সংস্কৃত সাহিত্যের ইতিহাস ছোট প্রশ্ন উত্তর

সংস্কৃত সাহিত্যের ইতিহাস হতে ছোট প্রশ্ন উত্তর নিম্নে দেওয়া হল| এই প্রশ্ন উত্তর গুলি স্কুল সার্ভিস কমিশন সংস্কৃত সিলেবাস অনুসারে যেগুলি আসবে। তার সিলেবাস অনুসারে নিম্নে দেওয়া হলো।

সংস্কৃত সাহিত্যের ইতিহাস হয়ে ছোট প্রশ্ন ও উত্তর

১) পাণিনীর লেখা বিখ‍্যাত ব‍্যাকরণ গ্রন্থটি কী?
উ:- অষ্টাধ‍্যায়ী
২) পঞ্চতন্ত্র বলার কারণ কী?
উ:- পাঁচটি তন্ত্র থাকায় একে পঞ্চতন্ত্র বলা হয়েছে।
৩) পদলালিত‍্য পদটি কোন লেখকের সঙ্গে যুক্ত?
উ:- দণ্ডী
৪ ) অর্থগৌরব পদটি কোন লেখকের সঙ্গে যুক্ত?
উ:- ভারবি।
৫) উপমা পদটি কোন লেখকের সঙ্গে যুক্ত?
উ:- কালিদাস
৬) বাণভট্ট কথা শ্রেনীর রচনাটি কী?
উ:- কাদম্বরী।
৭) মেঘদূতের লেখক কে?
উ:- মহাকবি কালিদাস
৮) চম্পূশ্রেনীর একটি কাব‍্যের নাম কী?
উ:- রামায়ণ চম্পূ।
৯) ভট্টিকাব‍্য বা রাবণবধ মহাকাব‍্য কে রচনা করেন?
উ:- ভট্টি।
১০) বিহ্লন এর রচিত গ্রন্থটি কী?
উ:- বিক্রমাঙ্কদেবচরিত।
১১) মাঘের অপর নাম কী?
উ:- ঘন্টামাঘ।
১২) সংস্কৃত সাহিত‍্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক কাব‍্য কী?
উ:- রাজতরঙ্গিনী।
১৩) ভট্টিকাব‍্য রচনার উদ্দেশ‍্য কী ছিল?
উ:- কাব‍্যের মাধ‍্যমে ব‍্যাকরণ শিক্ষা।
১৪) ভবভূতি রচিত নাটকগুলি কী কী?
উ:- মালতীমাধব, মহাবীরচরিত ও উত্তররামচরিত।
১৫) অর্থগৌরব, উপমা ও পদলালিত‍্য এই তিনটি গুন কার মধ‍্যে ছিল?
উ:- মাঘ।
১৬) বিশাখদত্ত রচিত নাটকটির নাম লেখ?
উ:- মুদ্রারাক্ষস।
১৭) ভট্টিকাব‍্যকে উদাহরণ কাব‍্য বলে কে অভিমত প্রকাশ করেছেন?
উ:- মল্লিনাথ।
১৮) চৌরপঞ্চশিখা এর অপর নাম কী?
উ:- চৌরপঞ্চাশত।
১৯) কুমারদাসের রচিত গ্রন্থটি কী?
উ:- জানকীহরণ।
২০) গীতগোবিন্দম্ এর রচয়িতা কে?
উ:- জয়দেব।
২১) দশকুমারচরিত গদ‍্যকাব‍্যের লেখক কে ছিলেন?
উ:- দণ্ডী।
২২) রঘুবংশম্ কটি খন্ডে রচিত?
উ:- ১৯টি।
২৩) প্রবন্ধচিন্তামণির লেখক কে ছিলেন?
উ:- ভোজ।
২৪) শিঙ্গারশতক, নীতিশতক, বৈরাগ‍্যশতক এদের রচনাকার কে?
উ:- ভর্তৃহরি।
২৫) মৃচ্ছকটিক এর লেখক কে?
উ:- শূদ্রক।
২৬) চণ্ডীশতক এর লেখক কে?
