WBCHSE Higher Secondary 2016 Sanskrit Question Paper with Answer | Sanskrit Question Paper HS Exam 2016

WBCHSE Higher Secondary 2016 Sanskrit Question Paper with Answer. WBCHSE SANSKRIT QUESTION PAPER WITH ANSWER. HS EXAM SANSKRIT QUESTION PAPER – 2016. Sanskrit Question Paper HS Exam 2016

Exam Name- Higher Secondary Examination 2016

Council – WBCHSE (WEST BENGAL BORD OF SECONDARY EXAMINATION)

YEAR- 2016

SUBJECT – SANSKRIT (XII)

TOTAL TIME- 3Hrs 15 Min.

HIGHER SECONDARY SANSKRIT EXAM- 2016

Table of Contents

(New Syllaus)

Part -A (Marks : 54)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও

গদ্যাংশ (যে কোনো একটি)

a) আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রমভট্ট করেছেন তা বর্ণনা করো। উত্তর – CLICK HERE

(b) বনগত গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। Ans – CLICK HERE

 পদ্যাংশ (যে কোনো একটি)

(c) ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। CLICK HERE

(d) গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো Ans- CLICK HERE

নাট্যাংশ (যে কোনো একটি)

(e)  কৌমুদীর চরিত্র চিত্রণ করো। Ans – CLICK HERE

 (f) তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়?

সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতের গণিতচর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।

(h) মেঘদূতম্ সম্বন্ধে একটি নিবন্ধ লেখো।

2. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) :

(a) অসক্তো হ্যাচরন্ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ

2015 সালের 2 (b)-এর প্রশ্নোত্তর দ্রষ্টব্য। Ans- CLICK HERE

 (b) ততোহয়ং দ্রুততরং ক্রামন্নগরং নিবৃত্তঃ

3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি)  1×3=3

(a) কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ।

উঃ নির্ধারণে সপ্তমী বিভক্তি।

(b) তস্যলেখনং সুন্দরম্ অস্তি।

উঃ কর্তায় যষ্ঠী বিভক্তি।

 (c) কাকেভ্যোমোদকং রক্ষ।

উঃ ঈপ্সিততম অর্থে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি।

(d)বিদ্যয়াবিনা জীবনং ব্যর্থম্।

উঃ বিনাশব্দযোগে তৃতীয় বিভক্তি।

 4. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি)

(a) গ্রামান্তরম্ অন্যগ্রামঃ নিত্যসমাস।

(b) চক্রপাণিঃ চক্রং পাণৌ যস্য সঃ- বহুব্রীহি।

(c) রামানুজঃ রামস্য অনুজঃ- ষষ্ঠী তৎপুরুষ।

5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পর্থেক্য নির্ণয় করো (যে কোনো দুটি)

(a) কবরী কবরা।

কবরী – (চুলের খোঁপা) সুরঞ্জনায়াঃ কবরী পুষ্পশোভিতা।

কবরা – (বিচিত্রা) কবরা ইয়ং পৃথিবী মানবানাং প্রিয়তমা।

(b) ভুঙ্ ক্তে ভুনক্তি

ভূঙ্ ক্তে – (ভক্ষণ করে) বালকঃ অম্লং ভুক্তে।

ভুনক্তি – (রক্ষা করে) রাজা মহীং ভুনক্তি।

(c) সীমন্তঃ সীমান্তঃ।

সীমন্তঃ – (সিঁথি) দীপিকায়াঃ রক্তিমঃ সীমন্তঃ।।

সীমান্তঃ – (সীমার অন্তভাগ) অয়ং রাজ্যস্য সীমান্তঃ।

6. একথায় প্রকাশ করো (যে কোনো তিনটি)

(a) দশরথস্য অপত্যং পুমান দাশরথিঃ

(b) গম্ভুম্ ইচ্ছতি জিগমিষতি।

(c)  ভৃশং নৃত্যতি নরীনৃত্যতে।

(d)  আত্মনঃ পুত্রম্ ইচ্ছতি পুত্ৰীয়তি।

7. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে কোনো তিনটি)

