কারক ও বিভক্তি নির্ণয় সুত্র সহ । নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ কারকের উদাহরণ সুত্র সহ দেওয়া হল।
সুত্র সহ কারক ও বিভক্তি নির্ণয় কর
১) বিষং ভুঙক্তে।
উ:- তথাযুক্তং চানীপ্সিতম্- এই সূত্রানুসারে বিষ কর্তার ইপ্সিত নয় অথচ বিষ কর্তার ইপ্সিত হওয়ায় বিষং পদে কর্ম কারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
২) তণ্ডূলান ওদনং পচতি।
উ:- অকথিতঞ্চ – এই সূত্রানুসারে পচ্ – এই দ্বিকর্মক ধাতুর যোগে তণ্ডূলানপদে গৌণকর্মত্ব প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া – এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৩) গোপী কৃষ্ণায় তিষ্ঠতি।
উ:- শ্লাঘ- হ্নুঙ্ – স্থা- শপাং জ্ঞীপ্স্যমানঃ – এই সূত্রানুসারে স্থা ধাতুর প্রয়োগে জ্ঞাপনের জন্য অভিপ্রেত কৃষ্ণায় পদে সম্প্রদান কারক হয়েছে এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
৪) উৎপথাৎ পথে গচ্ছতি।
উ:- গত্যর্থকর্মণি দ্বিতীয়াচতুর্থ্যৈ চেষ্টায়ামনধ্বনি – এই সূত্রানুসারে বিপথ থেকে সঠিক পথে চলবার ইচ্ছা করায় পদ বাচক শব্দের যোগ পথে পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
৫) সমেন যাতি।
উ:- প্রকৃত্যাদিত্য উপসংখ্যানম্- এই বার্তিক অনুসারে সমেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৬) সর্পিষোঅপিস্যাৎ।
উ:- অপিঃ -পদার্থ- সম্ভাবনান্ববসর্গগর্হাসমুচ্চয়েষু :- এই সূত্রানুসারে সর্পিষ শব্দের অবয়ব – অবয়বি সম্বন্ধ হেতু সর্পিষঃ পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৭) সোমং সেবমানঃ।
উ:- লটঃ শতৃশানচৌ – এই সূত্রানুসারে তৃণ্ প্রত্যয়ান্ত শানন্ এই প্রত্যয়ের যোগে সোমম্ পদে ষষ্ঠী নিষিদ্ধ হয়েছে। নিয়মানুসারে সোমম্ পদে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৮) বুধৈঃ সম্যগুপ্তম্।
উ:- কর্তৃকরণয়োস্তৃতীয়া- এই সূত্রানুসারে বুধৈঃ পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে।
৯) মুখেন পুর্ণেন্দু নিভস্ত্রিলোচনঃ।
উ:- হানিবৎ আধিক্যমপি অঙ্গানাং বিকারঃ – বামণের এই সূত্রানুসারে মুখেন পদে অধিক্য অর্থে যেনাঙ্গবিকারঃ -এই সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে।
১০) পরিতঃ কৃষ্ণম্।
উ:- অভিতঃ- পরিতঃ- সময়া-নিকষা-হা -প্রতিযোগেঅপি- এই বার্তিক অনুসারে কৃষ্ণম্ পদে পরিতঃ শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
১১) হরিঃ সেব্যতে।
উ:- অভিধানং তু প্রায়েণ তিঙকৃত্তাদ্বিতসমাসৈঃ – এই সূত্রানুসারে সেব্যতে এই তিঙ্ বিভক্তি যোগে হরিঃ পদে প্রাতিপদিকার্থ -লিঙ্গ-পরিমাণ বচনাত্রে প্রথমা- এই সূত্রানুসারে প্রথমা বিভক্তি হয়েছে।
১২ ) বলিং যাচতে বসুধাম্।
উ:- অকথিতঞ্চ এই সূত্রানুসারে যাচ্ এই দ্বিকর্মক ধাতুর যোগে বলিং পদে গৌণকর্মত্ব প্রাপ্ত হয়েছে। এবং কর্মণিদ্বিতীয়া- এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
