
শ্রীহর্ষের রচনাবলী
হর্ষবর্ধন তিনখানি নাটক রচনা করেন। তবে তা রচনা কিনা এই নিয়ে মতভেদ আছে।
কেননা হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষচরিত গ্রন্থে শ্রীহর্ষের কাব্য শক্তির প্রশংসা করেছেন। কিন্তু কোনো গ্রন্থের নাম উল্লেখ্য করেননি।
i) রত্নাবলী
এটি চার অঙ্কের নাটিকা অর্থাৎ উপরূপক শ্রেনীর দৃশ্যকাব্য। এর বিষয়বস্তু বৃহৎকথা হতে গ্রহন করা হয়েছে। ভাসের স্বপ্নবাসবদত্তার সঙ্গে সাদৃশ্য দেখা যায়।
ii) নাগানন্দ
এই নাটকটি পাঁচ অঙ্কের রচিত এবং ভিন্ন সারে স্বতন্ত্র নাটক। এই নাটকের মূল বিষয়বস্তু পরের জন্য আত্মত্যাগ এবং মূলরস হল বিরস।
iii) প্রিয়দর্শিকা
এই নাটকটি চার অঙ্কে রচিত উপরূপক শ্রেনীর দৃশ্যকাব্য। এই নাটকের মূল বিষয়বস্তু রত্নাবলী নাটকের পরবর্তী অংশ। অর্থাৎ প্রিয়দর্শিকার সাথে রাজা উদয়নের মিলন কাহিনী।
উপসংহার
রাজা হর্ষবর্ধনের কবিত্ব শক্তি খ্যতি ছিল। শ্রীহর্ষ (Shriharsha) নাট্যশাস্ত্রকে বিশেষ ভাবে অনুসরন করেছেন।
তাই পরবর্তী কালে নাট্যতত্ত্ব বিদগন রত্নাবলী নাটিকার বিভিন্ন অংশ গ্রহন করেছেন।
আরো পড়ুন
নাট্য সাহিত্যের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য টীকা গুলি পড়ুন
- ১. (টীকা) অশ্বঘোষ
- ২. (টীকা) রাজতরঙ্গিনী
- ৩. হরিবংশ পুরাণ
- ৪. ভট্টি কাব্য বা রাবণবধ মহাকাব্য
- ৫. হিতোপদেশ
- ৬. (টীকা) কুমারসম্ভবম্
- ৭. (টীকা) স্বপ্নবাসবদত্তা
- ৮. (টীকা) গীতা
- ৯. (টীকা) জানকীহরণ
- ১০. জয়দেবের গীতগোবিন্দ
- ১১. হরিবংশম্
- ১২. (টীকা) রঘুবংশ মহাকাব্য
- ১৩. (টীকা) বিক্রমোর্বশীয়ম্ নাটক