টীকা: ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য

ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য ( Bhatti Kavya Ravanavadh Epic) টীকা নিম্নে আলোচনা করা হল। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য টীকা এই ভাবে লিখলে ভাল হবে ।


ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য


ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য কি ?

রচয়িতা ভট্টির নাম অনুসারে এই মহাকাব‍্য টি ভট্টিকাব‍্য নামে পরিচিত। এর অপর নাম রাবনবধ মহাকাব‍্য।


মহাকাব্যের রচনাকালঃ-

ভট্টির কাল সম্পর্কে মতান্তর রয়েছে। তবে ইতিহাস কিংবদন্তি অনুসারে বলা যায় এই কাব‍্যটি খৃষ্টীয় সপ্তম শতকের পূর্বে রচিত।


কবি ভট্টির পরিচিতি

কবি ভট্টির ব‍্যক্তিগত জীবন নানামত রয়েছে। এই ভট্টি ভর্তৃহরি নামে পরিচিত। তিনি শ্রীধর সেনের পৃষ্টপোশকতায় কাব‍্যটি রচনা করেন। এই কাব‍্য হতে জানা যায় তিনি শৈব ছিলেন।


ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্যের গ্রন্থবিন‍্যাস

ভট্টিকাব‍্য 22 সর্গে রচিত। তবে ব‍্যাকরনের মানদন্ডে এই কাব‍্যকে চার ভাগে ভাগ করা হয়।

যথা-

  • প্রকীর্ণকান্ড (প্রথম থেকে পঞ্চম সর্গ)
  • অধিকারকান্ড (ষষ্ঠ- নবম)
  • প্রসন্নকান্ড- (দশম – ত্রয়োদশ)
  • তিঙন্তকান্ড (চতুর্দশ-দ্বাবিংশতি

রাবণবধ মহাকাব্যের বিষয়বস্তুঃ

কাব‍্যের রস আস্বাদন এই কাব্যের গৌন উদ্দেশ‍্য এবং মুখ‍্য উদ্দেশ‍্য হল জ্ঞান। এই জাতীয় রামায়ণের কাহিনী সুন্দরভাবে পতিসর্গে স্থান লাভ করেছিলেন।


ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্যের কাব‍্যবৈশিষ্ট‍্য

চরিত্র চিত্রনে প্রকৃত বর্ণনা কবি সিদ্ধস্থ। এছাড়া তার কাব‍্যের দীর্ঘ সমাসবদ্ধ পদ নেই এবং অলংকারে মাধুর্য কাব‍্যটি অনুপম সৌন্দর্য লাভ করেছে।


উপসংহার

রামায়ণের কাহিনী অনুসারে নামকরন হলেও রাবনবধেই কাব্যটি সমাপ্ত হয়নি, রামচন্দ্রের রাজ‍্য অভিষেক পর্যন্ত বর্ণিত হয়েছে। ভট্টি হলেন একমাত্র একটি যিনি একই কাব‍্যে কাব‍্যরস ও ব‍্যাকরন পরিবেশন করেছেন।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যান্য টীকা গুলি পড়ুন

Join Our Facebook Page

Comments