সিদ্ধান্তকৌমুদী: অনেকাল্ শিৎ সর্বস‍্য

সিদ্ধান্তকৌমুদী: অনেকাল্ শিৎ সর্বস‍্য

সিদ্ধান্তকৌমুদী অনেকাল্ শিৎ সর্বস‍্য


উৎস:- আচার্য ভট্টোই দীক্ষিত সিদ্ধান্তকৌমুদী গ্রন্থের পূর্বার্ধে এই পাণিনীয় সূত্রটি আলোচনা করেছেন।

বৃত্তি:- স্পষ্টম্। অলোঅন্ত‍্যসূত্রাপপবাদঃ।

সূত্রার্থ:-

অনেক অল্ বিশিষ্ট অর্থাৎ একাধিক বর্ণবিশিষ্ট যে আদেশ, আর শকার ইৎ সংজ্ঞক আদেশ স্থানীর সম্পূর্ণের হয়। এই পরিভাষাটি অলোঅন্ত‍্য সূত্রের অপবাদ।

অনেকাল্ শিৎ সর্বস‍্য সূত্রব‍্যাখ‍্যা:-

‘অনেকাল ‘- অনেক বর্ণ যাতে থাকে এরূপ আদেশ এবং শিৎ অর্থাৎ শ ইৎ হয়েছে যার এরূপ আদেশ সম্পূর্ণের স্থানে হয়ে থাকে। যেমন- ‘অস্তর্ভূঃ- সূত্র দ্বারা অস্ ধাতুর দ্বারা অস্ ধাতুর স্থানে আর্ধধাতুক প্রত‍্যয়ের বিবক্ষায় ভূ আদেশ বিহিত হয়েছে। আলোঅন্ত‍্যস‍্য সূত্রানুসারে আদেশ অস্ ধাতুর অন্ত‍্যবর্ণের স্থানে প্রাপ্ত হয়, যেহেতু অস্তেঃ পদের ষষ্ঠ‍্যন্ত। কিন্তু ‘অনেকাল…. ‘ পরিভাষা অনুসারে সম্পূর্ণ অস্ ধাতুর স্থানে ভূ- আদেশ হয়ে থাকে। সুতরাং অস্ ধাতুর লট্ লকারের স্থানে তিপ্ প্রত‍্যয় হলে এবং ‘স‍্যতাসী লৃলুটোঃ ‘ অনুসারে ‘স‍্য’ বিকরণ আসলে স‍্য প্রত‍্যয়টির ‘আর্ধধাতুকং শেষঃ ‘ সূত্রানুসারে আর্ধধাতুক সংজ্ঞা হয়। সেই আর্ধধাতুক সংজ্ঞক প্রত‍্যয়ের বিবক্ষায় পূর্বেই অর্থাৎ আর্ধধাতুক প্রত‍্যয় আসার পূর্বেই অস্ ধাতুর স্থানে ভূ আদেশ হয়। পরে স‍্য বিকরণ আসলে ভূ-স‍্য- তি অবস্থায় ‘আর্ধধাতুকস‍্যেডবলাদেঃ’ অনুসারে ইট্ এর আগম এবং সকারের যত্ন হবার পর ঊকারের গুন ওকার হয়। ও-কার স্থানে অব্ আদেশে ভবিষ‍্যতি পদ সিদ্ধ হয়।

শিৎ এর উদাহরণ ইদম্ ইশ্। ইদম্ শব্দের শেষে ‘পঞ্চম‍্যাস্তসিল্’ সূত্রানুসারে ‘তসিল’ প্রত‍্যয় করলে ইদম্ তস্ অবস্থায় ‘ইদম্ ইশ্ সূত্র দ্বারা ইদম্ শব্দের স্থানে ইশ্ আদেশ হয়। শ-কার ইৎ হওয়ায় প্রত‍্যয়টি শিৎ সংজ্ঞক। এস্থলেও অলোঅন্ত‍্যস‍্য সূত্রানুসারে অন্তবর্ণ অর্থাৎ ইদম্ এর ম-কারের স্থানে ইশ্ আদেশ প্রাপ্ত হলে আলোচ‍্য পরিভাষা সূত্রানুসারে সম্পূর্ণ ইদম্ স্থানে ইশ্ আদেশ হলে ইতঃ প্রয়োগটি সিদ্ধ হয়।

Comments