১৩) মাসং কল্যাণী।
উ:- কালাধ্বনোরত্যন্তসংযোগে- এই সূত্রানুসারে কালবাচক মাসং পদে কার্যোৎপত্তি হওয়ায় ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
১৪) মুখেন ত্রিলোচনঃ।
উ:- হানিবৎ আধিক্যমপি অঙ্গানাং বিকারঃ – বামনের এই মতানুসারে আধিক্য অর্থে মুখেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে।
১৫) মুনিত্রয়ম্ নমস্কৃত্য / নমস্করোতি।
উ:- উপপদবিভক্তেঃ কারকবিভক্তির্বলীয়সী- এই সুত্রানুসারে নমস্ পূর্বক কৃ ধাতুর যোগে মুনিত্রয়ম্ পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
১৬) শতায় পরিক্রীতো ভৃত্যঃ।
উ:- পরিক্রয়ণে সম্প্রদানমণ্যতরস্যাম- এই সূত্রানুসারে পরি-ক্রী ধাতুর যোগে শতায় পদে করণ কারকে বিকল্পে সম্প্রদান কারক হয়েছে এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
১৭) বারণার্থানামীপ্সিত- এই সূত্রানুসারে বারণার্থক ধাতুর প্রয়োগে অন্নাৎ পদে অপাদান কারক হয়েছে। এবং অপাদানে পঞ্চমী -এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে।
১৮) শিষ্যঃ উপাধ্যায়াৎ শাস্ত্রমাধীতে।
উ:- আখ্যাতোপযোগে – এই সূত্রানুসারে উপাধ্যায়ের কাছ হইতে শিষ্য নিয়মপূর্বক শিক্ষাগ্রহণ করায় উপাধ্যায়াৎ পদে অপাদান কারক হয়েছে এবং অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে।
১৯) ন চ দৈবাৎ পরং বলম্।
উ:- পঞ্চমী বিভক্তে- এই সূত্রানুসারে দৈবাৎ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে।
২০) দিবসস্য পঞ্চকৃতঃ আগচ্ছতি।
উ:- কৃত্বোঅর্থপ্রয়োগে কালেঅধিকরণে – এই সূত্রানুসারে কৃত্বসুচ্ প্রত্যয়ের যোগে কালবাচক অধিকরণে সম্বন্ধবিবক্ষা হওয়ায় পঞ্চকৃতঃ পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
২১) জীবৎসু তাতপাদেষু নবে দার পরিগ্রহে।
উ:- যস্য চ ভাবেণ ভাবলক্ষণম্- এই সূত্রানুসারে তাতপাদেষু পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে।
২২) বিদ্বান্ সর্বেষাং পূজিতঃ।
উ:- ক্তস্য চ বর্তমানে- এই সূত্রানুসারে বর্তমান কাল বোঝাতে পূজার্থে ক্ত প্রত্যয় যোগে সর্বেষাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে।
২৩) অল্পস্য হেতোর্বহু হাতুমিচ্ছসি।
উ:- ষষ্ঠী হেতুপ্রয়োগে – এই সূত্রানুসারে হেতু শব্দের প্রয়োগে অল্পস্য পদে ষষ্ঠী বিভক্ত হয়েছে
২৪) পুষ্পেভ্যঃ স্পৃহয়তি।
উ:- স্পৃহরীপ্সিতঃ – এই সূত্রানুসারে স্পৃহ ধাতুয প্রয়োগে পুষ্পেভ্যঃ পদে সম্প্রদান কারক হয়েছে। এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
২৫) বাতায় কপিলা বিদ্যুৎ।
উ:- উৎপাতেন জ্ঞাপিতে চ – এই সূত্রানুসারে বাতায় পদে উৎপাতের জ্ঞান সূচিত হওয়ায় চতুর্থী বিভক্তি হয়েছে।
২৬) বপুষা চতুর্ভূজঃ।
উ:- হানিবৎ আধিক্যমপি অঙ্গানাং বিকারঃ- বামণের এই মতানুসারে মুখেন পদে আধিক্য অর্থে যেনাঙ্গবিকারঃ – এই সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে।
