ভারতীয় দর্শন হতে সমাধি সম্পর্কে টিকা
ভারতীয় দর্শন – সমাধি (টিকা)
সমাধি:- যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধের উপায় হিসাবে যে অষ্টবিধ উপায়ের উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হলো সমাধি। ধ্যানের পরিনাম হলো সমাধি। সমাধিতে যোগীর জগৎ সম্পর্কে, নিজ সম্পর্কে,এমনকি তার ধ্যান সম্পর্কেও কোন জ্ঞান থাকেনা। ধারণা অবচ্ছিন্ন হলে ধ্যান হয় এবং ধ্যান গভীর হলে সমাধি হয়। সমাধির অবস্থায় ধ্যেয় বস্তুমাত্রই প্রকাশিত হয়। যখন ধ্যানের বস্তুর আকৃতি ও বাহ্যরূপ পরিত্যক্ত হয় এবং কেবল অর্থ মাত্র প্রকাশিত হয়, তখন তাকে সমাধি বলে। চিত্র তখন ধ্যেয় বস্তুতে নীল হয়, ধ্যেয় স্বরূপই প্রাপ্ত হয়।
মহর্ষি পতঞ্জলির মতে চিত্তবৃত্তির নিরোধই সমাধি বা যোগ। যোগ বা সমাধি দুই প্রকার। যথা সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত। অভ্যাস ও বৈরাগ্য দ্বারা চিত্তবৃত্তি গুলি নিরুদ্ধ হলে প্রথমে সম্প্রজ্ঞাত সমাধি হয়। মহর্ষি পতঞ্জলি ও ব্যাসদেব সম্প্রজ্ঞাত সমাধিকে চারভাগে ভাগ করেছেন – সবিতর্ক, সবিচার, সানন্দ ও সাস্মিত।
অসম্প্রজ্ঞাত সমাধিতে সংস্কার বীজ সম্পূর্ণ বিনষ্ট হয়। ফলে যোগী ক্লেশাদি হতে চিরমুক্তি লাভ করেন। অসম্প্রজ্ঞাত সমাধি দুই প্রকার। যথা- ভব প্রত্যয় এবং উপায় প্রত্যয়। এইজন্যই যোগ দর্শনে অসম্প্রজ্ঞাত সমাধির আবশ্যকতা স্বীকৃত হয়েছে।
পরিশেষে বিজ্ঞানভিক্ষু বলেছেন -কৈবল্যের হেতু যে চিত্তবৃত্তি নিরোধ তাই যোগ। কৈবল্যের হেতু হয় বলে সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত উভয়েই যোগ বা সমাধি বলে কথিত হয়।
ভারতীয় দর্শন হতে অন্য পোস্ট গুলি
- ভারতীয় দর্শন: শূণ্যবাদ
- ভারতীয় দর্শন: অধ্যাস
- ভারতীয় দর্শন: পরার্থানুমান
- ভারতীয় দর্শন: সমাধি
- ভারতীয় দর্শন: বৌদ্ধদের ক্ষণিকবাদ
- ভারতীয় দর্শন: প্রতীত্যসমুৎপাদতত্ত্ব
- ভারতীয় দর্শন: নৈরাত্মবাদ বা অনাত্মবাদ
- ভারতীয় দর্শন: মায়া
- ভারতীয় দর্শন: ত্রিপিটক
- ভারতীয় দর্শন: পঞ্চীকরণ
- ভারতীয় দর্শন: সপ্তভঙ্গীনয়
- ভারতীয় দর্শন: জৈন দর্শন অনুসরণে স্যাদবাদ
- ভারতীয় দর্শন: বুদ্ধদেবের চতুর্থ আর্যসত্য
- ভারতীয় দর্শন: চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা – চার্বাক মতবাদের ব্যাখ্যা ও গ্রহণযোগ্যতা
- ভারতীয় দর্শন: যোগ দর্শনের পাঁচ প্রকার চিত্তবৃত্তি ব্যাখ্যা
- ভারতীয় দর্শন: ছোট প্রশ্ন ও উত্তর