দশকুমারচরিতম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর

একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশকুমারচরিতম্ হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করা হল। যেগুলি সাধারণত বার্ষিক একাদশ শ্রেণীর পরীক্ষাতে আসে তা সাজেসন রূপে দশকুমারচরিতম্ হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি তুলে ধরা হল ।

গদ্যাংশপদ্যাংশ
ব্রাহ্মণচৌরপিশাচকথাদশাবতারস্তোত্রম্
দশকুমারচরিতম্মেঘদূতম্
নাট্যাংশ
ভারতবিবেকম্ 

দশকুমারচরিতম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর

Table of Contents

১) দশকুমারচরিতম্ কার লেখা?

উঃ- আচার্য দণ্ডী।

২) দশকুমারচরিতম্ কোন শ্রেণীর কাব‍্য?

উঃ- দণ্ডী রচিত দশকুমারচরিতম্ আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য।

৩) দশকুমারচরিতম্ কাব্যটি কয় ভাগে বিভক্ত?

উঃ- দশকুমারচরিতম্ কাব্যটি পূর্ব পীঠিকা ও উত্তর পীঠিকা অংশে বিভক্ত। পূর্বপীঠিকায় রয়েছে পাঁচটি বিভাগ বা উচ্ছ্বাস আছে এবং উত্তরপীঠিকায় রয়েছে আটটি উচ্ছ্বাস।

৪) দশকুমারচরিতম্ কাব্যটির বিভাগ গুলি কি নামে পরিচিত?

উঃ- দশকুমারচরিতম্ কাব্যটির বিভাগগুলি উচ্ছাস নামে পরিচিত।

৫) দশকুমারচরিতম্ কাব্যটির প্রথম উচ্ছাস এর নাম কি?

উঃ- কুমারোৎপত্তি।

৬) দশকুমারচরিতম্ কাব্যটির মূল বিষয়বস্তু কি?

উঃ- দশকুমারের জীবন কাহিনী হল এই কাব্যের বিষয়বস্তু।

৭) দশকুমারচরিতম্ কাব্যের দশ কুমারের নাম কি?

উঃ- i)রাজবাহন,ii) সোমদত্ত,iii) পুষ্পোদ্ভব,iv) অপহারবর্মা,v) উপহারবর্মা, vi) মন্ত্রগুপ্ত,vii) মিত্রগুপ্ত,viii) অর্থপাল, ix)প্রমতি, x) বিশ্রুত।

৮) দণ্ডী রচিত অপর একটি কাব্যের নাম লেখ?

উঃ- কাব‍্যাদর্শ।

৯) দন্ডীর দশকুমারচরিতম্ কোন দেবতার স্তুতি করা হয়েছে?

উঃ- শ্রীবিষ্ণুর স্তুতি করা হয়েছে।

১০) দণ্ডীর পিতা মাতার না কী?

উঃ- পিতার নাম বীরদত্ত ও মাতার নাম গৌরীদেবী।

১১) মগধরাজার নাম কী?

উঃ- রাজহংস।

১২) শতধৃতি শব্দের অর্থ কী?

উঃ- ব্রহ্মা।

১৩) ক্ষৌণি শব্দের অর্থ কী?

উঃ- পৃথিবী।

১৪) মগধের রাজধানীর নাম কী?

উঃ- পুষ্পপরী।

১৫) রাজহংসের সৌন্দর্যকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?

উঃ- কামদেবের সঙ্গে তুলনা করা হয়েছে।

১৬) ধর্মপালের পুত্রদের নাম কি?

উঃ- সুমন্ত্র,সুমিত্র ও কামপাল।

১৭) কে ব্যবসা-বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রা করেছিলেন?

উঃ- রত্নোদ্ভব।

১৮) রাজহংসের বাহু দুটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?

উঃ- রাজহংসের বাহু দুটিকে মন্দার পর্বত এর সঙ্গে তুলনা করা হয়েছে।

১৯) পুরন্দর কে?

উঃ- দেবরাজ ইন্দ্র কে বলা হয়।

২০) দশকুমারচরিতম্ কাব্যের কয়টি উচ্ছ্বাস রয়েছে?

উঃ- মোট তেরোটি রয়েছে। প্রথমটি পাঠ্যসূচির অন্তর্গত।

২১) দশকুমারচরিতম্ কাব্যে মঙ্গলাচরণ শ্লোকে কোন দেবতা স্তুতি করা হয়েছে?

