শিখরিনী ছন্দ

শিখরিনী ছন্দ সম্পর্কে আলোচনা করা হল।

শিখরিনী ছন্দ

যে সমবৃত্ত ছন্দের প্রতি চরণে ১৭টি অক্ষর থাকে। প্রতি চরণের অক্ষর সজ্জা যথাক্রমে য,ম,ন,স,ভ,ল,গ- গণ হয়, তাকে শিখরিনী ছন্দ বলে। এই ছন্দের প্রতি চরণের প্রথম ষষ্ঠ অক্ষরের পর এবং পরবর্তী একাদশ অক্ষরের পর (রুদ্র) যতি বসে।

শিখরিনী ছন্দের প্রতীক চিহ্ন:-

য ম ন স ভ ল ল গ

শিখরিনী ছন্দের লক্ষণ:-

এই ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন-

‘ রসৈ রুদ্রৈশ্ছিন্না যমনসভলাগঃ শিখরিনী।’

শিখরিনী ছন্দের উদাহরণ :-

“যদালোকেসূক্ষ্মংব্রজতিসহসাতদ্বিপুলতাম্।
যদন্তর্বিচ্ছিনং ভবতি কৃতসন্ধানমিবতৎ
প্রকৃত‍্যা যদবক্রং তদপি সমরেখং নয়নয়ো-
নর্মেদূরে কিঞ্চিৎ ক্ষণমপি নপার্শ্বেরথজবাৎ।”

শিখরিনী ছন্দের উদাহরণ বিশ্লেষণ

“যদালো কেসূক্ষ্মং ব্রজতি সহসা তদ্বিপুতাম্।
য ম ন স ভ ল ল গ
যদন্ত র্বিচ্ছিনং ভবতি কৃতস ন্ধানমি ব তৎ
য ম ন স ভ ল গ
প্রকৃত‍্যা যদবক্রং তদপি সমরে খংনয় ন য়ো-
য ম ন স ভ ল গ
নর্মেদূ রেকিঞ্চিৎ ক্ষণম পিনপা র্শ্বেরথ জ বাৎ।”
য ম ন স ভ ল গ

এই শ্লোকটির প্রতি চরণে ১৭টি অক্ষর আছে এবং অক্ষরসজ্জা যথাক্রমে য,ম,ন,স,ভ,ল,গ- গণ হয়েছে। এই শ্লোকের প্রতি চরণের প্রথম ষষ্ঠ অক্ষরের পর এবং পরবর্তী একাদশ অক্ষরের পর যতি বসেছে। সুতরাং আচার্য গঙ্গাদাসের লক্ষণ অনুযায়ী এই শ্লোকটি শিখরিনী নামক সমবৃত্ত ছন্দের প্রকৃষ্ট উদাহরণ।

Comments