২৭) আচার্য্যেন সূত্রস্য কৃতিঃ।
উ:- কর্তৃকরণয়োস্তৃতীয়া- এই সূত্রানুসারে আচার্য্যেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে।
উভয়প্রাপ্তৌ কর্মণি- এই সূত্রানুসারে সূত্রস্য পদে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
২৮) শতেন পরিক্রীতং গৃহম্।
উ:- পরিক্রয়ণে সম্প্রদানমন্যতরস্যাম্- এই সূত্রানসারে পরিক্রয়ন্ বোঝানোর জন্য শতেন পদে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে।
২৯) রাজ্ঞে নিবেদয়তি।
উ:- ক্রিয়য়া যমভিপ্রৈতি সোঅপি সম্প্রদানম্- এই সূত্রানুসারে রাজ্ঞে পদে সম্প্রদান কারক হয়েছে এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
৩০) কাকেভ্যো দধি রক্ষ্যতাম্।
উ:- ভীত্রার্থানাং ভয়হেতু- এই সূত্রানুসারে ত্রানার্থ ধাতুর যোগে কাকেভ্যো পদে অপাদান কারক হয়েছে। এবং অপাদানে পঞ্চমী – এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৩১ ) বিস্পষ্টং পটুঃ
উ:- কর্মণি দ্বিতীয়াঃ- এই সূত্রানুসারে বিস্পষ্টং পদে অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৩২) রুদতি পিতরি প্রাবাজীৎ।
উ:- ষষ্ঠী চানাদরে- এই সূত্রানুসারে অনাদর বোঝানোর জন্য পিতরি পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে।
৩৩) দ্রোণো ব্রীহিঃ।
উ:- প্রাতিপদিকার্থ-লিঙ্গ-পরিমাণ-বচনমাত্রে প্রথমা- এই সূত্রানুসারে দ্রোণো পদে পরিমাণমাত্রাধিক্যৈ প্রথমা বিভক্তি হয়েছে।
৩৪) জপমনু প্রাবর্ষৎ।
উ:- কর্মপ্রবচনীয়যুক্তে দ্বিতীয়া- এই সূত্রানুসারে অনু এই কর্মপ্রবচনীয় যোগে জপম্ পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৩৫) আতপায়াতি লোহিনী বিদ্যুৎ।
উ:- উৎপাদেন জ্ঞাপিতে চ- এই বার্তিক অনুসারে উৎপাতের জ্ঞান সূচিত হওয়ায় আতপায়াতি পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
৩৬) পত্যে শেতে।
উ:- ক্রিয়য়া যমভিপ্রৈতি সোঅপি সম্প্রদানম্- এই বার্তিকানুসারে পত্যে পদে সম্প্রদান কারক হয়েছে এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
৩৭) রজকস্য বস্ত্রং দদাতি।
উ:- কর্মণাযমভিপ্রৈতি সোঅপি সম্প্রদানম্- এই সূত্রানুসারে দা ধাতুর যোগে বস্ত্রং পদে সম্প্রদান কারক হয়েছে এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
৩৮) প্রস্থো যবঃ
উ:- প্রাতিপদিকার্থ-লিঙ্গ-পরিমাণ-বচনাত্রে প্রথমা- এই সূত্রানুসারে প্রস্থো পদে পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা বিভক্তি হয়েছে।
৩৯) বৃক্ষেভ্যঃ ভীতি।
উ:- ভীত্রার্থানাং ভয়হেতুঃ- এই সূত্রানুসারে ভয়ার্থক ভী ধাতুর যোগে বৃক্ষেভ্যঃ পদে অপাদান কারক হয়েছে। এবং অপাদানে পঞ্চমী – এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৪০) স্ফুটোপমং শম্ভূনা।
