আম্রেড়িত

আম্রেড়িত

পাণিনীর অষ্ট‍াধ‍্যায়ী গ্রন্থে আম্রেড়িত শব্দটি পারিভাষিক। মহর্ষি পাণিনী সর্বস্বদে বলে সূত্র করেছেন –

তস‍্য পরমাম্রেড়িতম্

অর্থাৎ দ্বিরুক্তের দ্বিতীয় শব্দ স্বরূপকে বলা হয় আম্রেড়িত।

যেমন – বৃক্ষে বৃক্ষে এই অনুকরণ মূলক শব্দে দ্বিরুক্তের দ্বিতীয় শব্দ বৃক্ষে আম্রেড়িত সংজ্ঞা হয়েছে।

ভট্টোজি দীক্ষিত মহাশয় ‘অন‍্যরাদিরর্তেদিকশব্দাঞত্তরপদাজাহিযুক্তে ‘ – এই সূত্রের ব‍্যাখ‍্যায় বৃত্তিতে বলেছেন-

ক্তস‍্য দ্বিরুক্তস‍্য পরমাম্রেড়িতম্

অর্থাৎ দ্বিরুক্তের দ্বিতীয় শব্দ রূপকে আম্রেড়িত বলে। যেমন- পটৎ পটৎ এই অনুকরণ মূলক দ্বিরুক্তের দ্বিতীয় পটৎ শব্দের আম্রেড়িত সংজ্ঞা হয়েছে। এখানে আম্রেড়িত শব্দের বিধান প্রযুক্ত হয়নি। পর শব্দের অর্থ দিক হলেও এখানে পর শব্দের দ্বারা পটৎ শব্দের আংশিক অবয়বকে বোঝানো হয়েছে। আবার পর শব্দ যোগে পঞ্চমী বিভক্তি হয় না। এই জ্ঞাপকতা নির্দেশ করতে আম্রেড়িত সংজ্ঞাটি উদ্ধৃত হয়েছে।

Comments