হর্ষ / শ্রীহর্ষ / হর্ষদেব (৬০৬-৬৪৭খৃঃ) শর্ট প্রশ্ন ও উত্তর ( Shriharsha Short Question & Answer)। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে নাট্যকার শ্রীহর্ষ সম্পর্কে ছোট প্রশ্ন ও উত্তর ।
শ্রীহর্ষ ছোট প্রশ্ন ও উত্তর
১) কালিদাসোত্তর কালের ছয়জন প্রধান নাট্যকারের নাম কর এবং তাঁদের এক একটি নাটকের নাম উল্লেখ কর।
উঃ- কালিদাসোত্তর কালের প্রধান ছয়জন নাট্যকার হলেন শ্রীহর্ষ, ভবভূতি, বিশাখদত্ত, কৃষ্ণমিশ্র এবং রাজশেখর।
শ্রীহর্ষের রচিত নাটক রত্নাবলী, ভবভূতির উত্তররামচরিতম্, ভট্টনারায়নের বেনীসংহার, বিশাখদত্তের মুদ্রারাক্ষসম্, কৃষ্ণমিশ্রের প্রবোধচন্দ্রদয়ম্ এবং রাজশেখরের বালরামায়ণম্।
২) নাট্যকার হর্ষদেবের বা শ্রীহর্ষের পরিচয় দাও?
উঃ- কৌনজ রাজ প্রভাকর বর্ধন ও রানী যশোবতীর কনিষ্ঠ পুত্র হর্ষবর্ধন শীলাদিত্য শুধু দক্ষ প্রশাসক ও রননিপুন যোদ্ধা ছিলেন না
শিল্প-সাহিত্যের একনিষ্ঠ সেবকও ছিলেন। শ্রী ও সরস্বতী তাকে সমভাবে বরণ করেছিলেন।
৩) শ্রীহর্ষের রচনাবলীর পরিচয় দাও?
উঃ- থানেশ্বর রাজ হর্ষবর্ধন বা শ্রীহর্ষ তিনটি দৃশ্যকাব্য রচনা করেন-
রত্নাবলী নাগানন্দ ও প্রিয়দর্শিকা তারমধ্যে রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটিকা শ্রেণীর উপরূপক ও নাগানন্দ নাটক শ্রেণীর রূপক
৪) শ্রীহর্ষ রচিত রত্নাবলীর পরিচয় দাও?
উঃ- শ্রী হর্ষের তিনটি দৃশ্যকাব্য মধ্যে রত্নাবলী সবচেয়ে প্রসিদ্ধ ও জনপ্রিয় এটি একটি নাটিক শ্রেণীর উপরূপক
যেখানে চারটি অংক আছে গুনাঢ্য রচিত বৃহৎকথার জনপ্রিয় উদয়ন কথা অবলম্বনে এই নাটিকা রচিত
রাজা উদয়নের সঙ্গে রানী বাসবদত্তার পরিচারিকা সাগরিকার( যিনি প্রকৃতপক্ষে সিংহল রাজকুমারী রত্নাবলী) প্রণয় এই নাটকের বিষয়বস্তু।
৫) রত্নাবলী নাটকের বিশিষ্টতা ব্যাখ্যা করো?
উঃ- নাট্য শাস্ত্রের দৃষ্টিতে শ্রীহর্ষ রচিত রত্নাবলী একটি বিশিষ্ট রচনা সম্পূর্ণভাবে অলংকার শাস্ত্রসম্মত।
এমন রচনা সংস্কৃত সাহিত্যে খুব কমই আছে তাই দেখা যায় পরবর্তীকালে আলংকারিক ও নাট্যতত্ত্ব বিদগন অলঙ্কারশাস্ত্র ও নাট্যতত্ত্বের বিভিন্ন বিষয়কে বোঝাবার জন্য এই নাটিকা থেকে ব্যাপক দৃষ্টান্ত উদ্ধৃত করেছেন মনে হয় যেন নাট্যশাস্ত্রের বিধান মিলিয়ে নাটকটি লেখা হয়েছে।
৬) শ্রীহর্ষ রচিত প্রিয়দর্শিকা পরিচয় দাও?
উঃ- শ্রী হর্ষের প্রিয়দর্শিকা চার অঙ্কে রচিত নাটিকা শ্রেণীর উপরূপক
উদয়ন ও প্রিয়দর্শিকা প্রণয় এর বিষয়বস্তু অঙ্গরাজ দৃঢ়বর্মা রাজা উদয়নের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কন্যা প্রিয়দর্শিকা কে নিয়ে যাওয়ার পথে কলিঙ্গরাজ কর্তৃক পরাজিত ও বন্দিত্ব দশাপ্রাপ্ত হন
ঘটনাচক্রে উদয়নের সেনাপতির সহায়তায় প্রিয়দর্শিকা উদয়নের অন্তঃপুরে এসে পৌঁছান এবং আরণ্যকা নাম নিয়ে সেখানে বাস করতে থাকেন
ক্রমে উদয়ন ও আরন্যকার মধ্যে প্রণয় জন্মায় রানী বাসবদত্তা তা বুঝতে পেরে আরণ্যক কে কারাগারে নিক্ষেপ করেন পরে প্রকাশ পায় যে আরন্যকা বাসবদত্তারই মাতুলকন্যা অবশেষে উভয়ের মিলন ঘটে। ঘটনা বিন্যাস চরিত্র-চিত্রন ও নাট্য বৃত্তের পরিণতি সম্পাদনে রত্নাবলী ও প্রিয়দর্শিকা মধ্যে প্রচুর সাদৃশ্য দেখা যায় প্রিয়দর্শিকার কাহিনী ও উদয়নকথাশ্রিত।
৭) শ্রীহর্ষ রচিত নাগানন্দ নাটকের পরিচয় দাও?