 (a) গম্ + শতৃ গচ্ছত্।

 (b) সেব্ + তুমুন্ = সেবিতুম্।

(c) রাজন্ + ঙীপ্ = রাজ্ঞী।

(d) কারক + টাপ্ = কারিকা।

 8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

a) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। Ans – CLICK HERE

b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো।

9. সংস্কৃতে অনুবাদ করোঃ 5

আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন সংস্কৃতভাষা এই দেশের সংস্কৃতির জীবনী শক্তি। ঋগবেদ বিশ্বসাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি।

অথবা

রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমরূপে খ্যাত। তিনি দশরথের পুত্র ছিলেন। তাঁর পত্নী সীতা জনক রাজার কন্যা ছিলেন। দুষ্ট রাবন সীতাকে হরণ করে। রাবণ লঙ্কার রাজা ছিল।

10. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করোঃ 5

 (a)  মম আদর্শপুরুষ

b) রামায়ণম্

c) অন্তর্জালম্-

বিভাগ-খ / Part B

 (Marks: 26 )

সঠিক উত্তর নির্বাচন করে লেখো :

গদ্যাংশ (Prose)

 (i) আর্যাবর্তবর্ণনম্-এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য?

(a) গদ্য (b) পদ্য (c)চম্পূ (d) নাটক।

 (ii) অলিপর্বা কেন বনে যেত?

(a) গোরু চরাতে b) শিকার করতে (c) কাঠ কাটাতে (d) এদের কোনোটিই নয়।

(iii) চীনাংশুক শব্দের অর্থ কি?

(a) চীন দেশের মুদ্রা (b) চীন দেশের মানুষ (c) চীন দেশের অংশ (d) চীন দেশের বস্ত্র

(iv) আর্যাবর্তবর্ণনম্-এ গঙ্গা ছাড়া কোন্ নদীর নাম পাওয়া যায়?

(a) চন্দ্রভাগা (b) কাবেরী (c) গোদাবরী (d) যমুনা।

পদ্যাংশ (Poetry )

(v) তব কৃপয়া কার কৃপায় ?

(a) শিবের (b) বিষ্ণুর (c) ইন্দ্রের (d) এদের কারুরই নয়।

(vi) ভগবদ্গীতা কোন্ গ্রন্থের অংশ?

(a) রামায়ণ (b) মহাভারত (c) গীতা (d) বেদ।

(vii) গঙ্গাস্তোত্রমএর রচয়িতা কে?

(a) শঙ্করাচার্য (b) বেদব্যাস (c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  (d) ত্রিবিক্রমভট্ট।

(viii) ত্রিলোকে কার কোন কর্তব্য নেই?

  • জীবের (b) অর্জুণের (c) কৃষ্ণের (d) জনকের।

নাট্যাংশ (Drama)

(ix) স এব মন্মানসংমন্মানস কে?

(a) বসন্ত (b) মকরন্দ (c) রাজা (d) প্রমোদ |

(x) বাসন্তিকস্বপ্নম্-এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত?

(a) সংস্কৃত (b) বাংলা (c) ইংরেজি (d) তামিল।

(xi) ‘মহোৎসব প্রমোদপ্রসাধনপূর্বং ত্বাং পরিণেষ্যেকার উক্তি?

(a) কনকলেখা (b) ইন্দ্রবর্মা (c) কৌমুদী (d) মকরন্দ।

(xii) ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি?

(a) কৌমুদী (b) কনকলেখা (c) ইন্দুমতী (d) সৌদামিনি।

সাহিত্যের ইতিহাস (History of Literature)

(xiii) প্রতিমা নাটক কার রচনা?

(a) কালিদাস (b)ভাস (c) ব্যাস (d) কৃষ্ণমাচার্য্য।

(xvi) জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোন্‌টি?

(a) অষ্টাঙ্গহৃদয়ম্ (b) শুল্বসূত্রম্ (c) লীলাবতী (d) এদের কোনোটিই নয়।

(xv) অভিজ্ঞানশকুন্তলম্-এর বিদূষকের নাম কী?

(a) বীরভদ্র (b) বসন্তক (c)মাধব্য (d) ক্ষপণক।

পূর্ণবাক্যে উত্তর দাও :

. গদ্যাংশ (Prose) (যে কোনো তিনটি)

(a) স্বস্বাশ্বানারুহ্য এর অর্থ কী?