উ:- মহাকবি বাণ।
২৭) সেতুবন্ধ এর রচয়িতা কে?
উ:- প্রবরসেন।
২৮) কুমারপালচরিতের অপর নাম কী?
উ:- দ্ব‍্যাশ্রয়কাব‍্য।
২৯) কালিদাসের সাহিত‍্য ধরন রীতি কী ছিল?
উ:- উপমা
৩০) ভারবির সাহিত‍্য ধরন রীতি কী ছিল?
উ:- অর্থগৌরব।
৩১) দামোদর গুপ্ত কার সভাকবি ছিলেন?
উ:- জায়াপ্রিড়ের।
৩২ ) নারায়ণ শর্মা রচিত গ্রন্থটির নাম কী?
উ:- হিতোপদেশ
৩৩) পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
উ:- বিষ্ণুশর্মা
৩৪) ভূষণভট্ট কে ছিলেন?
উ:- বানভট্টের পুত্র।
৩৫) বিক্রমাঙ্কদেবচরিত কোন শতাব্দীতে লেখা হয়েছিল?
উ:- একাদশ শতাব্দীতে।
৩৬ ) শিশুপালবধের নায়ক কে ছিলেন?
উ:- ভগবান শ্রিকৃষ্ণ।
৩৭) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের নায়ক কে ছিলেন?
উ:- দুষ‍্যন্ত
৩৮) কিরাতার্জুনীয়ম্ কাব‍্যের নায়ক কে?
উ:- অর্জুন।
৩৯) বোদ্ধভায়া এর লেখক কে ছিলেন?
উ:- বাক্ পতিরাজ।
৪০) ভট্টিকাব‍্যের কয়টি খন্ড ও কী কী?
উ:- চারটি খন্ড। অধিকার কান্ড, প্রকীর্ণ কান্ড, প্রসন্ন কান্ড ও তিঙন্ত কান্ড।
৪১) পঞ্চতন্ত্র নাটকটি কোন শ্রেনীর রচনা?
রচনা?
উ:- সমবকার শ্রেনীর।
৪২) মৃচ্ছকটিকম্ এর নায়ক কে ছিলেন?
উ:- চারুদত্ত।
৪৩) রাজতরঙ্গিনী কত খ্রিষ্টাব্দে রচিত হয়েছিল?
উ:- ১১৪৯ খ্রিস্টাব্দে।
৪৪) পদ্মগুপ্তের সভাকবি কে ছিলেন?
উ:- পরমারাজবংশীয়।
৪৫) শ্রীহর্ষের পিতার নাম কী?
উ:- প্রভাকর বর্ধন।
৪৬) সন্ধ‍্যাকর নন্দী রচিত গ্রন্থটি কী?
উ:- রামচরিত।
৪৭) তুলসীদাসের রচিত গ্রন্থটি কী?
উ:- রামচরিতমানস।
৪৮) বানভট্টের পিতামাতার নাম কী?
উ:- পিতা চিত্রভানু ও মাতা রাজ‍্যদেবী।
৪৯) ভারবির অপর নাম কী?
উ:- দামোদর।
৫০) পতঞ্জলীর লেখা বইটির নাম কী?
উ:- মহাভাষ‍্য
৫১) কালিদাস কার রাজ‍্য অলংকৃত করেছিলেন?
উ:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৫২) সংস্কৃত সাহিত‍্যের গীতিপদ‍্যের লেখক কে ছিলেন?
উ:- কালিদাস। উদা-মেঘদূত।
৫৩) মহাকাব‍্যের শ্রেনীবিন‍্যাসকে কী বলা হয়?
উ:- সর্গ।
৫৪) কালিদাসের রচিত বিখ‍্যাত নাটকটি কী?
উ:- অভিজ্ঞানশকুন্তলম্।
