সিদ্ধান্তকৌমুদী: ভূবাদয়ো ধাতবঃ
সিদ্ধান্তকৌমুদী – ভূবাদয়ো ধাতবঃ
উৎস:- আচার্য ভট্টোজি দীক্ষিত সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের পূর্বার্ধে এই পাণিনীয় সূত্রটির অবতারনা করেছেন।
বৃত্তি:- ক্রিয়াবাচিনো ভ্বাদয়ো ধাতুসংজ্ঞাঃ স্যুঃ।
সূত্রার্থ:- ক্রিয়ার বাচক ভূ ইত্যাদির ধাতুসংজ্ঞাঃ হয়।
ভূবাদয়ো ধাতবঃ সূত্রব্যাখ্যা
ভূবাদয়ঃ পদটির ব্যাখ্যা বিভিন্ন ভাবে করা হয়েছে। যেমন- একদলের মতে ভূশ্চ বাশ্চ ভূবৌ – ‘ভূ’ এবং ‘বা’ এই দুটি দ্বন্দ্ব সমাস করার পর আদিশ্চ আদিশ্চ আদী- এরূপ দুটি আদি শব্দের একশেষ করলে যে আদী শব্দ হয়, সেই আদী শব্দের সঙ্গে ভূবৌ আদী যেষাম্ অর্থাৎ ‘ ভূ’ এবং ‘বা’ আদি যার এইরকম বহুব্রীহি সমাস করলে ভূবাদয়ঃ পদটি নিষ্পন্ন হয়। এইভাবে সমাস নিষ্পন্ন পদের প্রথম আদি শব্দের অর্থ প্রভৃতি এবং দ্বিতীয় আদী শব্দের অর্থ প্রকার। প্রকারের দুটি অর্থ ভেদ এবং সদৃশ। এখানে সদৃশবাচক আদি শব্দের অন্বয় ‘বা’ শব্দের সঙ্গে। সম্পূর্ণ অর্থ হল- ‘ভূপ্রভৃতয়ো বা সাদৃশা যে তে ধাতুসংজ্ঞকা ভবন্তি’। ‘ভূ’ প্রভৃতি ‘বা’ সাদৃশ যে শব্দস্বরূপ, তারা ধাতু সংজ্ঞক হয়। সাদৃশ্যের নিয়ামক ধর্ম হল ক্রিয়াবাচকত্ব, ধাতুপাঠের প্রথম ধাতু হল ভূ এবং অদাদিগণীয় একটি ধাতু হল ‘বা’ – এই ‘বা’ ধাতুর ক্রিয়াবাচকত্ব অর্থাৎ বাতি-বহতি-সাদৃশ্য গৃহীত হয়েছে আলোচ্য সূত্রে। ধাতুমাত্রেই ক্রিয়াবাচক। সেকারণে যে কোনো ধাতুই ক্রিয়াবাচকরূপে গ্রহণ করা যেতো, কিন্তু এখানে বা ধাতুই ক্রিয়াবাচকরূপে গৃহীত হয়েছে। সুতরাং ভূ ইত্যাদি শব্দ যখন ক্রিয়াকে বোঝাবে তখন তাদের ধাতুসংজ্ঞা হবে, এ থেকে পাওয়া যাচ্ছে ধাতুসংজ্ঞা হওয়ার দুটি শর্ত। প্রথমতঃ শব্দটিকে ক্রিয়াবাচক হতে হবে এবং দ্বিতীয়তঃ শব্দটিকে ভ্বাদিগণে গঠিত হতে হবে। সুতরাং, ধাতুর লক্ষণ হল- ‘ক্রিয়াবাচকত্বে সতি ভ্বাদিগণ পঠিতত্বং ধাতুত্বম্’ যা ক্রিয়াবাচক অথচ ভ্বাদিগণ পঠিত, তাই ধাতু।
- দীক্ষিত ব্যাখ্যা: লণ্ সূত্রে অকারশ্চ
- দীক্ষিত ব্যাখ্যা: তেন বিশ্বপাভিরিত্যত্র হোঢ ইতি ঢত্বং ন ভবতি
- দীক্ষিত ব্যাখ্যা: অচি কিম্ কুমারী শেতে
- দীক্ষিত ব্যাখ্যা: প্রত্যাহারেষ্বিতাং ন গ্রহণম্
- দীক্ষিত ব্যাখ্যা: এ দৈতোঃ ও দৌতোশ্চ ন মিথঃ সাবর্ণ্যম্
- দীক্ষিত ব্যাখ্যা: তেন দধি ইত্যস্য হরতি শীতলং ষষ্ঠং সান্দ্রমিত্যেতেষু পরেষু যণাদিকং ন
- সিদ্ধান্তকৌমুদী: পরিভাষা ব্যাখ্যা – অসিদ্ধং বহিরঙ্গম্ অন্তরঙ্গে
- সিদ্ধান্তকৌমুদী: পরিভাষা ব্যাখ্যা – পরনিত্যান্তরঙ্গাপবাদানামুত্তরোত্তরং বলীয়
- সিদ্ধান্তকৌমুদী: তপরস্তৎকালস্য
- সিদ্ধান্তকৌমুদী: বৃদ্ধিরাদৈচ্
- সিদ্ধান্তকৌমুদী: আদেঙ্ গুণঃ
- সিদ্ধান্তকৌমুদী: স্বং রূপং শব্দস্যাশব্দসংজ্ঞা
- সিদ্ধান্তকৌমুদী: যেন বিধিস্তদন্তস্য
- সিদ্ধান্তকৌমুদী: পরঃ সন্নিকর্ষঃ সংহিতা
- সিদ্ধান্তকৌমুদী: ষষ্ঠী স্থানেযোগা
- সিদ্ধান্তকৌমুদী: তস্মাদিভ্যূত্তরস্য
- সিদ্ধান্তকৌমুদী: উরণরপর
- সিদ্ধান্তকৌমুদী: এচোঅয়বায়াবঃ
- সিদ্ধান্তকৌমুদী: হলন্ত্যম্
- সিদ্ধান্তকৌমুদী: বৃদ্ধিরেচি
- সিদ্ধান্তকৌমুদী: সূত্রপদসাধন
- সিদ্ধান্তকৌমুদী: পরিভাষা ব্যাখ্যা – অকৃতব্যূহাঃ পাণিনীয়া
- দীক্ষিত ব্যাখ্যা: এজাদ্যোঃ কিম্? উপেতঃ
- দীক্ষিত ব্যাখ্যা: যত্রানেকবিধম্ আন্তর্য্যং তত্র স্থানত আন্তর্য্যং বলীয়ো যথা স্যাৎ
- দীক্ষিত ব্যাখ্যা: সপাদসপ্তাধ্যায়ীং প্রতি ত্রিপাদ্যসিদ্ধা