উঃ- শ্রী হর্ষের নাগানন্দ পাঁচ অংকের রচিত রূপক শ্রেণীর নাটক যদিও প্রস্তাবনা অংশ থেকে জানা যায় যে বিদ্যাধর জাতক থেকে এর কাহিনী গৃহীত, তবু আমাদের মনে হয় গুনাঢ্যের বৃহৎকথা নির্ভর কথাসরিৎসাগর এর উৎস কথাসরিৎসাগর এর দ্বাদশ তরঙ্গে বিদ্যাধর রাজ জিমুতবাহনের যে অপূর্ব আত্মত্যাগের কাহিনী বিবৃত হয়েছে তা এই নাটকের বিষয়বস্তু।
এই নাটকের কিয়দংশে বৌদ্ধ রচনা ছাপ আছে কাহিনী গ্রন্থনা ত্রুটিপূর্ণ ।
প্রথম তিন অংকেই বস্তুতপক্ষে নাটক শেষ হয়ে যায় শেষের দুটি অঙ্ক অপ্রয়োজনীয়।
৮) শ্রীহর্ষের নাট্য রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো?
উঃ- শ্রীহর্ষের রচনায় মৌলিকতার অভাব লক্ষণীয় তার রত্নাবলী ও প্রিয়দর্শিকা সব দিক থেকেই সমধর্মী রচনা তারমধ্যে প্রতিভার অভাব হয়তো ছিলনা
কিন্তু সে প্রতিভার প্রকাশ তার রচনার মধ্যে খুব একটা ঘটেনি তবে রাজ অন্তপুরের গোপন প্রণয় কে প্রধান নাটকীয় বিষয়ের মর্যাদায় প্রতিষ্ঠিত করে শ্রীহর্ষ সংস্কৃত নাট্য সাহিত্যের ধারায় একটি স্বাতন্ত্রের চিহ্ন রেখে গেছেন।
৯) গীহর্ষ অভিধাটি কে কার উদ্দেশ্যে ব্যবহার করেছেন?
উঃ- কথাকার সেঢঢল তাঁর “উদয়সুন্দরী’ নামক কথাকাব্যে শ্রীহর্ষকে গীহর্ষ উপাধিতে ভূষিত করেছেন “গীহর্ষ’, নিজসংসদি…। ‘”গীহর্ষ’ কথাটির অর্থ (গী-বানী,হর্ষঃ) কাব্যবানী বা বাগদেবী সরস্বতীর আনন্দদায়ী।
১০) কে কোথায় শ্রীহর্ষ কে কবিতা কামিনীর হর্ষ রূপে উল্লেখ করেছেন
উঃ- নাট্যকার পীযূষবর্ষ জয়দেব তার প্রসন্নরাঘবম্ নাটকে শ্রীহর্ষকে কবিতা কামিনীর হর্ষ আখ্যায় ভূষিত করেছেন
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন
- শঙ্খরাজ কবিরাজ
- ভান সংগ্রহ বা চতুর্ভানী
- রাজশেখরের পরিচয়
- ভবভূতির পরিচয়
- ভট্টনারায়ণ
- বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটক শর্ট প্রশ্ন উত্তর
- শূদ্রকের মৃচ্ছকটিকম্ শর্ট প্রশ্ন ও উত্তর
- কালিদাস শর্ট প্রশ্ন উত্তর
- অশ্বঘোষ ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত সাহিত্যে কাব্য সাহিত্য ছোট প্রশ্ন ও উত্তর
- ক্ষেমীশ্বর-সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- শ্রীকৃষ্ণমিশ্র-প্রবোধচন্দ্রোদয়ম্ নাটক-ছোট প্রশ্ন ও উত্তর
- শ্রীহর্ষ-ছোট প্রশ্ন ও উত্তর
- বৎসরাজ ও তাঁর রচনার পরিচয়
- রামচন্দ্রসূরি-ছোট প্রশ্ন ও উত্তর
- সংস্কৃত নাটক সংক্রান্ত বিবিধ প্রকার প্রশ্ন উত্তর
- ভাস শর্ট প্রশ্ন ও উত্তর
- রামায়ণ শর্ট প্রশ্ন এবং উত্তর
- রামচন্দ্র
- মায়ুরাজ
- দামোদরমিশ্র
- অনঙ্গহর্ষ
- শক্তিভদ্র
- দিঙ্নাগ
- মুরারির পরিচয় ও অনর্ঘরাঘব