উঃ স্বস্বাশ্বানারুহ্য’–এর অর্থ হল নিজ নিজ অশ্বের পিঠে আরোহণ করে।

  • আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে?

উঃ আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে।

  • বিপিনং ব্রজতি-বিপিন শব্দের অর্থ কি?

উঃ আলোচ্য অংশে বিপিনশব্দের অর্থ বন।

  • ত্রিবিক্রমভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো।

উঃ ত্রিবিক্রমভট্টের দুটি বিখ্যাত কৃতি হল— ‘নলচম্পূমদালসাচম্পু

পদ্যাংশ (Poetry ) (যে কোনো তিনটি)

  • নৈষ্কৰ্ম কী?

উঃ যথাবিহিত কর্মের মধ্য দিয়ে মোক্ষনাভকেই নৈষ্কর্ম বলা হয়েছে।

  • শুন্যস্থান পূরণ করো : কমণের হি সংসিদ্ধিম আস্থিতা_______

উঃ কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতাজনকাদয়ঃ

  • জঠর শব্দের অর্থ কি?

উঃ জঠর শব্দের অর্থ মাতৃগর্ভ।

  • গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো।

উঃ গঙ্গার দুটি প্রতিশব্দ হল অলকানন্দা ও জাহ্নবী।

নাট্যাংশ (Drama) (যে কোনো তিনটি)

  • কন্যার প্রতি ইন্দুশর্মার কি নির্দেশ ছিল?

উঃ কন্যার প্রতি ইন্দুশর্মার নির্দেশ ছিল তার নিজের মনোনীত পাত্র মকরন্দকে বিবাহ করার।

  • রমনীয়োহয়ং তরুণস্তে বরো মকরন্দঃ কার প্রতি কার উক্তি?

উঃ কৌমুদীর প্রতি আলোচ্য উক্তিটি।

  • বাসস্তিকস্বপ্নম্’-এ মোট কটি অঙ্ক আছে?

উঃ বাসন্তিকস্বপ্নম্’-এ মোট পাঁচটি অঙ্ক আছে।

  • দর্শ শব্দের অর্থ কী?

উঃ দর্শ শব্দের অর্থ অমাবস্যা।

সাহিত্যের ইতিহাস (History of Literature) (যে কোনো দুটি)

  • ভাসের নাটকের সংখ্যা কত?

উঃ ভাসের নাটকের সংখ্যা তেরোটি।

  • মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত?

উঃ মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করত।

  • চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন?

উঃ চরক চিকিৎসা শাস্ত্র বিষয়ের পন্ডিত ছিলেন।

একাদশ শ্রেণী সংস্কৃত

দ্বাদশ শ্রেণী সংস্কৃত

গদ্যাংশগদ্যাংশ
👉 ব্রাহ্মণচৌরপিশাচকথা👉 আর্যাবর্তবর্ণনম্
👉 দশকুমারচরিতম্👉 বনগতাগুহা
পদ্যাংশপদ্যাংশ
👉 দশাবতারস্তোত্রম্👉 গঙ্গাস্তোত্রম্ 
👉 মেঘদূতম্👉 কর্মযোগ
নাট্যাংশনাট্যাংশ
👉 ভারতবিবেকম্ 👉 বাসন্তিকস্বপ্নম্
একাদশ শ্রেণীদ্বাদশ শ্রেণী
Class XI SyllabusHS Syllabus
Class XI Question 2015HS Question 2015
Class XI Question 2016HS Question 2016
Class XI Question 2017HS Question 2017
Class XI Question 2018HS Question 2018
Class XI Question 2019HS Question 2019
2020 (NO EXAM)2020 (NO EXAM)
2021 (NO EXAM)2021 (NO EXAM)
Class XI Question 2022HS Question 2022
একাদশ শ্রেণী সাজেশনদ্বাদশ শ্রেণী সাজেশন
একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023HS Sanskrit Suggestion 2023
MCQ সাজেশনদ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রকল্প
ছোটো প্রশ্ন উত্তর সাজেশনবাংলা থেকে সংস্কৃত অনুবাদ সাজেশন
বোধ পরীক্ষণ সাজেশনসংস্কৃত প্রবন্ধ রচনা সাজেশন
ব্যাকরণ সাজেশনব্যাকরণ সাজেশন
Comments