উ:- সহযুক্তেঅপ্রধানে – এই সূত্রানুসারে শম্ভূনা পদে সহ অর্থে প্রকাশ পাওয়ার জন্য তৃতীয়া বিভক্তি হয়েছে। উপমা শব্দের যোগে তৃতীয়া হয়নি।
৪১) গ্রামায় যাতি।
উ:- গত্যর্থকর্মণি দ্বিতীয়াচতুর্থ্যৌ চেষ্টায়ামনধ্বনি- এই সূত্রানুসারে গ্রামায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
৪২) অনু হরিং সুরাঃ।
উ:- তৃতীয়ার্থে হীনে- এই সূত্রানুসারে অপকর্ষ দ্যোতিত হওয়ার যে উৎকৃষ্ট তাতে অর্থাৎ হরিং পদে অনু -এই কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৪৩) শিশোঃ শয়ণম্।
উ:- কৃতিকর্মণোঃ কৃতি- এই সূত্রানুসারে কৃৎ প্রত্যয়ান্ত (শী + অনম্) শব্দের যোগে শিশোঃ পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৪৪) ওদনং পাচকতমঃ।
উ:- কর্তুরীপ্সিততমং কর্ম- এই সূত্রানুসারে ঈপ্সিততম অর্থে ওদনং পদে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া – এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৪৫) গ্রামাদ্ বহিঃ সোনা।
উ:- অপ-পরি-বহিরঞ্চবঃ পঞ্চম্যা- দীক্ষিতের এই মতানুসারে গ্রামাদ্ পদে অপাদান কারকে পঞ্চভী বিভক্তি হয়েছে।
৪৬) নৃণাং নাপিতো ধূর্ত্তঃ।
উ:- যতশ্চ নির্ধারনম্ – এই সূত্রানুসারে জাতিবাচক নৃণাং পদে নির্ধারনম্ ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৪৭) চর্মণি দ্বীপিনং হন্তি।
উ:- নিমিত্তাৎ কর্মযোগ- এই বার্তিক অনুসারে চর্মণি পদে সপ্তমী বিভক্তি হয়েছে।
৪৮) পয়সঃ পানম্।
উ:- কর্তুকর্মণোঃ কৃতি – এই সূত্রানুসারে কৃৎ প্রত্যয়ান্ত শব্দের যোগে পয়সঃ পদে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৪৯) হিমবতো গঙ্গা প্রভবতি।
উ:- ভুবঃ প্রভবঃ – এই সূত্রানুসারে হিমালয় গঙ্গার প্রকাশের প্রথম স্থান তাই হিমবতো পদে অপাদান কারক হয়েছে এবং অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৫০) ক্রোশং গিরি।
উ:- কালাধ্বনোরত্যন্তসংযোগে- এই সূত্রানুসারে পথের পরিমাণবাচক শব্দ ক্রোশং পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৫১)
জটাভিম্ভূতলক্ষণে- এই সূত্রানুসারে লক্ষণ অর্থাৎ পরিচায়ক চিহ্নে জটাভিঃ পদে তৃতীয়া হয়েছে।
৫২) বৎসরেণ ব্যাকরণম্ অধীতম্।
উ:- অপবর্গে তৃতীয়া- এই সূত্রানুসারে কালবাচক বৎসরেণ পদে ফলপ্রাপ্তি ঘটায় অপবর্গে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৫৩) ধিক্ কৃপণম্।
উ:- উভ- সর্বতসোঃ কার্যা ধিগুপর্যাদিষু ত্রিষু- এই বার্তিকানুসারে ধিক্ শব্দযোগে কৃপণম্ পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৫৪) ভক্তিঃ জ্ঞানায় কল্পতে।
উ:- ক্৯পি সম্পদ্যমানে চ – এই সূত্রানুসারে উৎপদ্যমান পদার্থ জ্ঞানায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
৫৫) কেশেষু চমরীং হন্তি।
উ:- নিমিত্তাৎ কর্মযোগে- এই বার্তিকানুসারে কেশেষু পদে সপ্তমী বিভক্তি হয়েছে।
৫৬) বালকঃ কটে আস্তে।
