স্রগ্ধরা ছন্দ

স্রগ্ধরা ছন্দ (sragdhara chhand) সম্পর্কে আলোচনা করা হল।

স্রগ্ধরা ছন্দ (Sragdhara Chhand)

যে সমবৃত্ত ছন্দের প্রতি চরণে ২১ টি অক্ষর থাকে এবং প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে ম,র,ভ,ন, য, য,য – গণ হয়, তাকে স্রগ্ধরা ছন্দ বলে।

এই ছন্দের প্রতি চরণের প্রথম সপ্তম অক্ষরের পর এবং পরবর্তী চতুর্দশ অক্ষরের পর এবং চরণের অন্তে যতি বসে।

স্রগ্ধরা ছন্দের প্রতীক চিহ্ন:-

ম,র,ভ,ন, য, য,য

স্রগ্ধরা ছন্দের লক্ষণ:-

স্রগ্ধরা ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন-

” ম্রভ্নৈর্যানাং ত্রয়েন ত্রিমুনিযতিযুতা স্রগ্ধরা কীর্তিতেয়ম্।”

স্রগ্ধরা ছন্দের উদাহরণ:-

“যা সৃষ্টি স্রষ্টুরাদ‍্যা বহতি বিধিহুতং যাহর্বিযা চ হোত্রী।
যে দ্বেকালং বিধত্তঃ শ্রুতিবিষয়গুনা যা স্থিতা ব‍্যাপ‍্য বিশ্বম্।।”

Comments