উঃ- বিষ্ণু দেবতার।

২২) শতধৃতি শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তিনি কোথায় অবস্থিত ছিলেন?

উঃ- শতধৃতি শব্দ দ্বারা ব্রহ্মাকে বোঝানো হয়েছে। তিনি শ্রীবিষ্ণুর নাভিপদ্মে অবস্থান করেছিলেন।

২৩) অমর শরিত বলতে কী বোঝো?

উঃ- অমর শরিত বলতে হয় গঙ্গা কে বোঝানো হয়েছে।

২৪) রাজহংসের যশকে কোন ফুলের শুভ্রতার সঙ্গে তুলনা করা হয়েছে?

উঃ- কুন্দ ফুল।

২৫) রাজহংসের কীর্তিকাহিনী কারা প্রকাশ করতেন?

উঃ- স্বর্গের তরুণী অপ্সরা গন। উদ‍্যানে ভ্রমণকালে গানের মাধ্যমে রাজবংশের কীর্তি প্রকাশ করতেন।

২৬) রাজহংসের মহির্ষীর নাম কি? তিনি কোন গুণ সম্পন্না?

উঃ- রাজহংসের মহর্ষির নাম বসুমতি। বসুমতি ছিলেন সুমতি, লীলাবতী ও কুলশেখর রমনী।

২৭) রত্নাকর কে?

উঃ- সমুদ্র।

২৮) দশকুমারচরিতম্ এইরূপ নামকরনের হল কেন?

উত্তর- দশজন রাজপুত্র বা রাজপরিবারের যুবকদের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা আছে।

২৯) মহাকবি দণ্ডী কি জন‍্য বিখ‍্যাত?

উত্তর- পদলালিত‍্যের জন‍্য।

৩০) মগধরাজার কয়জন মন্ত্রী আছে?

উত্তর – তিনজন মন্ত্রী।

৩১)সিতবর্মার কয়জন পুত্র ছিল?

উত্তর – দুইজন পুত্র ছিল।

৩২) মন্ত্রী পুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিল?

উত্তর – সত‍্যবর্মা।

৩৩) মন্ত্রী পুত্রদের মধ্যে কে উচ্ছৃখল ছিল?

উত্তর – কামপাল।

৩৪) কে বানিজ‍্যে নিপুন ছিল?

উত্তর – রত্নোদ্ভব।

৩৫) কে সমুদ‍্রযাত্রা করেছিল?

উত্তর- রত্নোদ্ভব।

৩৬) কে সংসারের অসারতা বুঝেছিলেন?

উত্তর- সত‍্যবর্মা।

৩৭) কে বিশ্বভ্রমণ করেছিল?

উত্তর – কামপাল।

৩৮) অনেকাকব শব্দের অর্থ কী?

উত্তর – অনেক হাতি।

৩৯) মন্ত্রী পুত্রদের মধ্যে কে কে পিতার মৃত্যুর পর মন্ত্রিত্ব গ্রহণ করেছিল

উত্তর -সুমন্ত্র, সুমিত্র, সুশ্রুত, সুমতি।

৪০) পারাবার শব্দের অর্থ কী

উত্তর- সমুদ্র।

৪১) ত্রিবিক্রম কার উপাধি?

উত্তর-বিষ্ণুর উপাধি।

দশকুমারচরিতম্ পাঠ্যাংশ হতে প্রশ্ন ও উত্তর গুলি দেখুন

একাদশ শ্রেণীদ্বাদশ শ্রেণী
Class XI SyllabusHS Syllabus
Class XI Question 2015HS Question 2015
Class XI Question 2016HS Question 2016
Class XI Question 2017HS Question 2017
Class XI Question 2018HS Question 2018
Class XI Question 2019HS Question 2019
2020 (NO EXAM)2020 (NO EXAM)
2021 (NO EXAM)2021 (NO EXAM)
Class XI Question 2022HS Question 2022
একাদশ শ্রেণী সাজেশনদ্বাদশ শ্রেণী সাজেশন
একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023HS Sanskrit Suggestion 2023
MCQ সাজেশনদ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রকল্প
ছোটো প্রশ্ন উত্তর সাজেশনবাংলা থেকে সংস্কৃত অনুবাদ সাজেশন
বোধ পরীক্ষণ সাজেশনসংস্কৃত প্রবন্ধ রচনা সাজেশন
ব্যাকরণ সাজেশনব্যাকরণ সাজেশন
Comments