উ:- সপ্তম্যধিকরণে চ- এই সূত্রানুসারে ঔপশ্লেষিক আধার এই অর্থে অর্থাৎ একাংশ আধার বোঝাতে কটে পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে।
৫৭) মাতুঃ স্মরতি।
উ:- কর্মাদীনামপি সম্বন্ধমাত্রবিবক্ষয়া ষষ্ঠ্যেব- এই সূত্রানুসারে মাতুঃ পদে সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৫৮) গাং দুগ্ধং দোগ্ধি।
উ:- অকথিতঞ্চ এই সূত্রানুসারে দুহ্ এই দ্বিকর্মক ধাতুর যোগে গাং পদে গৌনকর্মত্ব প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৫৯) প্রদ্যুঘ্নঃ কৃষ্ণাৎ প্রতি।
উ:- প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ- এই সূত্রানুসারে প্রতিনিধিবাচক কর্মপ্রবচনীয় যোগে কৃষ্ণাৎ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৬০) ব্যাঘ্রাদ্ বিভেতি।
উ:- ভীত্রার্থানাং ভয়হেতুঃ- এই সূত্রানুসারে প্রতিনিধিবাচক কর্মপ্রবচনীয় যোগে কৃষ্ণাৎ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৬১) মশকায় ধূমঃ।
উ:- তাদর্থ্যে চতুর্থী এই বার্তিক অনুসারে নিবৃত্তিবাচক মশকায় পদে নিবারণ অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে।
৬২) অধীতী ব্যাকরণে।
উ:- ক্তস্যেন বিষয়স্য কর্মণি- এই বার্তিকানুসারে ক্ত প্রত্যয়ান্ত শব্দের উত্তর ইনি প্রত্যয় দ্বারা সৃষ্ট ব্যাকরণ পদটিতে কর্মে সপ্তমী বিভক্তি হয়েছে।
৬৩) হরিঃ বৈকন্ঠূম্ অধিবসতি।
উ:- অধিশীঙ্ স্থাসাং কর্ম- এই সূত্রানুসারে অধি পূর্বক বস্ ধাতুর আধার বৈকন্ঠুম্ পদে কর্মকারকৈ দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৬৪) স মহ্যং শতং ধারয়তি।
উ:- ধারেরুওমর্ণঃ – এই সূত্রানুসারে ধারি ধাতুর প্রয়োগে উত্তমর্ণ মহ্যম্ পদে সম্প্রদান কারক হয়েছে। এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে।
৬৫) ধনাদ্ বিদ্যা গরীয়সী।
উ:- পঞ্চমী বিভক্তে- এই সূত্রানুসারে ধনাদ্ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৬৬) অক্ষ্ণা কানঃ।
উ:- যেনাঙ্গবিকারঃ -এই সূত্রানুসারে অঙ্গবিকার অক্ষ্ণা পদে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৬৭) দণ্ডেন ঘটঃ।
উ:- হেতৌ এই সূত্রানুসারে হেতুবাচক দণ্ডেন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৬৮) পিতুঃ নিলীয়তে পুত্রঃ।
উ:- অন্তর্ধৌ যেনাদর্শনমিচ্ছতি -এই সূত্রানুসারে পিতুঃ পদে অপাদান কারক হয়েছে এবং অপাদানে পঞ্চমী সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৬৯) কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ।
উ:- যতশ্চ নির্ধারণম্ – এই সূত্রানুসারে কবিষু পদে নির্ধারণম্ অর্থে সপ্তমী বিভক্তি হয়েছে।
৭০) মাসমাস্তে।
উ:- অকর্মকধাতুভির্যোগে দেশঃ কালো ভাবো গন্তব্যোঅধ্বা চ কর্ম সংজ্ঞক ইতি বাচ্যম্- এই বার্তিক অনুসারে অকর্মক আস ধাতুর যোগে কালবাচক মাসম্ পদে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৭১ ) অলং শ্রমেণ।
