নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন Various types of questions related to drama
সংস্কৃত নাটক – প্রশ্ন উত্তর
১) নিম্নলিখিত লেখকদের কালানুক্রমে সাজিয়ে লেখ
উঃ- কালিদাস ভাস ভবভূতি অশ্বঘোষ।
অশ্বঘোষ-খৃঃ প্রথম শতক
ভাস-খৃঃ দ্বিতীয় শতক
কালিদাস-খৃঃ চতুর্থ শতক
ভবভূতি-খৃঃ সপ্তম শতক
২) সমাজের পটভূমিকায় রচিত একটি সংস্কৃত নাটকের নাম কর। এর রচয়িতা কে?
উঃ- সংস্কৃত সাহিত্যে সামাজিক পটভূমিকায় রচিত নাটকটির নাম মৃচ্ছকটিকম্। মৃচ্ছকটিকম্ নাটকটি রচনা করেন শূদ্রক।
৩) সংস্কৃত গদ্য কাব্যের দুটি শ্রেণী কি কি প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও?
উঃ- সংস্কৃত গদ্য কাব্যের দুটি শ্রেণি হল কথা ও আখ্যায়িকার।
কথা কাব্যের নিদর্শন হল বানভট্ট রচিত কাদম্বরী। আখ্যায়িকার নিদর্শন হল হর্ষচরিতম্।
৪) নিচের গ্রন্থ গুলি সংস্কৃত সাহিত্যের কোন কোন শ্রেণীভুক্ত?
ভোজপ্রবন্ধ,কর্ণভারম্,রামায়ণমঞ্জুরী, মুদ্রারাক্ষসম্।
উঃ-
গ্রন্থ-শ্রেনী-রচয়িতা
ভোজপ্রবন্ধ -গল্পসাহিত্য- বল্লাল।
কর্ণভারম্-একাঙ্কব্যায়োগ-ভাস
রামায়ণ মঞ্জুরী-শ্লোকে রচিত কাব্যসার-ক্ষেমেন্দ্র।
মুদ্রারাক্ষসম্-নাটক(সপ্তাঙ্ক)-বিশাখদত্ত।
৫) নিম্নোক্ত লেখকদের নাম কালানুক্রমে সাজিয়ে লেখো
শ্রীহর্ষ,সোমদেবভট্ট,বিশাখদত্ত,চিন্তামণিভট্ট।
উঃ-
বিশাখদত্ত-খৃঃ ৪র্থ-৫ম শতক
শ্রীহর্ষ/হর্ষদেব- খৃঃ ৭ম শতক
সোমদেব-খৃঃ ১১শ শতক
চিন্তামণিভট্ট-খৃঃ ১৩শ শতক
৬) ত্রিবাদম্ নাটকগুলির মধ্যে এমন দুটি নাটকের নাম করো যাদের বিষয়বস্তু রামায়ণ মহাভারত থেকে গৃহীত হয়নি?
উঃ- ত্রিবান্দম নাটক অর্থাৎ ভাগ নাটক চক্রের মধ্যে স্বপ্নবাসবদত্তা ও অবিমারক এমন দুটি নাটক যাদের বিষয়বস্তু রামায়ণ ও মহাভারত থেকে গৃহীত হয়নি
৭) গদ্য চিন্তামণি কি জাতীয় গ্রন্থ?কার লেখা?কার অনুকরণে লেখা?
উঃ- গদ্য চিন্তামণি গদ্যে রচিত গল্পগ্রন্।থ লেখক এর নাম বাদীভসিংহ বা ওডয়দেব।
এই গ্রন্থটি বানভট্ট রচিত কাদম্বরী গ্রন্থের অনুকরনে লেখা।
৮) নিম্নলিখিত গ্রন্থ গুলি সংস্কৃত সাহিত্যের কোন কোন শ্রেণীভুক্ত?
বেনীসংহারম্, পদ্মপ্রাভৃতকম্, বৃহৎকথাশ্লোকসংগ্রহ,বৃহৎকথামঞ্জরী।
উঃ- বেনীসংহারম্- নাটক
পদ্মপ্রাভৃতকম্-ভাণ
বৃহৎকথাশ্লোকসংগ্রহ- গল্পগ্রন্থ
বৃহৎকথামঞ্জরী- শ্লোকাকারে রচিত সংক্ষিপ্তসার।
৯) কালিদাসের মালবিকাগ্নিমিত্রম্ নাটকে কোন রাজবংশের কথা বিবৃত আছে। নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন
উঃ- শুঙ্গবংশ।
১০) ভট্ট নারায়ণের বেণীসংহার কোন রসের নাটক?
উঃ- বীর।
১১) বিশাখদত্তের মুদ্রারাক্ষস নাটকের কোন দুই বংশের কাহিনী বর্ণিত হয়েছে?
উঃ- মৌর্য ও নন্দ বংশ।
১২) রাজশেখরের কর্পূর মঞ্জুরী নাটকটি কোন ভাষায় লিখিত?
উঃ- প্রাকৃত ভাষায় রচিত নাটক।
১৩) রাজশেখরের বালরামায়ণ ও বালভারত কোন শ্রেণীর রচনা?
উঃ- নাটক শ্রেণীর রচনা।
১৪) বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির সর্বপ্রাচীন সংকলকের নাম কি?
উঃ- শিবদাস
১৫) ভবভূতি রচিত মালতীমাধব প্রকরণটির উৎস কি?
উঃ- বৃহৎকথা।
১৬) পুরুষ পরীক্ষা গ্রন্থটি রচয়িতা কে?
উঃ- বিদ্যাপতি
১৭) বিক্রমচরিম্ গ্রন্থটির নামান্তর কী?
উঃ- সিংহাসনদ্বাত্রিংশিকা।
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন
- শঙ্খরাজ কবিরাজ
- ভান সংগ্রহ বা চতুর্ভানী
- রাজশেখরের পরিচয়
- ভবভূতির পরিচয়
- ভট্টনারায়ণ
- বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটক শর্ট প্রশ্ন উত্তর
- শূদ্রকের মৃচ্ছকটিকম্ শর্ট প্রশ্ন ও উত্তর
- কালিদাস শর্ট প্রশ্ন উত্তর
- অশ্বঘোষ ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর
- ক্ষেমীশ্বর-সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- শ্রীকৃষ্ণমিশ্র-প্রবোধচন্দ্রোদয়ম্ নাটক-ছোট প্রশ্ন ও উত্তর
- শ্রীহর্ষ-ছোট প্রশ্ন ও উত্তর
- বৎসরাজ ও তাঁর রচনার পরিচয়
- রামচন্দ্রসূরি-ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন উত্তর
- ভাস শর্ট প্রশ্ন ও উত্তর
- রামায়ণ শর্ট প্রশ্ন এবং উত্তর
- রামচন্দ্র
- মায়ুরাজ
- দামোদরমিশ্র
- অনঙ্গহর্ষ
- শক্তিভদ্র
- দিঙ্নাগ
- মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব
আরো পড়ুন
ব্যসন কি? মনুসংহিতা অনুসারে আলোচনা কর
মনুসংহিতা- রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