সংস্কৃত অলংকার সম্পর্কে প্রাথমিক ধারণা আলোচনা করা হল । অলংকার কাকে বলে ? অলংকার শব্দের অর্থ, অলংকারের প্রকারভেদ আলোচনা করা হয়েছে। শব্দালংকার ও অর্থালংকারের মধ্যে পার্থক্য আলোচনা করা হল ।
Table of Contents
সংস্কৃত অলংকার সম্পর্কে প্রাথমিক ধারণা
অলংকার কাকে বলে
উত্তর – অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- অলম্-√কৃ+ঘঞ্ প্রত্যয় যোগে অলংকার শব্দটির নিষ্পন্ন হয়েছে। এর ব্যুৎপত্তিগত অর্থ হল-যার দ্বারা কাব্যশরীর অলংকৃত করা হয়, তাকে অলংকার বলে।
অলংকার শব্দের অর্থ
অলংকার শব্দের অর্থ হল- সৌন্দর্য্য বা যা ভূষিত করে।
অলংকারের প্রকারভেদ
অলংকার হল-২ প্রকার।যথা- শব্দালংকার ও অর্থালংকার।
শব্দালংকার
যে অলংকার আশ্রয়ে সৃষ্ট ও শব্দের উপর নির্ভরশীল ,তাকে শব্দালংকার বলে।উদা:- অনুপ্রাস, যমক প্রভৃতি
অর্থালংকার
যে অলংকার অর্থের আশ্রয়ে সৃষ্ট ও অর্থের উপর নির্ভরশীল ,তাকে অর্থালংকার বলে।উদা:- দীপক,রূপক,উপমা
প্রভৃতি।
শব্দালংকার ও অর্থালংকারের মধ্যে পার্থক্য
শব্দালংকার | অর্থালংকার |
---|---|
শব্দালংকার শব্দের আশ্রয়ে সৃষ্ট। | অর্থালংকার অর্থের আশ্রয়ে সৃষ্ট। |
শব্দালংকার শব্দের উপর নির্ভর করে। | অর্থালংকার অর্থের উপর নির্ভর করে। |
শব্দালংকার শব্দের পরিবৃত্তিসহ। | অর্থালংকার অর্থের পরিবৃত্তিসহ। |
শব্দালংকারে শব্দের প্রাধান্য থাকে। | iv. অর্থালংকারে অর্থের প্রাধান্য থাকে। |
শব্দালংকারের উদাহরণ হল- যেমন- অনুপ্রাস,যমক প্রভৃতি। | অর্থালংকারের উদাহরণ হল- যেমন- উপমা, রূপক, দীপক প্রভৃতি। |
অলংকার কি ? এর উত্তর জানার পর কতকগুলি অলংকারের আলোচনা করা হয়েছে। সেগুলি দেখতে নিচে ক্লিক করুন।
কতকগুলি অলংকার সম্পর্কে আলোচনা করা হল –
- উৎপ্রেক্ষা অলংকার
- পরিণাম অলংকার
- দৃষ্টান্ত অলংকার
- শ্লেষ অলংকার
- উপমা অলংকার
- রূপক অলংকার
- নিদর্শনা অলংকার
- তুল্যযোগিতা অলংকার
- সমাসোক্তি অলংকার
- অর্থান্তরন্যাস অলংকার
- দীপক অলংকার
অলংকারের মধ্যে পার্থক্য
অলংকার সম্পর্কে সাধারণ জিজ্ঞাস্য (FAQ)
যার দ্বারা কাব্যশরীর অলংকৃত করা হয়, তাকে অলংকার বলে।
অলংকার শব্দের অর্থ সৌন্দর্য্য ।