৫৫) শিশুপালবধম্ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উ:- মহাভারত থেকে।
৫৬) একটি সংস্কৃত নাটকের নাম লিখ যা রাজতরঙ্গিনীর সঙ্গে যুক্ত?
উ:- মুদ্রারাক্ষস।
৫৭) সংস্কৃত সাহিত‍্যের রূপকধর্মী নাটকের নাম লেখ?
উ:- প্রবোধচন্দ্রদয়ী।
৫৮) ভাসের বিখ‍্যাত মহাভারত কেন্দ্রীক নাটকের নাম লেখ?
উ:- দূতবাক‍্য।
৫৯) মৃচ্ছকটিকম্ নাটকের কয়টি অঙ্ক?
উ:- ১০ টি।
৬০) মালবিকাগ্নিমিত্রম্ এর কয়টি অঙ্ক?
উ:- ৫টি।
৬১) বিক্রমোর্বশীয়ম্ এর কয়টি অঙ্ক?
উ:- ৫ টি অঙ্ক।
৬২) স্বপ্নবাসবদত্তম্ এর কয়টি অঙ্ক?
উ:- ৬টি অঙ্ক।
৬৩) মালতীমাধব এর কয়টি অঙ্ক?
উ:- ১০টি (প্রকরণ জাতীয়)।
৬৪) উত্তর রামচরিত এর কয়টি অঙ্ক?
উ:- ৭ টি অঙ্ক।
৬৫) মহাবীর চরিত এর কয়টি অঙ্ক?
উ:- ৭ টি অঙ্ক।
৬৬) সংস্কৃত সাহিত‍্যে বিয়োগান্তক বা দুঃখান্তক নাটকের নাম কী?
উ:- ঊরুভঙ্গ।
৬৭) চারুদত্তের নায়িকা কে?
উ:- বসন্তসেনা।
৬৮) মধ‍্যমব‍্যয়োগ নাটকের কয়টি অঙ্কে?
উ:- ১টি।
৬৯) একটি করুনরস কেন্দ্রীক নাটকের নাম লিখ?
উ:- উত্তর রামচরিত।
৭০) মল্লিনাথ কোন কাব‍্যটিকে নারিকেল ফলের সঙ্গে তুলনা?
উ:- কিরাতার্জুনীয়ম্।
৭১) কিরাতার্জুনীয়মের বিখ‍্যাত ভাষ‍্যকারের নাম কী?
উ:- মল্লিনাথ।
৭২) বিজয়তাং রবিকীর্তি কত খ্রিস্টাব্দ হয়েছিল?
উ:- 6th AD.
৭৩) জাতুকর্নী পুত্রের নাম কী?
উ:- ভবভূতি।
৭৪) ব‍্যাস এর পুরো নাম কী?
উ:- কৃষ্ণদ্বৈপায়ণ বেদব‍্যাস।
৭৫) প্রাকৃত ভাষায় রচিত একটি নাটকের নাম কী?
উ:- কর্পূরমঞ্জুরী।
৭৬) কালিদাসের পূর্বের নাট‍্যকারের নাম কী?
উ:- ভাস।
৭৭) নাট‍্যশাস্ত্রের লেখক কে?
উ:- ভরত
৭৮) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উ:- মহাভারত
৭৯) সংস্কৃত সাহিত‍্যে ভূষণভট্ট রচনাটির নাম লেখ?
উ:- কাদম্বরীর উত্তরভাগ।
৮০) বালভারতের লেখক কে?
উ:- রাজশেখর।
৮১) সংস্কৃত সাহিত‍্যে ভূষণভট্ট রচনাটির নাম লেখ?
উ:- কাদম্বরীর উত্তরভাগ।
৮২) বালভারতের লেখক কে?
উ:- রামচরিত।
৮৩) সংস্কৃত সাহিত‍্যে একটি ঐতিহাসিক দ্ব‍্যার্থক কাব‍্যের নাম কী?
উ:- ধনপাল।
৮৪) সংস্কৃত সাহিত‍্যে দ্ব‍্যাশ্রয় কাব‍্য কী?
উ:- কুমারপালচরিত।

