ভট্টিকাব‍্য: সংস্কৃত ব্যাখ্যা – ন তজ্জ্বলং যন্ন সুচারুপঙ্কজম্ 

ভট্টিকাব‍্য হতে সংস্কৃত ব্যাখ্যা – ন তজ্জ্বলং যন্ন সুচারুপঙ্কজম্ ন পঙ্কজম্ তদ্ যদলীনষটপদম্।।”

ভট্টিকাব‍্য হতে সংস্কৃত ব্যাখ্যা – ন তজ্জ্বলং যন্ন সুচারুপঙ্কজম্

ন তজ্জ্বলং যন্ন সুচারুপঙ্কজম্   
ন পঙ্কজম্ তদ্ যদলীনষটপদম্।।”

উৎস:-

মহাকবি ভট্টি বিরচিতস‍্য ভট্টিকাব‍্যস‍্য দ্বিতীয় সর্গাৎ সমুপলভ‍্যতে অয়ং শ্লোকঃ।

প্রসঙ্গ

মহর্ষিণা বিশ্বামিত্রেন সহ অযোধ‍্যাতঃ নির্গত‍্য শ্রীরামচন্দ্রঃ সমন্তাৎ শরচ্ছোভাং দদর্শ। অত্র শরদ্বর্ণনমুপসংহরতি কবিঃ ন তজ্জলমিত‍্যাদিণা।

সংস্কৃত ব্যাখ্যা

ন কেবলং স্থলভাগস‍্য সৌন্দর্যম্ অবলোকিতং পরন্তু সরোবরাধিনাং কমল সৌন্দর্যমপি মনোহরং পরিদৃষ্ট। কমলানাং বিকাসেন সরোবর জলেষু সৌন্দর্যং অধিকরতরং প্রকাশতে। কমল সৌন্দর্যমপি নিঃসর্গত রমনীয়ম্ এবম্ চ সর্বত্র কমলেষু মধুপানার্থং মধুকরানাং অবস্থানাং পরিলক্ষিতম্ তথা চ কুশুমাৎ কুসুমানন্তরং মধুকর গমনকালে গুঞ্জনং সমর্থিতম্। গুঞ্জনম্ অপি শ্রুতিসুখকরং ভবতি। ন কোঅপি মধুকর গুঞ্জনাৎ বিরত দৃশ‍্যতে। এবম্ চ সর্বত্রঃ সর্বেষাং মধুকরনাং সুমধুরং গুঞ্জনং পথিকান্ চিত্তং হরতি। অহো শরৎসৌনদর্যং কাল প্রভাবাৎ সাতিশয়ং মনোমুগ্ধকরং চিত্রিতং ইতি শ্লোকার্থঃ।

অলংকার

অস্মিন্ শ্লোকে একাবলী নাম অলংকার বর্ততে।

Comments