মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব বিষদভাবে আলোচনা কর?(The importance of the king’s humility according to the Monusonghita)
মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব বিষদভাবে আলোচনা কর?
রাজার কর্তব্য
আচার্য মনু রাজার কর্তব্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তাঁর গ্রন্থের সপ্তম অধ্যায় বলেছেন যে রাজা প্রতিদিন প্রাতঃ কালে শয্যা ত্যাগ করে বেদাঙ্গ সূচি ব্রাহ্মনগনের সেবা করবেন। ফলে রাজার সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে।
বৃদ্ধাংশ্চনিত্যং সেবেত বিপ্রান বেদবিদঃ শুচীন।
বৃদ্ধসেবী হি সততং রক্ষোভিরপি পূজ্যতে।।
রাজার বিনয়ের গুরুত্ব
এই প্রসঙ্গে বিনয় রাজার জীবনে যে কতটা আবশ্যক তার উল্লেখ করতে গিয়ে বললেন যে, রাজা ব্রাহ্মনদের সাথে সাথে প্রতিদিন তাদের কাজ থেকে বিনয় অর্থাৎ সংযম শিক্ষা করবেন। কারন সে রাজা বিনীতাত্মা অর্থাৎ যিনি সংযত চিত্ত তাঁর কোন ভাবেই কোন দিন বিনাশ সম্ভব নয় তিনি যতই দুর্দিনের সম্মুখীন হোন না কেন আত্ম সংযমের ফলে সমস্ত দূরবস্থা অতিক্রম করতে পারবেন।
অবিনয়ী রাজার পরিণতি
অবিনয়ী রাজা অসংযমের জন্য ধন সম্পত্তি যুক্ত হয়েও বিনাশ প্রাপ্ত হন। পক্ষান্তরে রাজা দুঃসময়ের জন্য সহায় সম্বলহীন হয়ে যদিও বনে বাস করেন কিন্তু সংযমী হন তাহলে ঐ সংযম হেতু তিনি তাঁর হৃতরাজ্য পুনরায় উদ্ধার করতে পারেন। বেন, নহুষ, সুদাস, সুমুখ এবং নিমি নামে রাজারা অবিনয় হেতু বিনাশ প্রাপ্ত হয়েছিলেন।
পৃথুস্ত বিনয়াদ রাজ্যং প্রাপ্তবান্ মনুরেব চ।
কুবেরশ্চ ধনৈশ্চর্যং ব্রাহ্মন্যঞ্চৈব গাধিজঃ।।
অর্থাৎ পৃথু কিন্তু বিনয় বসতঃ রাজ্য লাভ করেছিলেন মনু সেই রকম রাজ্য লাভ করেছিলেন। বিনয় বসতই কুবের ধন ঐশ্বর্য এবং গাধি পুত্র বিশ্বামিত্র ব্রাহ্মনত্ব লাভ করে ছিলেন।
বহকেহ বিনয়ান্নষ্টা রাজানঃ যপরিছেদাঃ।
বনন্থা অপি রাজ্যাপি বিনয়াৎ প্রতি পদিরে।।
হস্তিগজ প্রভৃতি ধন সম্পত্তি যুক্ত হয়েও অনেক রাজা অবিনয় বসত বিনষ্ট হয়েছেন।
বিনয়ী রাজার পরিণতি
বিপরীত পক্ষে অনেক রাজা সহায় সম্বলহীন বনবাসী হয়েও বিনয় বসত রাজ্য লাভ করেছেন, ইন্দ্রিয় গনকে বশে রাখার জন্য রাজা তাই দিবারাত্রি চেষ্টা করবেন। জিতেন্দ্রীয় রাজা প্রজাগনকে সহজেই বশিভূত করতে পারেন।
মনুসংহিতা সপ্তম অধ্যায় রাজধর্ম হতে অন্যান্য পোস্ট গুলি
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক ব্যাখ্যা-12
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-11
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-10
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-9
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-8
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক সংস্কৃত বাখ্যা-7
- মনুসংহিতা শ্লোক (রাজধর্ম ) সংস্কৃত বাখ্যা -6
- মনুসংহিতা (রাজধর্মঃ) সংস্কৃত শ্লোক বাখ্যা-5
- মনুসংহিতা শ্লোক (রাজধর্মঃ) সংস্কৃত ব্যাখ্যা-4
- মনুসংহিতা (রাজধর্ম) সংস্কৃত শ্লোক ব্যাখ্যা-3
- মনুসংহিতা সপ্তম অধ্যায় (রাজধর্ম) হতে শ্লোক সংস্কৃত বাখ্যা-2
- মনুসংহিতা সপ্তম অধ্যায় রাজধর্ম হতে সংস্কৃত বাখ্যা-1
- মনুসংহিতা: কুলং দহতি রাজাগ্নিঃ স পশুদ্রব্যসঞ্চয়ম্ – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ
- মনুসংহিতা: দণ্ডের উৎপত্তি প্রকৃতি ও কার্যকলাপ
- মনুসংহিতা অনুসারে দন্ডের উৎপত্তি ও বৈশিষ্ট্য
- মনুসংহিতা অনুসারে দূত সম্পর্কে পূর্নাঙ্গ বিবরণ দাও
- মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব
- মনুসংহিতা অনুসারে রাজার মন্ত্রনা বিধি
- মনুসংহিতা (রাজধর্ম) হতে ছোট প্রশ্ন ও উত্তর
- মনুসংহিতা অনুসারে ব্যসন কী ? ব্যসনের বিভাগসমূহ প্রভাব ও পরিনাম আলোচনা কর
- মনুসংহিতা অনুসারে ষড়গুণ -এর প্রয়োগ নির্দেশ
- রাজার প্রাত্যহিক কৃত্যগুলি কী কী ( মনুসংহিতা )
- মনুসংহিতা: রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ আলোচনা কর।
- মনুসংহিতা অনুসারে মনুর মতে দূর্গ কয় প্রকার ও কি কি
- মনুসংহিতা অনুসারে দন্ডের প্রকৃতি ও উপযোগিতা
- মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব-2
- মনুসংহিতা অনুসারে ব্যসন ও মৃত্যুর মধ্যে কোনটি ক্ষতিকর
- মনুসংহিতা অনুসারে রাজার উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা কর
- ব্যসন কি? ব্যসন কয় প্রকার- পুূর্ববর্তী ব্যসনগুলি পরবর্তী ব্যসনের চেয়ে ক্ষতি কারক কেন?