সিদ্ধান্তকৌমুদী: উরণরপর
Table of Contents
সিদ্ধান্তকৌমুদী: উরণরপর
উৎস:- আচার্য ভট্টোজি দীক্ষিত সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের পূর্বার্ধে এই পাণিনীয় সূত্রটির আলোচনা করেছেন।
বৃত্তি:- ঋ ইতি ত্রিংশতঃ সংজ্ঞেত্যুক্তম্। তৎস্থানে যোঅণ্ স রপরঃ সন্নেব প্রবর্ত্ততে।
সূত্রার্থ:- ঋ এই ৩০ টির সংজ্ঞা হবে এটা বলা হয়েছে। তবে ঋকার স্থানে আদিষ্ট যে অণ্ তা র প্রত্যহারকে নিয়ে প্রবর্তিত হবে।
উরণরপর সূত্রব্যাখ্যা
ঋ, ৯ বর্ণয়োমিথঃ সার্বণ্যং বাচ্যম্ -এই বার্ত্তিক অনুযায়ী ঋ এবং ৯ এর সবর্ণতা হওয়ায় ঋ -১৮, ৯ – ১২ মিলে ৩০ প্রকার ঋ হয়। সেই ঋ এর স্থানে অণ্ আদেশ করলে সেই অণ্ র প্রত্যাহার ‘পরক’ (র্+ল্) হয়। অর্থাৎ ঋ স্থানে অণ্ (অ, ই,উ) হলে তারপর অবশ্যম্ভাবী র্ যুক্ত হবে। অর্থাৎ আদেশ হবে অর্, ইর্, উর্ ইত্যাদিরূপে। সূত্রে রপর পদে র একটি প্রত্যাহার ধরলে, তা র্ ল্ দুটিরই গ্রাহক হয়। সুতরাং কৃষ্ণ + ঋদ্ধিঃ অবস্থায় অদেঙগুণঃ এবং স্থানেঅন্তরতমঃ সূত্র দ্বয়সহযোগে আদগুণঃ সূত্র দ্বারা অকার ও ঋকারের এই উভয়ের স্থানে গুণবর্ণ আকার আদেশ করলে, ‘উরণরপলঃ’ সূত্র দ্বারা সেই অ -কারাদেশ রপরক হয়। এখন র প্রত্যাহারের দ্বারা র্ এবং ল্ এই উভয়ের প্রাপ্তিতে স্থানেঅন্তরতমঃ সূত্র দ্বারা রপর করে কৃষ্ণ+ ঋদ্ধিঃ =কৃষ্ -অর্ -দ্ধিঃ =কৃষ্ণর্দ্ধিঃ পদ নিষ্পন্ন হয়। অনুরূপভাবে তব + ৯ কারঃ স্থলে লপরক আদেশ করলে তবল্কারঃ পদ সিদ্ধ হয়।