একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশকুমারচরিতম্ হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করা হল। যেগুলি সাধারণত বার্ষিক একাদশ শ্রেণীর পরীক্ষাতে আসে তা সাজেসন রূপে দশকুমারচরিতম্ হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি তুলে ধরা হল ।
গদ্যাংশ | পদ্যাংশ |
---|---|
ব্রাহ্মণচৌরপিশাচকথা | দশাবতারস্তোত্রম্ |
দশকুমারচরিতম্ | মেঘদূতম্ |
নাট্যাংশ |
---|
ভারতবিবেকম্ |
দশকুমারচরিতম্ পাঠ্যাংশ হতে ছোট প্রশ্ন ও উত্তর
১) দশকুমারচরিতম্ কার লেখা?
উঃ- আচার্য দণ্ডী।
২) দশকুমারচরিতম্ কোন শ্রেণীর কাব্য?
উঃ- দণ্ডী রচিত দশকুমারচরিতম্ আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য।
৩) দশকুমারচরিতম্ কাব্যটি কয় ভাগে বিভক্ত?
উঃ- দশকুমারচরিতম্ কাব্যটি পূর্ব পীঠিকা ও উত্তর পীঠিকা অংশে বিভক্ত। পূর্বপীঠিকায় রয়েছে পাঁচটি বিভাগ বা উচ্ছ্বাস আছে এবং উত্তরপীঠিকায় রয়েছে আটটি উচ্ছ্বাস।
৪) দশকুমারচরিতম্ কাব্যটির বিভাগ গুলি কি নামে পরিচিত?
উঃ- দশকুমারচরিতম্ কাব্যটির বিভাগগুলি উচ্ছাস নামে পরিচিত।
৫) দশকুমারচরিতম্ কাব্যটির প্রথম উচ্ছাস এর নাম কি?
উঃ- কুমারোৎপত্তি।
৬) দশকুমারচরিতম্ কাব্যটির মূল বিষয়বস্তু কি?
উঃ- দশকুমারের জীবন কাহিনী হল এই কাব্যের বিষয়বস্তু।
৭) দশকুমারচরিতম্ কাব্যের দশ কুমারের নাম কি?
উঃ- i)রাজবাহন,ii) সোমদত্ত,iii) পুষ্পোদ্ভব,iv) অপহারবর্মা,v) উপহারবর্মা, vi) মন্ত্রগুপ্ত,vii) মিত্রগুপ্ত,viii) অর্থপাল, ix)প্রমতি, x) বিশ্রুত।
৮) দণ্ডী রচিত অপর একটি কাব্যের নাম লেখ?
উঃ- কাব্যাদর্শ।
৯) দন্ডীর দশকুমারচরিতম্ কোন দেবতার স্তুতি করা হয়েছে?
উঃ- শ্রীবিষ্ণুর স্তুতি করা হয়েছে।
১০) দণ্ডীর পিতা মাতার না কী?
উঃ- পিতার নাম বীরদত্ত ও মাতার নাম গৌরীদেবী।
১১) মগধরাজার নাম কী?
উঃ- রাজহংস।
১২) শতধৃতি শব্দের অর্থ কী?
উঃ- ব্রহ্মা।
১৩) ক্ষৌণি শব্দের অর্থ কী?
উঃ- পৃথিবী।
১৪) মগধের রাজধানীর নাম কী?
উঃ- পুষ্পপরী।
১৫) রাজহংসের সৌন্দর্যকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উঃ- কামদেবের সঙ্গে তুলনা করা হয়েছে।
১৬) ধর্মপালের পুত্রদের নাম কি?
উঃ- সুমন্ত্র,সুমিত্র ও কামপাল।
১৭) কে ব্যবসা-বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রা করেছিলেন?
উঃ- রত্নোদ্ভব।
১৮) রাজহংসের বাহু দুটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উঃ- রাজহংসের বাহু দুটিকে মন্দার পর্বত এর সঙ্গে তুলনা করা হয়েছে।
১৯) পুরন্দর কে?
উঃ- দেবরাজ ইন্দ্র কে বলা হয়।
২০) দশকুমারচরিতম্ কাব্যের কয়টি উচ্ছ্বাস রয়েছে?
উঃ- মোট তেরোটি রয়েছে। প্রথমটি পাঠ্যসূচির অন্তর্গত।
২১) দশকুমারচরিতম্ কাব্যে মঙ্গলাচরণ শ্লোকে কোন দেবতা স্তুতি করা হয়েছে?