উ:- গম্যমানপি ক্রিয়া কারকাবিভক্তৌ প্রযোজিকা- এই সূত্রানুসারে শ্রমেণ পদে অলং শব্দ যোগে করণ কারক হয়েছে এবং কর্তৃকরণয়োস্তৃতীয়া সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৭২ ) ফলেভ্যোঃ যাতি।
উ:- ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিনঃ – এই সূত্রানুসারে উহ্য তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়া আহর্তুম্ এর কর্মে ফলেভ্যোঃ পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
৭৩) বলিং যাচতে বসুধাম্।
উ:- অকথিতঞ্চ এই সূত্রানুসারে যচ্ এই দ্বিকর্মক ধাতুর যোগে বলিং পদে গৌণকর্মত্ব প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৭৪) দুর্ভিক্ষায় সিতা বিদ্যুৎ।
উ:- উৎপাতেন জ্ঞাপিতে চ- এই বার্তিক অনুসারে উৎপাতের দ্বারা সূচিত হওয়ায় দুর্ভিক্ষায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
৭৫) কর্ণে ধৃত্বা বদতি।
উ:- সপ্তম্যধিকরণে চ- এই সূত্রানুসারে কর্ণে পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে।
৭৬) নটস্য গাথাং শৃণোতি।
উ:- সম্বন্ধে ষষ্ঠী- এই সূত্রানুসারে সম্বন্ধে ষষ্ঠী বোঝাতে নটস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৭৭) গবাং কৃষ্ণা বহুক্ষীরা।
উ:- যতশ্চ নির্ধারণম্ এই সূত্রানুসারে গবাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৭৮) রবাবস্তং গতে নিশা আগতা।
উ:- যস্য চ ভাবেণ ভাবলক্ষণম্- এই সূত্রানুসারে রবৌ পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে।
৭৯) পাপে অভিনিবেশঃ।
উ:- এই রূপ অর্থে অভিনিবিশ্চ- এই সূত্রানুসারে অভি-নি-বিশ্ ধাতুর আধার কর্মসংজ্ঞা না হয়ে পরিক্রয়ণে সম্প্রদান মন্যতরস্যাম- সূত্রানুসারে মণ্ডূকপ্লুতি ও ব্যবস্থিত বিভাষা র প্রয়োগ থাকায় পাপে পদে আধারোঅধিকরণম্ সূত্রানুসারে সপ্তমী বিভক্তি হয়েছে।
৮০) একাদশীমুপবসন্তি নিরম্বুভক্ষাঃ।
উ:- কালাধ্বনোরত্যন্তসংযোগে- এই সূত্রানুসারে ব্যাপ্তির অর্থ প্রকাশ পাওয়ার জন্য একাদশীম্ পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৮১) অলং বিবাদেন।
উ:- গম্যমানাপি ক্রিয়া কারকবিভক্তৌ প্রযোজিকা- এই সূত্রানুসারে বিবাদের প্রয়োজন নেই, এই অর্থে বিবাদেন পদে অলং শব্দ যোগে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৮২) অজ্ঞাতকুলশীলস্য বাসো ন দেয়ঃ।
উ:- কর্মাদীনামপি সম্বন্ধমাত্রবিবক্ষয়া ষষ্ঠ্যেব- এই সূত্রানুসারে অজ্ঞাতকুলশীলস্য পদে সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৮৩) ক্রোশস্তৈকদেশো পর্বতঃ।
উ:- ষষ্ঠী শেষে এই সূত্রানুসারে ক্রোশস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
৮৪) সীম্নি পুস্তলকো হতঃ।
উ:- নিমিত্তাৎ কর্মযোগে- এই বার্তিকানুসারে সীম্নি পদে সপ্তমী বিভক্তি হয়েছে।
৮৫) রামে রাজ্যং শাসতি কথমধর্মস্য সম্ভবঃ।
উ:- সপ্তম্যধিকরণে চ – এই সূত্রানুসারে রামে পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে।
