মালিনী ছন্দ

মালিনী ছন্দ সম্পর্কে আলোচনা করা হল।

মালিনী ছন্দ :-

যে সমবৃত্ত ছন্দের প্রতি চরণে ১৫টি অক্ষর থাকে এবং প্রতি চরণের অক্ষর সজ্জা যথাক্রমে ন, ন, ম, য, য- গণ হয়, তাকে মালিনী ছন্দ বলে। এই ছন্দের প্রথি চরণের অষ্টম অক্ষরের পর এবং পঞ্চদশ অক্ষরের পর যতি বসে।

মালিনী ছন্দের প্রতীক চিহ্ন

ন, ন, ম, য, য

মালিনী ছন্দের লক্ষণ

এই ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন-

‘ননমযযযুতেয়ং মালিনী ভোগি লৌকেঃ।

মালিনী ছন্দের উদাহরণ


“সরসিজমনুবিদ্ধংশৈবলেনাপিরম‍্যম্
মলিনমপি হিমাংশোর্লক্ষ্মলক্ষ্মীং তনোতি
ইয়মধিকমনোজ্ঞা বল্কলেনাপি তন্বী
কিমিব হি মধুরানাং মন্ডুণাং নাকৃতীণাম্।।”

মালিনী ছন্দের উদাহরণ বিশ্লেষণ

সরসি জমনু বিদ্ধংশৈ বলেনা পিরম‍্যম্
ন ন ম য য
মলিন মপিহি মাংশোর্ল ক্ষ্মলক্ষ্মীং তনোতি
ন ন ম য য
ইয়ম ধিকম নোজ্ঞাব ল্কলেনা পিতন্বী
ন ন ম য য
কিমিব হিমধু রানাংম ন্ডুণাংনা কৃতীণাম্।।”
ন ন ম য য

এই শ্লোকটির প্রতিচরনে ১৫টি অক্ষর আছে। প্রতি চরনের অক্ষরসজ্জা যথাক্রমে ন, ন, ম, য,য – গণ হয়েছে এবং প্রতি চরণের অষ্টম অক্ষরের পর এবং পঞ্চদশ অক্ষরের পর যতি বসেছে। সুতরাং আচার্য গঙ্গাদাসের লক্ষণ অনুযায়ী এই শ্লোকটি মালিনী নামক সমবৃত্ত ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।

Comments