একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা অনুসারে ভাবসম্প্রসারণ

একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা অনুসারে ”শত্রবোহপি হিতায়ৈব বিবদন্ড পরস্পরম্ ”ও কদাচিদয়ং ব্রাহ্মণো গোশব্দেন বুধ্যেত তদানৰ্থকোহয়ং মমারম্ভঃ স্যাৎ শ্লোকগুলির ভাবসম্প্রসারণ

ব্রাহ্মণচৌরপিশাচকথা – ভাবসম্প্রসারণ শত্রূবোঅপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্”।

উত্তরঃ- মানবসমাজে দুধরনের মানুষ বাস করে। যথা – শত্রু,মিত্র। কিন্তু কেউ জন্মগত ভাবে শত্রু বা মিত্র নয়। সমাজে বিভিন্ন পরিস্থিতির ফলে কেউ শত্রু এবং কেউ মিত্র।

          মিত্ররা সবসময় বিপদের সময় সাহায‍্য করে। আর শত্রুরা সবসময় উপকারের বদলে অপকারের করে থাকে। শত্রুরা সবসময় শত্রুর অমঙ্গল সাধন করে। শত্রুদের স্বভাব পরিবর্তন করা খুবই কঠিন। কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পেতে হলে শত্রুর সঙ্গে শত্রুর বিবাদ সৃষ্টি করতে হবে। অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা’। একটি শত্রুকে বিনাশ করতে হলে অপর এক শত্রুর দ্বারাই সম্ভব।
       যদি কোনো কারনেই শত্রুরা নিজেদের মধ‍্যে বিবাদে জড়িয়ে পড়ে তাহলে একে অপরকে  বিবাদে ফেলার জন‍্য সমাজে মঙ্গল সাধন করে থাকে।
       আমাদের পাঠ‍্যাংশে চোর ও রাক্ষস নিজেদের পরস্পর স্বার্থরক্ষার জন‍্য বিবাদ এমন পর্যায় পৌঁছায় ফল হিসাবে ব্রাহ্মণের জীবন এবং গোরুদুটি রক্ষা পেয়েছিল।

ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্প হতে ভাব সম্প্রসারণ – কদাচিদয়ং ব্রাহ্মণো গোশব্দেন বুধ্যেত তদানৰ্থকোহয়ং মমারম্ভঃ স্যাৎ

সাফল্যের মূল চাবিকাঠি হল পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া সাফল্য আসে না। পরিকল্পনা না করলে ব্যর্থতা অবশ্যই
সমাজে দেখা যায় বিভিন্ন কোন কাজের পূর্বে পরিকল্পনা ছাড়াই অগ্রসর হন। হলে কাজের অগ্রগতিতে বিভিন্ন প্রকার বাধাগুলোকে কাটিয়ে উঠতে সক্ষম হন না। অপরদিকে যিনি পরিকল্পনা করে কোন কাজে অগ্রসর হন তখন যে প্রকার বাধা বিপত্তি আসুক না কেন তিনি সব পরিকল্পনার মাধ্যমে বিনাশ করেন।
সুতরাং কোন কার্য শুরু করার আগে পরিকল্পনা করা অবশ্য কর্তব্য।

আরো পড়ুন

একাদশ শ্রেণীর পাঠ্যাংশ ব্রাহ্মণচৌরপিশাচকথা হতে Post গুলি

Comments