ভারতীয় দর্শন ত্রিপিটক
ভারতীয় দর্শন অনুসারে ত্রিপিটক
বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বুদ্ধদেব। বুদ্ধদেবের প্রচারিত উপদেশ ও বাণীসমূহের মর্ম কথাই বৌদ্ধধর্ম বা বৌদ্ধ দর্শন রূপে পরিচিত। বুদ্ধদেব তাঁর শিষ্যদের কথোপকথনের মাধ্যমে উপদেশ দিতেন। তিনি নিজে কোন ধর্মগ্রন্থ, দর্শনশাস্ত্র অথবা নীতিশাস্ত্র রচনা করেননি। তার উপদেশ ও বাণী গুলি শিষ্যদের মাধ্যমে সারাদেশে প্রচারিত হয়েছিল। তার মৃত্যুর পর উপদেশাবলীকে সংরক্ষণ করার উদ্দেশ্যে তার শিষ্যগণ পালি ভাষায় পিটক নামক গ্রন্থাকারে এগুলি লিপিবদ্ধ করেন। বুদ্ধের বাণী ও উপদেশ সম্পর্কে যথাযথ ভাবে জানবার জন্য এই পিটকগুলি সহায়ক। এই পিটক গুলি হল পেটিকা বা ঝাঁপি। তিনটি পিটক আছে, যা ত্রিপিটক নামে সুপ্রসিদ্ধ।
পিটকগুলি হল বিনয় পিটক, সূত্রপিটক ও অভিধর্ম পিটক।
i) বিনয় পিটক:-
এই গ্রন্থে বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কিত বিধিনিষেধের উল্লেখ আছে। বিনয় শব্দের অর্থ আচার। সংযত জীবনযাপনের জন্য বৌদ্ধ ভিক্ষুদের আচার-আচরণ সংক্রান্ত যেসব নিয়ম অনুসরণীয় গ্রন্থটিতে তারই উল্লেখ আছে।
ii) সূত্র পিটক:-
এই গ্রন্থে সংক্ষিপ্ত কাহিনীর মাধ্যমে বুদ্ধের উপদেশ গুলিকে প্রকাশ করা হয়েছে। সূত্র শব্দের অর্থ সংক্ষিপ্ত বচন। সূত্র পিটক বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য সাধনা ও ফল। সূত্র পিটক পাঁচটি অংশে বিভক্ত। এদের এক একটিকে নিকায় বলে। যথা- দীর্ঘনিকায়, মঝঝিম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায়, খুদ্দকনিকায়।
iii) অভিধর্ম পিটক
এ গ্রন্থে দার্শনিক তত্ত্বের আলোচনা লিপিবদ্ধ আছে। সূত্র পিটকের অন্তর্গত বুদ্ধের উপদেশ গুলি দার্শনিক ব্যাখ্যাই এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে। অভিধর্ম পিটকে বুদ্ধদেবের বচনের ব্যাখ্যা-বিশ্লেষণ ও ভাষ্য লিপিবদ্ধ হয়েছে। অভিধর্ম পিটকের মুখ্যত পরাতাত্ত্বিক আলোচনা রয়েছে।
এই গ্রন্থ ত্রয়ই আদি বৌদ্ধ ধর্ম ও দর্শনের ভিত্তি।
ভারতীয় দর্শন হতে অন্য পোস্ট গুলি
- ভারতীয় দর্শন: শূণ্যবাদ
- ভারতীয় দর্শন: অধ্যাস
- ভারতীয় দর্শন: পরার্থানুমান
- ভারতীয় দর্শন: সমাধি
- ভারতীয় দর্শন: বৌদ্ধদের ক্ষণিকবাদ
- ভারতীয় দর্শন: প্রতীত্যসমুৎপাদতত্ত্ব
- ভারতীয় দর্শন: নৈরাত্মবাদ বা অনাত্মবাদ
- ভারতীয় দর্শন: মায়া
- ভারতীয় দর্শন: ত্রিপিটক
- ভারতীয় দর্শন: পঞ্চীকরণ
- ভারতীয় দর্শন: সপ্তভঙ্গীনয়
- ভারতীয় দর্শন: জৈন দর্শন অনুসরণে স্যাদবাদ
- ভারতীয় দর্শন: বুদ্ধদেবের চতুর্থ আর্যসত্য
- ভারতীয় দর্শন: চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা – চার্বাক মতবাদের ব্যাখ্যা ও গ্রহণযোগ্যতা
- ভারতীয় দর্শন: যোগ দর্শনের পাঁচ প্রকার চিত্তবৃত্তি ব্যাখ্যা
- ভারতীয় দর্শন: ছোট প্রশ্ন ও উত্তর