মন্দাক্রান্তা ছন্দ

মন্দাক্রান্তা ছন্দ সম্পর্কে আলোচনা কর।

মন্দাক্রান্তা ছন্দ

এই একটি সপ্তদশ অক্ষরা সমবৃত্ত বৃত্তি অর্থাৎ, এই ছন্দের প্রতি চরনে ১৭টি অক্ষর থাকে।

মন্দাক্রান্তা ছন্দের প্রতীক চিহ্ন

ম-ভ-ন-ত-ত-গ-গ

মন্দাক্রান্তা ছন্দের লক্ষণ

আচার্য গঙ্গাদাস তাঁর ছন্দোমঞ্জরী গ্রন্থে এই ছন্দের লক্ষণ প্রসঙ্গে বলেছেন-
” মন্দাক্রান্তাম্বুধিরসনগৈর্মো ভনৌ তৌ গ যুগ্মম্।”

মন্দাক্রান্তা ছন্দের বৈশিষ্ট্য ও ব‍্যাখ‍্যা:-

মন্দাক্রান্তা ছন্দের প্রতি চরণে ১৭ টি অক্ষর থাকে। প্রতি চরনে অক্ষরসজ্জা যথাক্রমে ম-ভ-ন-ত-ত-গ-গ গণ থাকে এবং প্রতি চরণের চতুর্থ (অম্বুধি) অক্ষরের পর, পরবর্তী ষষ্ঠ (রস) অক্ষরের পর এবং তৎ পরবর্তী সপ্তম (নগ) অক্ষরের পর যতি বসে।

মন্দাক্রান্তা ছন্দের উদাহরণ:-

” কশ্চিৎকান্তাবিরহগুরুনাসাধিকারঃ প্রমত্তঃ।
শাপেনাস্তং গমিত মহিমা বর্ষভোগ‍্যেন ভর্তুঃ।”

মন্দাক্রান্তা ছন্দের উদাহরণের তাৎপর্য:-

উক্ত উদাহরণটিতে প্রতিচরণে অক্ষরসংখ‍্যা সতেরো। এছাড়া প্রতিচরনে অক্ষরসজ্জা যথাক্রমে ম-ভ-ন-ত-ত-গ-গ গণ আছে এবং প্রতিচরণে চতুর্থ অক্ষর ও পরবর্তী ষষ্ঠ অক্ষর এবং তারপর সপ্তম অক্ষরের পর যতি থাকায় উক্ত উদাহরণটি মন্দাক্রান্তা ছন্দের স্বার্থক হয়েছে।

Comments