মহাকাব‍্য:-

৮৫ ) রঘুবংশের কয়টি সর্গ ও এর বিষয়বস্তু কী?
উ:- রঘুবংশের ১৯ টি সর্গ।
বিষয়বস্তু:- রঘুবংশীয় রাজাদের গুনকীর্তন।
৮৬) কুমারসম্ভবম্ এর সর্গ কয়টি? এর বিষয়বস্তু কী?
উ:- সর্গ- সপ্তদশ। (১৭টি)
বিষয়বস্তু- শিব ও উমার বিবাহ, পুত্র কার্ত্তিকের হাতে তাড়কাসুর বধ।
৮৭) ভট্টিকাব‍্যের কয়টি সর্গ?
উ:- ২২টি সর্গ, চারটি খন্ড। কবি ভট্টি রচিত।
৮৮ ) কিরাতার্জুনীয়ম্ এর কয়টি সর্গ?
উ:- ১৮ টি সর্গ। কবি ভারবি রচিত।
৮৯ ) ভারবি কোন সময়ের কবি?
উ:- খ্রিস্টীয় ষষ্ঠ শতকের।
৯০) ভট্টি কোন সময়ের কবি?
উ:- খ্রিস্টীয় ষষ্ঠ শতকের।
৯১) কুমারদাসের রচিত গ্রন্থটির নাম কী?
উ:- জানকীহরণ।(সর্গ ২১ টি)
৯২) শিশুপালবধ এর সর্গ কত? রচয়িতা কে?
উ:- ২০ টি সর্গ। রচয়িতা মাঘ।
৯৩) হরবিজয় মহাকাব‍্যটি কে রচনা করেন? সর্গ কত?
উ:- রত্নাকর রচনা করেন। সর্গ ৫০টি।
৯৪) কাদম্বরী মহাকাব‍্যটি কে রচনা করেন? সর্গ কত?
উ:- অভিনন্দ। সর্গ সংখ‍্যা ৮টি।
৯৫ ) ক্ষেপেন্দ্র রচিত গ্রন্থগুলির নাম কী কী?
উ:- রামায়ণ মঞ্জুরী, ভারত মঞ্জরী।
৯৬) নৈষধ চরিত কে রচনা করেন? সর্গ কত?
উ:- শ্রীহর্ষ রচনা করেন। সর্গ ২২ টি।
৯৭) রঘুবংশের উল্লেখযোগ্য টীকা এবং টীকাকারদের নাম কী?
উ:- সঞ্জীবনী টীকা। টীকাকার মল্লিনাথ সূরী।
৯৮) কুমারপাল চরিত কে রচনা করেন? কয়টি সর্গ?
উ:- হেমচন্দ্র রচনা করেন। ২৮ টি সর্গে রচিত। ২০ টি সংস্কৃতে, ৮টি প্রাকৃত ভাষায়। এটি দ্ব‍্যাশ্রয় কাব‍্য।
৯৯) কালিদাসের জীবন দর্শন কী?
উ:- তিনি বলেছেন, “
ভোগ নয়, ত‍্যাগই হল কল‍্যান। সৌন্দর্য ও মাধূর্যের উৎস।


