স্রগ্ধরা ছন্দ (sragdhara chhand) সম্পর্কে আলোচনা করা হল।
স্রগ্ধরা ছন্দ (Sragdhara Chhand)
যে সমবৃত্ত ছন্দের প্রতি চরণে ২১ টি অক্ষর থাকে এবং প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে ম,র,ভ,ন, য, য,য – গণ হয়, তাকে স্রগ্ধরা ছন্দ বলে।
এই ছন্দের প্রতি চরণের প্রথম সপ্তম অক্ষরের পর এবং পরবর্তী চতুর্দশ অক্ষরের পর এবং চরণের অন্তে যতি বসে।
স্রগ্ধরা ছন্দের প্রতীক চিহ্ন:-
ম,র,ভ,ন, য, য,য
স্রগ্ধরা ছন্দের লক্ষণ:-
স্রগ্ধরা ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন-
” ম্রভ্নৈর্যানাং ত্রয়েন ত্রিমুনিযতিযুতা স্রগ্ধরা কীর্তিতেয়ম্।”
স্রগ্ধরা ছন্দের উদাহরণ:-
“যা সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতং যাহর্বিযা চ হোত্রী।
যে দ্বেকালং বিধত্তঃ শ্রুতিবিষয়গুনা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম্।।”
- মন্দাক্রান্তা ছন্দ
- শিখরিনী ছন্দ
- মালিনী ছন্দ
- বসন্ততিলক ছন্দ
- বংশস্থবিল ছন্দ
- স্রগ্ধরা ছন্দ
- শার্দূলবিক্রীড়িত ছন্দ
- রথোদ্ধতা ছন্দ
- উপজাতি ছন্দ
- উপেন্দ্রবজ্রা ছন্দ
- ইন্দ্রবজ্রা ছন্দ
Comments