সন্ধি প্রকরণ [সংহিতা]

সংস্কৃত ব্যাকরণের প্রাথমিক বিষয় সন্ধি বা সংহিতা । সন্ধি প্রকরণ অধ্যায়ে আলোচনা করবো সন্ধি কাকে বলে? সন্ধি কয় প্রকার ও সন্ধির কার্যাবলী । সন্ধি কোথায় কর্তব্য তা আলোচনা করবো ।

সন্ধি প্রকরণ – সংহিতা

সন্ধির অপর নামসংহিতা
সন্ধি অবশ্য কর্তব্য সমাসে, সূত্রে ও শ্লোকে
একপদে, উপসর্গ ও ধাতু -গঠিত শব্দে
সন্ধির শ্রেণীবিভাগসন্ধি তিন প্রকার –
স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি
সন্ধি প্রকরণ – সংহিতা

সন্ধির সংজ্ঞা: সন্ধি কাকে বলে?

পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। যেমন- হিম + আলয়ঃ = হিমালয়ঃ। এখানে ‘হিম’ শব্দের অন্তস্থিত ‘অ’ এবং ‘আলয়ঃ পদের পূর্বস্থিত ‘আ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। সন্ধির অপর নাম ‘সংহিতা‘।

সন্ধির কার্যাবলি

সন্ধির ফলে কখনও পূর্ববর্ণ বিকৃত হয়, কখনও পরবর্ণ বিকৃত হয়, কখনও উভয় বর্ণই বিকৃত হয়, কখনও পূর্ববর্ণের লােপ হয় এবং কখনও বা পরবর্ণের লােপ হয়।

সন্ধির অপরিহার্যতার ক্ষেত্র :

একপদে, উপসর্গ ও ধাতু -গঠিত শব্দের সাথে, সমাসে, সূত্রে ও শ্লোকে সন্ধি অবশ্য কর্তব্য।

সন্ধির শ্রেণীবিভাগ:

সন্ধি তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ।

১। স্বরসন্ধি : সন্ধি প্রকরণ

স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। এর অন্য নাম ‘অচ্‌’ সন্ধি। যেমন

অ + ই = এ দেব + ইন্দ্রঃ = দেবেন্দ্রঃ

অ + উ =ও প্রশ্ন + উত্তরম্ = প্রশ্নোত্তর

২। ব্যঞ্জনসন্ধি : সন্ধি প্রকরণ

ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জনসন্ধি বলে। ব্যঞ্জনসন্ধির অন্য নাম হল’ সন্ধি। যেমন—

ত্ + ই = দ্ধ উৎ + হতঃ = উদ্ধতঃ

ক্ + ঈ = গী বাক্ + ঈশঃ = বাগীশঃ

৩। বিসর্গসন্ধি : সন্ধি প্রকরণ

বিসর্গের সাথে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণের মিলনকে বিসর্গসন্ধি বলে। যেমন— .

কঃ + চিৎ = কশ্চিৎ

হরিঃ + অসৌ = হরিরসৌ

সন্ধি হতে অনুশীলনী গুলি করার আগে স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আগে পড়ুন। উপরে লিংক করা আছে ।

সন্ধি হতে অনুশীলনী

ক। সন্ধি বিচ্ছেদ কর :

মহাশয়ঃ,মহা + আশয়ঃ
গিরীশঃগিরি + ঈশঃ
লঘূর্মিঃলঘু + ঊর্মিঃ
সূর্যোদয়ঃসূর্য + উদয়ঃ
মতৈক্যম্ মত + ঐক্যম্
অত্যাচারঃঅতি + আচারঃ
স্বাগতম্ সু + আগতম্
নাবিকঃ নৌ + ইকঃ
উদ্ধারঃউৎ + হারঃ
ধাবন্নশ্বঃধাবন্ + অশ্বঃ
উচ্ছ্বাশঃ উৎ+শ্বাস
যজ্ঞঃযজ+নঃ
উল্লাসউৎ+লাস
সংস্কৃতঃসম্+কৃতঃ
পূর্ণশ্চন্দ্রঃপূর্ণঃ+চন্দ্রঃ
শিরােমণিঃশিরঃ+মণিঃ
গুরােরাদেশঃগুরুঃ+আদেশঃ
নমস্কারঃনমঃ+কারঃ

