অশ্বঘোষ ছোট প্রশ্ন ও উত্তর

অশ্বঘোষ (in 80 AD – 150 AD) (Asbaghosa Short question and answer) সংস্কৃত সাহিত্যের ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর

অশ্বঘোষ হতে ছোট প্রশ্ন ও উত্তর

১) অশ্বঘোষ রচিত একমাত্র নাটকটির নাম উল্লেখ কর। এর বিষয়বস্তু কি ?

উঃ=> অশ্বঘোষের লেখা একমাত্র নাটক হল সারিপুত্র প্রকরন বা সারিপুত্ত প্রকরন।
  সারিপুত্র ও মৌদগল্যায়ন নামক দুই ব্রাহ্মণ যুবকের বৌদ্ধধর্মে দীক্ষালাভের ঘটনা- এই নাটকের বিষয়বস্তু।

২) অশ্বঘোষের লেখা সারিপুত্র প্রকরন নাটকের মূল পুঁথি কে, কোথায় আবিষ্কার করেন ?

উঃ=> সারিপুত্রপ্রকরনের মূল পুঁথিটি জার্মান ভারততত্ত্ববিদ্ হাইল রিখ ল্যুডার্স ১৯০৯খৃঃ মধ্য এশিয়ার তুর্কীস্থানের তুরফান নামক স্থান থেকে আবিস্কার করেন বলে জানা যায়। পুঁথিটি খন্ডিত।
      Ludues-এর সম্পাদনায় এটি ১৯১১খৃঃ জার্মানী থেকে “Das sariputra prakarana ein drama des As’vaghosa”- নামে প্রকাশিত হয়।

৩) সারিপুত্রপ্রকরন নাটকের আবিস্কারের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর।

উঃ=> Luders শুধু অসমাপ্ত ও খন্ডিত সারিপুত্র প্রকরন নাটকের পুঁথি আবিস্কার করেননি, তার সঙ্গে অন্য দুটি নাটকের খন্ডিত অংশও পেয়েছেন। এর থেকে একথাই প্রমানিত হয় যে, কালিদাসের পূর্বে খৃঃ প্রথম শতাব্দীতে সংস্কৃত নাটকের পূর্ণ বিকাশ সাধিত হয়েছিল -যা পরবর্তীকালের সংস্কৃত নাটকের আদর্শরূপে কাজ করেছে। এছাড়া পন্ডিতগন আবিস্কৃত দুটি খন্ডিত নাট্যাংশের সঙ্গে পরবর্তীকালের তত্ত্বগর্ভ বা রূপক নাটকের সাদৃশ্যলক্ষ্য করেছেন। অনেকের মতে, কৃষ্ণমিশ্র রচিত “প্রবোধচন্দ্রোদয়ম্” নাটকটি এই নাট্যাদর্শকে অনুসরন করেছে।

৪) সারিপুত্র প্রকরন নাটকের উৎস কি ? এটি কি জাতীয় রূপক ?

উঃ=> বৌদ্ধ দার্শনিক ধর্মকীর্তির মতে, অশ্বঘোষ তাঁর নিজেরই লেখা, কিন্তু বর্তমানে লুপ্ত “রাষ্ট্রপাল” নামক রচনার কাহিনী অবলম্বনে সারিপুত্র প্রকরন রচনা করেছেন।
সারিপুত্র প্রকরন নামে প্রকরন হলেও পরবর্তীকালে যে অর্থে “প্রকরন” শব্দটি ব্যবহৃত হয়েছে, সেই অর্থে প্রকরন নয়, এটি শিথিলভাবে নাটকশ্রেনীর রূপক।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেখুন

আরো পড়ুন

Comments