গল্পসাহিত‍্য:-

১০০) প্রাচীন গল্প সাহিত‍্যের নাম কী? এটি কী ভাষায় রচিত?
উ:- গুণাঢ‍্যের বৃহৎকথা। এটি পৈশাচী প্রাকৃত ভাষায় রচিত। এর শ্লোক সংখ‍্যা ১ লক্ষ।
১০১) পঞ্চতন্ত্রের পাঁচটি তন্ত্র কী কী?
উ:- মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলূকীয়ম্, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিতকারক।
১০২) হিতোপ্রদেশের কয়টি অধ‍্যায় ও কী কী?
উ:- চারটি অধ‍্যায়।
যথা:- মিত্রলাভ, সুহৃদভেদ, সন্ধি ও বিগ্রহ।
১০৩) বেতাল পঞ্চবিংশতি কে রচনা করেন?
উ:- শিবদাস।
১০৪) কথাশরিৎসাগর কে রচনা করেন?
উ:- সোমদেব।
১০৫) বৃহৎ কথা মঞ্জুরী কে রচনা করেন? এটি কোন ভাষায় রচিত?
উ:- ক্ষেমেন্দ্র, এটি কাশ্মিরী ভাষায় রচিত।
১০৬) বৃহৎকথা শ্লোক সংগ্রহ কে রচনা করেন?
উ:- বুদ্ধস্বামী।
১০৭) শুকসপ্ততি কথা কে রচনা করেন?
উ:- চিন্তামণিভট্ট।
১০৮) পুরুষ পরীক্ষা কে রচনা করেন?
উ:- বিদ‍্যাপতি।
১০৯) প্রবন্ধ চিন্তামণি রচনা কে করেন?
উ:- মেরুতুঙ্গ।
১১০) প্রবন্ধ কোশ কে রচনা করেন?
উ:- রাজশেখর সূরি।
১১১) কথাসরিৎসাগর এর উৎস কি?
উ:- গুণাঢ‍্যের বৃহৎকথা।
১১২) হিতোপ্রদেশের গল্পসংখ‍্যা কয়টি?
উ:- ৪৩টি।

গীতিকাব‍্য:-

১১৩) মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ গীতিকাব্য কি?
উ:- মেঘদূতম্।(১১৯ টি শ্লোক।
১১৪) এই মেঘদূত গীতিকাব‍্যটি কোন ছন্দে রচিত?
উ:- মন্দক্রান্তা।
১১৫) কালিদাস মেঘদূত ছাড়া ও আর কী গীতিকাব‍্য রচনা করেছিলেন?
উ:- ঋতুসংহার।(ছয়টি সর্গে)
১১৬) চৌরপঞ্চাশিকা এর রচয়িতা কে?
উ:- বিহ্লন। এর শ্লোক সংখ‍্যা ৫০টি।
১১৭) গাথাসপ্তসতি কে রচনা করেন? এটি কোন ভাষায় রচিত?
উ:- হাল বা সাতবাহন। এর শ্লোক সংখ‍্যা ৭০০টি। এটি প্রাকৃত ভাষায় রচিত।
১১৮) গীত গোবিন্দ কে রচনা করেন? কয়টি সর্গ?
উ:- জয়দেব। ১২টি সর্গ।
১১৯) বৈরাগ‍্য শতক কে রচনা করেন?
উ:- ভর্তৃহরি।
১২০) নীতিশতক কে রচনা করেন?
উ:- ভর্তহরি।
১২১) শতকত্রয় বলতে কী বোঝ?
উ:- শৃঙ্গারশতক, বৈরাগ‍্যশতক, নীতিশতক। এই তিনটিকে শতক ত্রয় বলে।
১২২) পবনদূত কে রচনা করেন?
উ:- ধয়ী।
১২৩) অমরশতক কে রচনা করেন?
উ:- অমরু।
১২৪) আর্যসপ্তশতী কে রচনা করেন?
উ:- গোবরধন।

