সংস্কৃত কারক ও বিভক্তি (সম্পূর্ণ আলোচনা)

সংস্কৃত ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় কারক । কারকের জ্ঞান ছাড়া সংস্কৃত ব্যাকরণের জ্ঞান সম্পূর্ণ হয় না । নিম্নে সংস্কৃত কারক ও বিভক্তি সম্পর্কে তথ্য তুলে ধরা হল ।

কারক ও বিভক্তি আলোচনা করে কারকের অন্য পোস্টগুলির লিংক নিম্নে দেওয়া হল ।

সংস্কৃত কারক বিভক্তি

কারক কাকে বলে?

উ:- ক্রিয়ান্বয়ি কারকম্- অর্থাৎ বাক্যে ক্রিয়ার সাথে যার অন্বয় সাধিত হয় তাকে কারক বলে।

কারক কয় প্রকার ও কী কী?

উ:- ষট্ কারকানি-
যথা-

  • i) কর্তৃকারক
  • ii) কর্মকারক
  • iii) করণ কারক
  • iv) সম্প্রদান কারক
  • v) অপাদান কারক
  • vi) অধিকরণ কারক।

সম্বন্ধপদ কী?

উ:- কোন বাক্যে ক্রীয়াপদের অনুপস্থিতিতে তাদের মধ্যে (পদগুলির মধ‍্যে) যে সম্বন্ধ হয় তাদের বলে সম্বন্ধ পদ। যেমন- বৃক্ষস‍্য শাখা। আলোচ‍্য বাক‍্যে কোন ক্রিয়াপদ নেই অথচ বৃক্ষের সঙ্গে শাখার একটা সম্বন্ধ রয়েছে। সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়।

বিভক্তি কী?

উ:-সংখ‍্যাকারকাদিবোধয়িত্রী বিভক্তিঃ। অর্থাৎ যার দ্বারা প্রতিপদিকের সংখ্যা কারক ও সম্বন্ধ প্রভৃতি জ্ঞান লাভ হয় তাকে বিভক্তি বলে।

বিভক্তি কয় প্রকার?

উ:- বিভক্তি সাত প্রকার। যথা- প্রথমা থেকে সপ্তমী।

কোন কারকে কোন বিভক্তি হয়?

কর্তৃ কারকপ্রথমা বিভক্তিকে বা কারা
কর্ম কারক দ্বিতীয়া বিভক্তিকী বা কাকে?
করণ কারক তৃতীয়া বিভক্তিদ্বারা,দিয়া,কর্তৃক?
সম্প্রদান কারকচতুর্থী বিভক্তি দান,জন‍্য,নিমিত্ত
অপাদান কারকপঞ্চমী বিভক্তিহইতে,থেকে,চেয়ে
অধিকরণ কারকসপ্তমী বিভক্তিকোথায়
সম্বন্ধ পদষষ্ঠী বিভক্তি র,এর

কারক নির্ণয় কর –

একটি বাক্যে সব কারক তার উদাহরণ

তীর্থক্ষেত্রে অযোধ্যায়াঃ নৃপঃ হরিশ্চন্দ্রঃ কোশাৎ স্বহস্তেন দারিদ্রায় ধনং দদাতি

তীর্থক্ষেত্রেঅধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
অযোধ্যায়াঃসম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি
নৃপঃ হরিশ্চন্দ্রঃকর্তৃ কারকে প্রথমা বিভক্তি
কোশাৎঅপাদান কারকে পঞ্চমী বিভক্তি
স্বহস্তেন করণ কারকে তৃতীয়া বিভক্তি
দারিদ্রায় সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
ধনং কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
Comments