সাহিত্যদর্পণ গ্রন্থের দশম পরিচ্ছেদ অনুসারে উৎপ্রেক্ষা অলংকার সম্পর্কে সহজভাবে আলোচনা করা হল । উৎপ্রেক্ষা অলংকারের প্রকারভেদ বর্ণনা করা হল
উৎপ্রেক্ষা অলংকার
উৎপ্রেক্ষা অলংকারের লক্ষণ
আচার্য বিশ্বনাথ কবিরাজ তার “সাহিত্যদর্পণ” গ্রন্থের দশম পরিচ্ছেদে উৎপ্রেক্ষা অলংকারের লক্ষণ প্রসঙ্গে বলেছেন-
“ভবেৎ সম্ভাবনোৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা”।
অর্থাৎ প্রবল সাদৃশ্যবশত যদি প্রকৃত (উপমেয়) পদার্থকে অপ্রকৃত (উপমান) পদার্থ বলে সম্ভবনা হয় এবং কাব্য চমৎকারিত্ব লাভ করে তবে যে অলংকার হয়, তার নাম হল উৎপ্রেক্ষা অলংকার ।
উৎপ্রক্ষা অলংকারের শ্রেণিবিভাগ হল
উৎপ্রক্ষা অলংকারের শ্রেণিবিভাগ হল। যথা-
- ¡) বাচোৎপ্রেক্ষা
- ¡¡) প্রতীয়মানোৎপ্রেক্ষা।
বাচোৎপ্রেক্ষা অলংকার
যে উৎপ্রেক্ষা অলংকারে সম্ভাবনাবাচক ইবাদি শব্দের প্রয়োগ থাকে, তাকে বাচোৎপ্রেক্ষা অলংকার বলে।
প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার
পরা অর্থাৎ অপরা ইবাদি শব্দের অপ্রয়োগে প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার হয়।
উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে ?
দুটি ভিন্ন পদার্থের মধ্যে অভিন্নতা ধর্ম প্রকাশকে সম্ভাবনা বলা হয়। অর্থাৎ কবির কল্পনায়, প্রবল সাদৃশ্যবাচক যদি উপমেয়কে উপমান বলে সংশয় প্রকাশ হয়, তবে তাকে উৎপ্রক্ষা অলংকার বলে।
উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ
“মুখমেনীদৃশো ভাতি পূর্ণচন্দ্র ইবাপর :।
অত্র চন্দ্র ইত্যেকব্যক্তিবাচিত্বাদ্দব্যশব্দ :।।”
শ্লোকের অর্থ:-
মৃগ নয়না তরূনীর মুখখানি যেন দ্বিতীয় পূর্ণচন্দ্রের ন্যায় প্রকাশ পাচ্ছে। যেন পূর্ণিমার আর এক চাদ।
উৎপ্রেক্ষা অলংকার এর বৈশিষ্ট্য
এখানে প্রকৃত পদার্থ বা উপমেয় হল- “তরূনীর মুখখানি”, আর অপ্রকৃত পদার্থ বা উপমান হল- “চাঁদ”। এখানে উপমেয় ও উপমানের মধ্যে সাদৃশ্য এতোটাই প্রবল যে উপমেয়কে উপমান বলে মনে হচ্ছে। তাই মৃগনয়না তরূনীর মুখখানি যেন একটি পূর্ণচাদ। মুখকে অপর পূর্ণচাদ রূপে ভাবনা হওয়ায় এবং “ইব” সাদৃশ্যবাচক শব্দ উপস্থিত থাকায় সম্ভাবনাকে আরও দীর্ঘায়িত করেছে। সুতরাং, উক্ত শ্লোকটি উৎপ্রেক্ষা অলংকারের প্রকৃষ্ট উদাহরণ হয়েছে।
কতকগুলি অলংকার সম্পর্কে আলোচনা করা হল –
- উপমা ও প্রতিবস্তুপমা অলংকারের পার্থক্য
- বিভাবনা ও বিশেষোক্তি আলঙ্কারের পার্থক্য
- দৃষ্টান্ত ও প্রতিবস্তুপমা অলঙ্কারের পার্থক্য
- উৎপ্রেক্ষা ও অতিশয়োক্তি অলংকারের মধ্যে পার্থক্য
- দীপক অলংকার সম্পর্কে সহজভাবে আলোচনা
- অর্থান্তরন্যাস অলংকার সম্পর্কে আলোচনা
- সমাসোক্তি অলংকার সম্পর্কে আলোচনা
- উৎপ্রেক্ষা অলংকার সম্পর্কে আলোচনা
- পরিণাম অলংকার সম্পর্কে আলোচনা
- দৃষ্টান্ত অলংকার সম্পর্কে আলোচনা
- শ্লেষ অলংকার সম্পর্কে আলোচনা
- উপমা অলংকার সম্পর্কে আলোচনা
- রূপক অলংকার কাকে বলে
- তুল্যযোগিতা অলংকার সম্পর্কে আলোচনা
- নিদর্শনা অলংকার সম্পর্কে আলোচনা কর
- অলংকার কাকে বলে ? অলংকার সম্পর্কে প্রাথমিক ধারণা
*”সংস্কৃত শিক্ষা কেন্দ্র”-এর পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষ্যে যে Quiz এর আয়োজন করা হয়েছে তার Link নিচে দেওয়া হলো। Quiz এ যে কোনো শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারবেন। এই Quiz Competition এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য থাকছে পুরস্কার। যা ডাকযোগের মাধ্যমে বাড়ীতে পাঠানো হবে।*
https://www.sanskritsikshakendra.com/wbssc-sanskrit-mcq-test-competition/
*”সংস্কৃত শিক্ষা কেন্দ্র”-এর Telegram Group* – সংস্কৃত শিক্ষা কেন্দ্র
Sir, alankar bisoye eka boier name bole din BA sanskrit honours er jonno!!