১২৫) কিরাতার্জুনীয়ম্- এর উৎস- মহাভারত।
১২৬) হর্ষচরিতের রচয়িতা কে? – বানভট্ট।
১২৭) কাব‍্যমীমাংসার রচয়িতা -রাজশেখর।
১২৮) কর্পূরমঞ্জুরী- প্রাকৃতে রচিত।
১২৯) উত্তর রামচরিত- সপ্ত অঙ্কে রচিত নাটক।
১৩০) শূদ্রক – মৃচ্ছকটিক রচনা করেন।
১৩১) কুমারদাস-জানকীহরণ রচনা করেন।
১৩২) কালিদাস- ১৭টি সর্গে কুমারসম্ভব রচনা করেন।
১৩৩) নৈষধচরিত -শ্রীহর্ষ কর্তৃক রচিত হয়।
১৩৪) কথাসরিৎসাগর – সোমদেব কর্তৃক রচিত হয়।
১৩৫) গুণাঢ‍্য- বৃহৎকথা রচনা করেন।
১৩৬) সুবন্ধু- বাসবদত্তা রচনা করেন।
১৩৭) ভট্টনারায়ণ-বেণীসংহারম্ রচনা করেন।
১৩৮) মাঘো মেঘে গতং বয়ঃ উক্তিটি করেছেন- মল্লিনাথ।
১৩৯) জানকীহরণ একটি -মহাকাব‍্য।
১৪০) মেঘদূতম্ এর যক্ষ কুবেরের – অনুচর ছিল।
১৪১) গীতগোবিন্দম্ এর উৎস – হরিবংশ।
১৪২) ময়ূরাষ্টকম্ – অষ্ট শ্লোকে রচিত।
১৪৩) নাটক – পঞ্চমবেদ নামে পরিচিত।
১৪৪) বিক্রমোর্বশীয়ম্ হল- ত্রোটক জাতীয় রূপক।
১৪৫) সংস্কৃত নাটকের উৎস হিসাবে গ্রীক প্রভাবের প্রবক্তা হলেন” ওয়েবার।
১৪৬) চৌরপঞ্চশিকা কাব‍্যের শ্লোকসংখ‍্যা- ৫০ টি।
১৪৭) ঊরুভঙ্গ- সংস্কৃত সাহিত‍্যের একমাত্র বিয়োগান্ত নাটক।
১৪৮) ভট্টিকাব‍্যম্ ২২ টি সর্গে রচিত।
১৪৯) কাদম্বরী কাব‍্যের বক্তা হলেন- বৈশম্পায়ণ।
১৫০) মালবিকাগ্নিমিত্রম্ একটি উপরূপক শ্রেনীর নাটিকা।
১৫১) প্রবোধচন্দ্রোদয়মেব মুখ‍্য রস -শান্ত।
১৫২) গ্রন্থগুলির কোনটি সংস্কৃত বৃহৎত্রয়ী কাব‍্যের অন্তর্গত নয়- ভট্টিকাব‍্যম্।
১৫৩) মহাশ্বেতা -কাদম্বরীর একটি চরিত্র।
১৫৪) মুদ্রারাক্ষস- নাটকে কোন নায়িকা নেই।
১৫৫) রাবণবধম্- উদাহরণ কাব‍্য হিসেবে পরিচিত।
১৫৬) মহাবীরচরিতম্ -বীর রসের একটি নাটক।
১৫৭) সুবন্ধুর বাসবদত্তার উৎস- গুণাঢ‍্যের বৃহৎকথা।
১৫৮) মাঘকাব‍্যম্ ২০টি সর্গে রচিত।
১৫৯) বৃহত্তম গল্পসংকলন হল- বৃহৎকথা।
১৬০) সংস্কৃত নাটকের অন্তিম শ্লোক ভরতবাক‍্য নামে পরিচিত।
১৬১) গুণাঢ‍্যের বৃহৎকথা পৈশাচী প্রাকৃত ভাষায় লিখিত।
১৬২) রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত।
১৬৩) ভবভূতি করুন রসের কবি।
১৬৪) পবনদূত রচনা করেন- ধোয়ী।
১৬৫) প্রকরণ-দৃশ‍্য কাব‍্যের একটি বিভাগ।
১৬৬) ভট্টিকাব‍্যের উৎস রামায়ণ।
১৬৭) সন্ধ‍্যাকর নন্দীর রামচরিত একটি শ্লেষ কাব‍্য।
১৬৮) মালতীমাধব একটি প্রকরণ।
১৬৯) মেঘদূতের ছন্দ- মন্দাক্রান্তা
১৭০) দণ্ডী পদলালিত‍্যের জন‍্য বিখ‍্যাত।
১৭১) বাসবদত্তা রচনা করেন-সুবন্ধু।
১৭২) নৈষধ চরিত্রের নায়িকা দময়ন্তী।
১৭৩) নায়ক হলেন- নল।
১৭৪) কিরাতার্জুনীয়ম্ এর নায়ক- অর্জুন।

Comments