আর্যাবর্তবর্ণনম্ (ভাবসম্প্রসারণ): দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ ভাবসম্প্রসারণ করো-দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ। যুক্তোহুনুক্রোশসম্পন্নৈযো জনৈরিব যোজনৈঃ।

আর্যাবর্তবর্ণনম্ ভাবসম্প্রসারণ – দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ।

দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ।

যুক্তোহুনুক্রোশসম্পন্নৈযো জনৈরিব যোজনৈঃ।

আর্যাবর্তবর্ণনম্ হতে এই ভাবসম্প্রসারণটির উত্তর

মনুসংহিতার সপ্তম অধ্যায়ে ‘মাৎসন্যায়‘-এর উল্লেখ আছে, যেখানে বলা হচ্ছে যে দেশে রাজার সুশাসন নেই, সেই দেশে ‘মাৎসন্যায়’ নামক বিশৃঙ্খলার উদ্ভব হয়। ধনীদের দ্বারা দরিদ্ররা পীড়িত হয়। রাজ্য ধ্বংস হয়। কিন্তু যে দেশে সুশাসক রাজা থাকেন, প্রজারা ধর্মকর্মে নিরত, যেখানে রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রাপ্ত দয়াদাক্ষিণ্যে পূর্ণ। যেখানে সর্বত্র রাজ্যশাসনের কঠোর-কোমল যুক্তদণ্ডের ঘ্রাণ সুবিস্তৃত, সেদেশ যথার্থই পুণ্যভূমি, সেখানে প্রজারা শান্তিতে বাস করে, এবং তা সকলেরই অত্যন্তপ্রিয় হয়।

শ্লেষ বাক্যের দ্বারা এরূপ অর্থ হয়, যেখানে উত্তম অর্থাৎ উত্তর প্রান্তে হিমালয়, যেখানে যোজনব্যাপী বাসকারী সম্পদশালী মানুষেরা পুণ্যের অভিলাষী, সেখানে মানুষ শান্তিতে বাস করে, সেই ভূমি বা জনপদ সকল প্রজার একান্ত প্রিয় আর্যাবর্ত ভূমি।

দ্বাদশ শ্রেণী সংস্কৃত আর্যাবর্তবর্ণনম্ হতে অন্যান্য পোস্ট গুলি

Comments