আর্যাবর্তবর্ণনম্: স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন

উচ্চ মাধ্যমিক ( wbbchse ) সংস্কৃত দ্বাদশ শ্রেণীর অন্তর্গত আর্যাবর্তবর্ণনম্ পাঠ্যাংশের বড় প্রশ্ন ( Sanskrit Long Notes ) আলোচনা করা হয়েছে । উচ্চ মাধ্যমিক সংস্কৃত দ্বাদশ শ্রেণীর Sanskrit Long Notes – আর্যাবর্তবর্ণনম্ অনুসারে স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন কর ।

আর্যাবর্তবর্ণনম্ অনুসারে স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন

  • কথং চোসৌ স্বর্গান্ন বিশিষ্যতে’। কবি ত্রিবিক্রমভট্টের এই উক্তির সার্থকথা প্রমাণ কর?
  • ‘‘কথং চাসৌ স্বগান্ন বিশিষ্যতে’’। স্বর্গের তুলনায় কোন্ দেশটি শ্রেষ্ঠ এবং কেন তা যুক্তিসহ লেখ?
  • আর্যাবর্ত দেশটি কীভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে তা ত্রিবিক্রমভট্টের বক্তব্য অনুসারে আলোচনা কর?
  • ‘আর্যাবর্তবর্ণনম্’ অনুসারে স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তের বিশিষ্টতা প্রতিপাদন কর?


ভূমিকা :

চম্পূকাব্য জগতে অন্যতম সুনিপুন মালাকার হলেন কবি ত্রিবিক্রমভট্ট। ‘নলচম্পূ’ কাব্যের প্রথম উচ্ছ্বাস আর্যাবর্তবর্ণনম্ অংশে ভঙ্গ শ্লেষ অলংকারের মাধ্যমে স্বর্গের তুলনায় আর্যাবর্ত দেশটি শ্রেষ্ঠ বলে প্রতিপাদন করেছেন।

কবির মত অনুসারে আর্যাবর্ত দেশটি কেন শ্রেষ্ঠ তা নিম্নে পরিবেশন করা হল


১। গৌর্যঃ স্ক্রিয়ঃ

স্বর্গে মাত্র একজন গৌরি অর্থাৎ মহাদেবী পার্বতী রয়েছেন। কিন্তু আর্যাবর্তের প্রতি গৃহে গৌর বর্ণা নারী রয়েছেন।


২। মহেশ্বরো লোক:

স্বর্গে কেবলমাত্র একজন মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেব রয়েছেন। কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে ‘মহেশ্বর লোক:’ অর্থাৎ মহান ও অতিসমৃদ্ধ লেকজন রয়েছেন।


৩। সশ্রীকা হরয়ঃ

স্বর্গলোকে হরি অর্থাৎ বিষণুদেবতা মাত্র একজনি রয়েছেন। কিন্তু আর্যাবর্তের প্রতিটি গৃহে ‘সশ্রীকা হরয়ঃ’ অর্থাৎ সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে।


৪। ধনদা:

স্বর্গে ‘ধনদা:’ অর্থাৎ ধনপতি কুবের মাত্র একজনই রয়েছেন। কিন্তু আর্যাবর্তে অসংখ্য ধনী ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন স্থানে অর্থসম্পদ দান করেন।


৫। সুরাধিপ:

সুর শব্দের অর্থ দেবতা। সুতরাং ‘গুরাধিপ:’ বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝায়। কিন্তু আর্যাবর্তে সুরাধিপ অর্থাৎ মদ্যপায়ী রাজা নেই।


৬। বিনায়ক :

স্বর্গে ‘বিনায়ক:’ অর্থাৎ সিদ্ধি দাতা গণেশ থাকলেও আর্যাবর্তে কোনো বিনায়ক বা বিরোধী নায়ক (শত্রু) নেই।


মূল্যায়ণ :

উপরিউক্ত যুক্তিগুলির মাধ্যমে সহজেই বলা চলে যে, আর্যাবর্ত দেশটি পুন্যতম, সকলের প্রিয় এবং স্বর্গের তুলনায় শ্রেষ্ঠ স্থান লাভ করেছে।

     

Comments