বসন্ততিলক ছন্দ

বসন্ততিলক ছন্দ সম্পর্কে আলোচনা করা হল ।

বসন্ততিলক ছন্দ

যে সমবৃত্ত ছন্দের প্রতি চরণে ১৪টি অক্ষর থাকে এবং অক্ষরসজ্জা যথাক্রমে ত,ভ,জ,গ,গ- গণ হয় এবং প্রতি চরণের শেষে যতি বসে, তাকে বসন্ততিলক ছন্দ বলে।

বসন্ততিলক ছন্দের প্রতীক চিহ্ন:-

ত-ভ-জ-জ-গ-গ

বসন্ততিলক ছন্দের লক্ষণ:-

জ্ঞেয়ং বসন্ততিলকং তভজা জগৌ গঃ

বসন্ততিলক ছন্দের উদাহরণ

” মুক্তেষুরশ্মিষুনিরায়তপূর্বকয়া
নিষ্কম্পচামরশিখানিভৃতোর্ধ্বকর্ণাঃ
আত্মোদ্ধতৈরপিরজোভিরলঙ্ঘনীয়া
ধাবন্ত‍্যমীমৃগজবাক্ষময়েবরথ‍্যাঃ।।”

বসন্ততিলক ছন্দের উদাহরণ বিশ্লেষণ

মুক্তেষু রশ্মিষু নিরায় তপূর্ব কা য়া
ত ভ জ জ গ গ
নিষ্কম্প চামর শিখানি ভৃতোর্ধ্ব ক র্ণাঃ
ত ভ জ জ গ গ
আত্মোদ্ধ তেরপি রজোভি রলঙ্ঘ নী য়া
ত ভ জ জ গ গ
ধাবন্ত‍্য মীমৃগ জবাক্ষ ময়েব র থ‍্যাঃ।।”
ত ভ জ জ গ গ

এই শ্লোকটির প্রতি চরণে ১৪টি অক্ষর আছে এবং প্রতি চরনের অক্ষরসজ্জা যথাক্রমে ত, ভ, জ, জ, গ,গ – গণ হয়েছে। প্রতি চরণের শেষে যতি বসেছে। সুতরাং আচার্য গঙ্গাদাসের লক্ষণ অনুযায়ী এই শ্লোকটি ‘বসন্ততিলক’ ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।

Comments