৮৬) বদন্ত্যপর্ণেতি চ তাং পুরাবিদঃ।
উ:- ক্বচিন্নিপাতেনাভিধানম্- এই সূত্রানুসারে অপর্ণা পদটি ইতিনামক অব্যয়ের দ্বারা প্রথমা বিভক্তি হয়েছে।
৮৭) নমস্করোতি দেবান্।
উ:- উপপদবিভক্তেঃ কারকবিভক্তির্বলীয়সী – এই সূত্রানুসারে নমস্ পূর্বক কৃ ধাতুর যোগে দেবান্ পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৮৮) ন ত্বাং তৃণায় মণ্যে।
উ:- মণ্যকর্মন্যনাদরে বিভাষাঅপ্রাণিষু- এই সূত্রানুসারে তৃণায় পদে বিকল্পে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে।
৮৯) চর্মণি দ্বীপিনং হন্তি।
উ:- নিমিত্তাৎ কর্মযোগে – এই বার্তিকানুসারে ক্রিয়ার কর্মের সহিত সম্বন্ধ থাকায় নিমিত্তবাচক শব্দের উত্তর চর্মণি পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে।
৯০) সুখেণ জীবতি।
উ:- প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম্- এই বার্তিকানুসারে সুখেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৯১) প্রাসাদাত্ প্রেক্ষতে।
উ:- ল্যপ্ লোপে কর্মণ্যধিকরণে চ- এই বার্তিকানুসারে ল্যব্ প্রত্যয়ান্ত ক্রিয়াপদ ঊহ্য থাকায় প্রাসাদাৎ পদে অধিকরণ বিকল্পে পঞ্চমী বিভক্তি হয়েছে।
৯২) বপুষা চতুর্ভূজঃ।
উ:- হানিবদ্ আধিক্যমপি অঙ্গানাং বিকারঃ- এই সূত্রানুসারে আধিক্য অর্থে বপুষা পদে তৃতীয়া বিভক্তি হয়েছে।
৯৩) অক্ষান্ দিব্যতি।
উ:- দিবঃ কর্ম চ- এই সূত্রানুসারে দিব্ ধাতুর যোগে করণকারক বিকল্পে অক্ষান্ পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
৯৪) পাকায় যাতি।
উ:- তুমর্থাচ্চ ভাববচনাৎ – এই সূত্রানুসারে পাকায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
কারক ও বিভক্তি নির্ণয় অন্যান্য পোস্টগুলি
- ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিন
- উভয়প্রাপ্তৌ কর্মণি
- যতশ্চ নির্ধারণম্
- স্পৃহেরীপ্সিতঃ (১/৪/৩৬)
- অপবর্গে তৃতীয়া(২/৩/৬)
- হেতৌ
- সাধকতমং করণম্ (১/৪/৪২)
- উপান্বধ্যাঙ্ বসঃ
- শেষ: টিকা
- সম্প্রদান: সংজ্ঞা
- সুত্র সহ কারক ও বিভক্তি নির্ণয়
- অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি
- সম্বদ্ধ পদ: ষষ্ঠী বিভক্তি
- অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি
- কর্মপ্রবচনীয়
- আম্রেড়িত
- অভিনিবিশশ্চ: কারক প্রকরণ
- রুচ্যর্থানাং প্রীয়মানঃ
- সম্প্রদান কারক: চতুর্থী বিভক্তি
- কর্তুরীপ্সিততমং কর্মঃ
- সহযুক্তেঽপ্রধানে: করণ কারক বিধায়ক সূত্র ব্যাখ্যা
- করণ কারক: তৃতীয় বিভক্তি
- কর্ম কারক: দ্বিতীয়া বিভক্তি
- আখ্যাতোপযোগে
- ভীত্রার্থানাং ভয়হেতুঃ
- তথাযুক্তং চানীপ্সিতম্ (১/৪/৫০)
- কর্তৃ কারক: প্রথমা বিভক্তি
- কারক: অর্থ পার্থক্য
- কারক প্রকরণ টিকা: অপাদান
- সংস্কৃত কারক ও বিভক্তি (সম্পূর্ণ আলোচনা)
- উচ্চ মাধ্যমিক সংস্কৃত কারক বিভক্তি সাজেশন