সিদ্ধান্তকৌমুদী নাজঝলৌ
সিদ্ধান্তকৌমুদী – নাজঝলৌ
উৎস:- আচার্য ভট্টোজি দীক্ষিত সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের পূর্বার্ধে এই পানীয় সূত্রটির আলোচনা করেছেন।
বৃত্তি:- আকারসহিতঃ অচ্ আচ্, স চ হল্ চ ইত্যেতৌ মিথঃ সবর্ণৌ ন স্তঃ।
সূত্রার্থ:- আ সহিত অচ্ (আ+অচ্ = আচ্) অর্থাৎ অচ্ ও হল্ এই দুই এর পরস্পর সবর্ণসংজ্ঞা হয় না।
ব্যাখ্যা:- অনিষ্ট সন্ধি কার্যের নিবারণ প্রসঙ্গেই সবর্ণসংজ্ঞা নিষেধক নাজঝালৌ সূত্রের অবতারণা অ-কার ও হকার,ইকার ও শকার, ঋকার ও ষকার এবং ৯-কার ও সকারের পরস্পর সবর্ণ সংজ্ঞা হয়ে যেত। তাহলে দধি শব্দের পরে হরতি, ষষ্ঠম্ অথবা সান্দ্রম্ থাকলে সেখানেও যণ্ এবং দধি শীতলম্ উদাহরণে ইকারের পর সবর্ণ অচ্ থাকায় অকঃ সবর্ণে দীর্ঘঃ সূত্রে হবার প্রসঙ্গ হয়।
নাজঝালৌ সূত্রে অনুদিৎসূত্রের প্রবৃত্তি হবেনা। ফলে নাজঝালৌ সূত্রে অচ্ বলতে শুধুমাত্র সেই সেই বর্ণেরই গ্রহণ হবে, যাদের বর্ণসমান্বয়ে বা মাহেশ্বর সূত্রে পাঠ আছে, অর্থাৎ অ ই উ ইত্যাদির গ্রহণ হে। কিন্তু আ ঈ ঊ ইত্যাদির গ্রহণ হে না। কারণ, দীর্ঘ বর্ণগুলির বর্ণসমান্বয়ে উল্লেখনেই, তাহলে এখানে অচ্ ও হলের সবর্ণসংজ্ঞা হবেনা বললে অকার ও হকারের সবর্ণতা বারণ হে, কিন্তু অকার ও হকারের সবর্ণসংজ্ঞা নিষিদ্ধ হবেনা।
প্রথম নিয়মে আকার ও হকারের সবর্ণতা বারণ হবে, দ্বিতীয় নিয়মে অকার -হকার, ইকার- শকার ইত্যাদির সবর্ণতা নিষিদ্ধ হবে।
- দীক্ষিত ব্যাখ্যা: লণ্ সূত্রে অকারশ্চ
- দীক্ষিত ব্যাখ্যা: তেন বিশ্বপাভিরিত্যত্র হোঢ ইতি ঢত্বং ন ভবতি
- দীক্ষিত ব্যাখ্যা: অচি কিম্ কুমারী শেতে
- দীক্ষিত ব্যাখ্যা: প্রত্যাহারেষ্বিতাং ন গ্রহণম্
- দীক্ষিত ব্যাখ্যা: এ দৈতোঃ ও দৌতোশ্চ ন মিথঃ সাবর্ণ্যম্
- দীক্ষিত ব্যাখ্যা: তেন দধি ইত্যস্য হরতি শীতলং ষষ্ঠং সান্দ্রমিত্যেতেষু পরেষু যণাদিকং ন
- সিদ্ধান্তকৌমুদী: পরিভাষা ব্যাখ্যা – অসিদ্ধং বহিরঙ্গম্ অন্তরঙ্গে
- সিদ্ধান্তকৌমুদী: পরিভাষা ব্যাখ্যা – পরনিত্যান্তরঙ্গাপবাদানামুত্তরোত্তরং বলীয়
- সিদ্ধান্তকৌমুদী: তপরস্তৎকালস্য
- সিদ্ধান্তকৌমুদী: বৃদ্ধিরাদৈচ্
- সিদ্ধান্তকৌমুদী: আদেঙ্ গুণঃ
- সিদ্ধান্তকৌমুদী: স্বং রূপং শব্দস্যাশব্দসংজ্ঞা
- সিদ্ধান্তকৌমুদী: যেন বিধিস্তদন্তস্য
- সিদ্ধান্তকৌমুদী: পরঃ সন্নিকর্ষঃ সংহিতা
- সিদ্ধান্তকৌমুদী: ষষ্ঠী স্থানেযোগা
- সিদ্ধান্তকৌমুদী: তস্মাদিভ্যূত্তরস্য
- সিদ্ধান্তকৌমুদী: উরণরপর
- সিদ্ধান্তকৌমুদী: এচোঅয়বায়াবঃ
- সিদ্ধান্তকৌমুদী: হলন্ত্যম্
- সিদ্ধান্তকৌমুদী: বৃদ্ধিরেচি
- সিদ্ধান্তকৌমুদী: সূত্রপদসাধন
- সিদ্ধান্তকৌমুদী: পরিভাষা ব্যাখ্যা – অকৃতব্যূহাঃ পাণিনীয়া
- দীক্ষিত ব্যাখ্যা: এজাদ্যোঃ কিম্? উপেতঃ
- দীক্ষিত ব্যাখ্যা: যত্রানেকবিধম্ আন্তর্য্যং তত্র স্থানত আন্তর্য্যং বলীয়ো যথা স্যাৎ
- দীক্ষিত ব্যাখ্যা: সপাদসপ্তাধ্যায়ীং প্রতি ত্রিপাদ্যসিদ্ধা