অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা (1-2)

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা -1- স্বপ্নো নু মায়া নু মতিভ্রমো নু ক্লিষ্টং নু তাবৎ দলমেব পুন‍্যম্। অসন্নিবৃত্ত‍্যৈ তদতীতমেতে মনোরথা নাম তটপ্রপাতাঃ। অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে শ্লোক সংস্কৃত ব‍্যাখ‍্যা -2-অসংশয়ং ক্ষত্রপরিগ্রহক্ষমা যদার্যমস‍্যাভিলাষি মে। সতাং হি সন্দেহপদেষু বস্তুষু প্রমানমন্তঃ করনপ্রবৃত্তয়ঃ।

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা-1

স্বপ্নো নু মায়া নু মতিভ্রমো নু ক্লিষ্টং নু তাবৎ দলমেব পুন‍্যম্।
অসন্নিবৃত্ত‍্যৈ তদতীতমেতে মনোরথা নাম তটপ্রপাতাঃ।

স্বপ্নো নু মায়া নু মতিভ্রমো নু ক্লিষ্টং নু তাবৎ দলমেব পুন‍্যম্।
অসন্নিবৃত্ত‍্যৈ তদতীতমেতে মনোরথা নাম তটপ্রপাতাঃ।

উৎসঃ-

অয়ং শ্লোকঃ মহাকবি কালিদাসবিরচিতস‍্য অভিজ্ঞানশকুন্তলম্ নাটকস‍্য ষষ্ঠঃ অঙ্কাৎ গৃহীত।

প্রসঙ্গঃ- ধারনাৎ অঙ্গরিয়ঃ দুষ‍্যন্তঃ শকুন্তলাবৃত্তান্তং স্মৃত্বা বিস্মৃতে স্বরূপং চিন্তয়তি অনেন শ্লোকঃ।

ব‍্যাখ‍্যাঃ-

রাজা দুষ‍্যন্তস‍্য শকুন্তলাসুখানুভূতিং বিগতঃ। তস‍্য সুখস‍্য পুনঃ সম্ভাবনা  অপি নাস্তি। শকুন্তলা সুখানুভূতং স্বপ্ন ইতি সংশয়ঃ উদেতি। তৎ সুখং ক্ষনস্থায়ী, তথাপি তস‍্য স্পষ্ট অনুভবত্বাৎ। তৎ মায়া অপি ন। যতঃ মায়ার্থম্ ঐন্দ্রজালিকেন প্রয়োজনম্। অপি চ মায়ায়াং কিঞ্চিৎ অপি সর্ব‍্যং নাস্তি। অতঃ শকুন্তলাবৃত্তান্তং সত‍্য ঘটনা। শকুন্তলয়া সহ মিলনং ইতি অপি ন মতিভ্রমঃ। অতঃ পরং পুনঃ মিলনং সম্ভাবনা নাস্তি।

ছন্দঃ অলংকারশ্চঃ-

অত্র উপজাতি বৃত্তম্ সন্দেহঅলংকারৌ চ বিদ‍্যতে।

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক হতে সংস্কৃত শ্লোক বাখ্যা-2

অসংশয়ং ক্ষত্রপরিগ্রহক্ষমা যদার্যমস‍্যাভিলাষি মে।
সতাং হি সন্দেহপদেষু বস্তুষু প্রমানমন্তঃ করনপ্রবৃত্তয়ঃ।

শ্লোক

অসংশয়ং ক্ষত্রপরিগ্রহক্ষমা যদার্যমস‍্যাভিলাষি মে।
সতাং হি সন্দেহপদেষু বস্তুষু প্রমানমন্তঃ করনপ্রবৃত্তয়ঃ।

উৎসঃ-

অয়ং শ্লোকঃ মহাকবিকালিদাসবিরচিতস‍্য অভিজ্ঞানশকুন্তলম্ নাটকস‍্য প্রথমাঙ্কাৎ গৃহীতঃ।

প্রসঙ্গঃ-

শকুন্তালায়াঃ রূপালাবন‍্যদর্শনেন তৎ আকৃষ্টহৃদয়ত্বাৎ শকুন্তলা তৎ পরিনয়যোগ‍্যা ন বেতি চিন্তয়িতুং রাজাদুষ্যন্ত উক্তিঃ ইয়ম্।


ব‍্যাখ‍্যাঃ-

দুষ‍্যন্তস‍্য মনঃ শকুন্তলাং পত্নীরূপেন প্রাপ্তুং দুষ‍্যন্তবিবাহযোগ‍্যতা নাস্তি। কিন্তু দুষ‍্যন্তস‍্য মনোএব আর্যম্ অতঃ শকুন্তলা দুষ‍্যন্তস‍্য বিবাহযোগ‍্যা ইতি। শুদ্ধশীলস‍্য শুচি অন্তকরনমেব কার্য নির্নায়ম্। সাধুনাং মনাংসি যৎ যৎ গৃহ্নন্তি তৎ ত‍ৎ এব স্বার্থকং ভবতি।

ছন্দঃ অলংকারশ্চঃ-

অয়ং শ্লোকে বংশস্থবিলং ছন্দঃ অর্থান্তরন‍্যাসঃ চ অলংকারঃ বিদ‍্যতে।

আরো পড়ুন –

অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের অন্য ভাবসম্প্রসারণগুলি

আরো পড়ুন-

অভিজ্ঞানশকুন্তলম্ নাটক-এর অন্যান্য বিষয়গুলি –

অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের শ্লোকগুলির সংস্কৃত বাখ্যা

আরো পড়ুন – মহাকবি কালিদাস

Comments