খ। সন্ধি কর :

কঃ + চিৎকশ্চিৎ
বিদ্যা + অণর্বঃবিদ্যার্ণবঃ
জল + ওঘ জলৌঘ
অভি + উদয় অভ্যুদয়
অনু + এষণঅন্বেষণ
উৎ + জ্বলউজ্জ্বল
তদ্ + হিতম তদ্ধিতম্
তস্মিন্ + এবতস্মিনৈব
উৎ + স্থিতঃউত্থিতঃ
পরি + ছেদঃপরিচ্ছেদঃ
মনঃ + হরঃমনোহরঃ
হরিঃ + অসৌ হরিঃ অসৌ
তিরঃ + কারঃতিরস্কারঃ
তৎ + শ্রুত্বাতচ্ছ্রত্বা
গঙ্গা +উদকগঙ্গোদক

FAQ: সন্ধি প্রকরণ সম্পর্কে কিছু জিজ্ঞাস্য

১। সন্ধি কাকে বলে?

পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে।

২। সন্ধি কত প্রকার ও কি কি?

সন্ধি তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ।

৩। সন্ধির অপর নাম কি?

সন্ধির অপর নাম ‘সংহিতা‘।

৪। কোন্ কোন্ স্থানে সন্ধি অবশ্য কর্তব্য?

সমাসে, সূত্রে ও শ্লোকে, একপদে, উপসর্গ ও ধাতু -গঠিত শব্দে সন্ধি অবশ্য কর্তব্য।

৫। সন্ধির কার্যাবলি লেখ।

সন্ধির ফলে কখনও পূর্ববর্ণ বিকৃত হয়, কখনও পরবর্ণ বিকৃত হয়, কখনও উভয় বর্ণই বিকৃত হয়, কখনও পূর্ববর্ণের লােপ হয় এবং কখনও বা পরবর্ণের লােপ হয়।

৬। স্বরসন্ধির অন্য নাম কি?

স্বরসন্ধির অন্য নাম ‘অচ্‌’ সন্ধি।

৭। কোন্ সন্ধিকে হল্ সন্ধি বলা হয়?

ব্যঞ্জনসন্ধিকে হল্ সন্ধি বলা হয়।

৮। স্বরবর্ণ পরে থাকলে ঐ স্থানে কি হয়?

স্বরবর্ণ পরে থাকলে ঐ স্থানে আয়্ হয়।

৯। উৎ’ উপসর্গের পরস্থিত স্থা’ -ধাতুর স্ কি হয়?

উৎ’ উপসর্গের পরস্থিত স্থা’ -ধাতুর স্ লোপ পায় ।

১০। চ্ পরে থাকলে বিসর্গ স্থানে কি হয়?

চ্ পরে থাকলে বিসর্গ স্থানে শ হয়।

SANDHI MCQ QUESTION & ANSWER- সন্ধি প্রকরণ

সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও :

ক) হিমালয়ঃ পদের সন্ধি বিচ্ছেদ

  • (১) হিমা + আলয়ঃ
  • (২) হিম + আলয়ঃ
  • (৩) হিম + আলয়ঃ
  • (৪) হিমা + আলয়ঃ

(খ) প্রত্যেকম্ পদের সন্ধিবিচ্ছেদ

  • (১) প্রতী + একম্
  • (২) প্রতি + একম্
  • (৩) প্রতি + ইকম্
  • (৪) প্রতি + ঈকম্ +

(গ) রমেশঃ পদের সন্ধিবিচ্ছেদ

  • (১) রমা + ইশঃ
  • (২) রমা + ঈশঃ
  • (৩) রমা + ইসঃ
  • (৪) রম্ + ইশঃ

(ঘ) উচ্ছাসঃ পদের সন্ধি বিশ্লেষণ

  • (১) উৎ + শ্বসঃ
  • (২) উৎ + শ্বষঃ
  • (৩) উৎ + শ্বশঃ
  • (৪) উৎ + শ্বাসঃ

(ঙ) “উজ্জ্বলম্ পদের সন্ধি বিশ্লেষণ

  • (১) উৎ + জ্বলম্
  • (২) উদ্ + জ্বল
  • (৩) উৎ + জ্জ্বলম্।
  • (৪) উৎ + জ্বালম্
Comments