উঃ- বিষ্ণু দেবতার।
২২) শতধৃতি শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তিনি কোথায় অবস্থিত ছিলেন?
উঃ- শতধৃতি শব্দ দ্বারা ব্রহ্মাকে বোঝানো হয়েছে। তিনি শ্রীবিষ্ণুর নাভিপদ্মে অবস্থান করেছিলেন।
২৩) অমর শরিত বলতে কী বোঝো?
উঃ- অমর শরিত বলতে হয় গঙ্গা কে বোঝানো হয়েছে।
২৪) রাজহংসের যশকে কোন ফুলের শুভ্রতার সঙ্গে তুলনা করা হয়েছে?
উঃ- কুন্দ ফুল।
২৫) রাজহংসের কীর্তিকাহিনী কারা প্রকাশ করতেন?
উঃ- স্বর্গের তরুণী অপ্সরা গন। উদ্যানে ভ্রমণকালে গানের মাধ্যমে রাজবংশের কীর্তি প্রকাশ করতেন।
২৬) রাজহংসের মহির্ষীর নাম কি? তিনি কোন গুণ সম্পন্না?
উঃ- রাজহংসের মহর্ষির নাম বসুমতি। বসুমতি ছিলেন সুমতি, লীলাবতী ও কুলশেখর রমনী।
২৭) রত্নাকর কে?
উঃ- সমুদ্র।
২৮) দশকুমারচরিতম্ এইরূপ নামকরনের হল কেন?
উত্তর- দশজন রাজপুত্র বা রাজপরিবারের যুবকদের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা আছে।
২৯) মহাকবি দণ্ডী কি জন্য বিখ্যাত?
উত্তর- পদলালিত্যের জন্য।
৩০) মগধরাজার কয়জন মন্ত্রী আছে?
উত্তর – তিনজন মন্ত্রী।
৩১)সিতবর্মার কয়জন পুত্র ছিল?
উত্তর – দুইজন পুত্র ছিল।
৩২) মন্ত্রী পুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিল?
উত্তর – সত্যবর্মা।
৩৩) মন্ত্রী পুত্রদের মধ্যে কে উচ্ছৃখল ছিল?
উত্তর – কামপাল।
৩৪) কে বানিজ্যে নিপুন ছিল?
উত্তর – রত্নোদ্ভব।
৩৫) কে সমুদ্রযাত্রা করেছিল?
উত্তর- রত্নোদ্ভব।
৩৬) কে সংসারের অসারতা বুঝেছিলেন?
উত্তর- সত্যবর্মা।
৩৭) কে বিশ্বভ্রমণ করেছিল?
উত্তর – কামপাল।
৩৮) অনেকাকব শব্দের অর্থ কী?
উত্তর – অনেক হাতি।
৩৯) মন্ত্রী পুত্রদের মধ্যে কে কে পিতার মৃত্যুর পর মন্ত্রিত্ব গ্রহণ করেছিল
উত্তর -সুমন্ত্র, সুমিত্র, সুশ্রুত, সুমতি।
৪০) পারাবার শব্দের অর্থ কী
উত্তর- সমুদ্র।
৪১) ত্রিবিক্রম কার উপাধি?
উত্তর-বিষ্ণুর উপাধি।
দশকুমারচরিতম্ পাঠ্যাংশ হতে প্রশ্ন ও উত্তর গুলি দেখুন
- দশকুমারচরিতম্ কাব্যের অন্তর্গত পুষ্পপুরি নগরীর বর্ণনা
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশকুমারচরিতম্ অনুসারে রাজহংসের পরিচয় ও যুদ্ধের বর্ণনা
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ দশকুমারচরিতম্ অনুসারে রাজহংসের চরিত্র বর্ণনা
একাদশ শ্রেণী | দ্বাদশ শ্রেণী |
---|---|
Class XI Syllabus | HS Syllabus |
Class XI Question 2015 | HS Question 2015 |
Class XI Question 2016 | HS Question 2016 |
Class XI Question 2017 | HS Question 2017 |
Class XI Question 2018 | HS Question 2018 |
Class XI Question 2019 | HS Question 2019 |
2020 (NO EXAM) | 2020 (NO EXAM) |
2021 (NO EXAM) | 2021 (NO EXAM) |
Class XI Question 2022 | HS Question 2022 |