বৈদিক ও সংস্কৃত সাহিত‍্যের ইতিহাস হতে ছোট প্রশ্ন ও উত্তর-for SLST

বৈদিক ও সংস্কৃত সাহিত‍্যের ইতিহাস হতে বেদ ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া হল । wbssc slst sanskrit hons পরীক্ষার গুরত্বপূর্ণ সাজেসন হিসাবে তুলে ধরা হল ।

বৈদিক সাহিত‍্যের ইতিহাস – ছোট প্রশ্ন ও উত্তর

শতপথব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত?
উঃ- যজুঃ।


শ্রৌতসূত্র কোন বেদাঙ্গ -এর সঙ্গে যুক্ত?
উঃ- কল্প।


যাজ্ঞবল্ক‍্যমৈত্রেয়ীসংবাদ কোন উপনিষদে আছে?
উঃ- বৃহদারণ‍্যক।


অথর্ববেদে কটি কান্ড?
উঃ- ২০টি।


পৈপ্পালদশাখা কোন বেদের?
উঃ- অথর্ববেদের।


তৈত্তিরীয় আরণ‍্যক কোন বেদের?
উঃ- যজুঃ।


নবম মন্ডলে কোন দেবতার স্তুতি আছে?
উঃ- সোম।


বেদপুরুষের নিরুক্ত কী?
উঃ- শ্রোত্র।


“মাতা ভূমিঃ পুত্রো’হং পৃথিব‍্যাঃ”-কোন বেদের অংশ?
উঃ- অথর্ব।


গোপথ ব্রাহ্মণ কোন বেদের?
উঃ- অথর্ব।


ঋকবেদের অপর নাম কী?
উঃ- দশতয়ী।


যোগদর্শনের প্রামাণ‍্য গ্রন্থের নাম কী?
উঃ- যোগদর্শনের সর্বাধিক প্রামাণ‍্য গ্রন্থ হল যোগসূত্র। এর রচয়িতা পতঞ্জলি।


অথর্ববেদের শাখা দুটির নাম লিখ?
উঃ- শৌনক ও পৈপ্পলাদ।


শুক্ল যজুর্বেদের চারটি কল্পসূত্রের গ্রন্থের নাম লেখ?
উঃ- i) কাত‍্যায়নের শ্রৌত্রসূত্র, ii) পারস্করের গৃহ‍্যসূত্র, iii) শঙ্খের ধর্মসূত্র,iv) কাত‍্যায়নের শুল্বসূত্র।


ঋকবেদের উপনিষদগুলির নাম লেখ।
উঃ- ঋকবেদের দুটি উপনিষদ। সেগুলি হল- ঐতরেয় ও কৌষিতকি।

চার্বাক দর্শনের একটি গ্রন্থের নাম লেখ?
উঃ- চার্বাক দর্শনের উপর রচিত একটি প্রাচীন গ্রন্থ হল- তত্ত্বোপপ্লবসিংহ। লিখেছেন সপ্তম শতকের দাক্ষিণাত্যের জয়রাশি ভট্ট।


জৈমিনির মতে যজুর লক্ষণ দাও।
উঃ- যজুঃ শব্দটিকে একজাতীয় মন্ত্রের সংখ্যা রূপে দেখেছেন জৈমিনি। তিনি তাঁর পূর্ব মীমাংসা গ্রন্থের ২.১.৩৭ সংখ্যক সূত্র রচনা করেছেন ‘শেষে’ যজুঃশব্দ। যে মন্ত্রগুলি ছন্দ ও পাদব্যবস্থা সমন্বিত নয়, বা গীতিধর্মী নয় তারা যজুঃ নামে পরিচিত।


সামবেদের উপন্যাস গুলি কি কি?
উঃ-সামবেদের উপন্যাসগুলি দুটি- ছান্দোগ্য ও কেন।


ব্রাহ্মণের বিষয়বস্তু কী কী?
উঃ- ব্রাহ্মণসাহিত‍্যের আলোচ্য বিষয় প্রধানত ছয়টি। আপস্তম্ব এই মতের প্রবক্তা।বিষয়গুলি হল-i) বিধি,ii) অর্থবাদ, iii) নিন্দা, iv) প্রশংসা,v) পুরাকল্প, vi) পরকৃতি।


সামদেবের কয়েকটি ব্রাহ্মণের নাম লেখ।
উঃ- সামবেদের কয়েকটি ব্রাহ্মণ হল- তান্ড‍্য, ছান্দোগ্য, জৈমিনীয়,বংশ ইত্যাদি।


চারটি মুখ্য উপনিষদের নাম লেখ।
উঃ-i) বৃহদারণ‍্যক উপনিষদ, ii) কেন উপনিষদ, iii) ঈশ উপনিষদ, iv) ছান্দোগ‍্য উপনিষদ।


চারটি উপপুরাণের নাম লেখ।
উঃ- আঠারোটি উপপুরাণের মধ্যে চারটি হল-i) বিষ্ণুধর্ম উপপুরাণ,
ii) বিষ্ণুধর্মোত্তর উপপুরাণ, iii) শিব উপপুরাণ, iv) শাম্ব উপপুরাণ।


অথর্ববেদের উপন্যাস গুলি কি কি?
উঃ- অথর্ববেদের তিনটি উপনিষদ- প্রশ্ন, মুন্ডক, মান্ডূক‍্য।


অথর্ববেদের কল্পসূত্র গুলির নাম লেখ।
উঃ- অথর্ববেদের কল্পসূত্র গুলি হল- বৈতানের শ্রৌতসূত্র, কৌশিকের গৃহ‍্যসূত্র, পঠিনাসীর ধর্মসূত্র।


শুক্লযজুর্বেদের দুজন ভাষ‍্যকারের নাম লেখ।
উঃ- শুক্লযজুর্বেদের দুই প্রসিদ্ধ ভাষ‍্যকার হলেন মহীধর ও অনন্তাচার্য।


সামবেদের শাখা গুলির নাম কি?
উঃ- বিষ্ণুপুরাণ, মহাভাষ‍্য ইত্যাদি গ্রন্থে সামবেদের এক হাজার শাখার উল্লেখ আছে। বর্তমানে পাওয়া যায় তিনটি- কৌথুম, জৈমিনীয়, রাণায়নীয়।


জৈমিনির মতে ঋকের সংজ্ঞা কী?
উঃ- পূর্বমীমাংসা দর্শনের প্রবক্তা জৈমিনি ঋকের লক্ষণ নির্ণয় করেছেন- “তেষাম্ ঋগ্ যত্রার্থবশেন পাদব‍্যবস্থা।” সূত্র- ২.১.৩৫। অর্থাৎ বেদের যে সব মন্ত্রে অর্থ অনুসারে ছন্দ ও পাদব‍্যবস্থা আছে তাদের ঋকমন্ত্র বলা হয়

সংস্কৃত সাহিত‍্যের ইতিহাস – ছোট প্রশ্ন ও উত্তর


ভামহ কে? কখন তাঁর আবির্ভাব হয়?
উঃ- ভামহ ছিলেন অলংকারপ্রস্থানের সমর্থক একজন প্রসিদ্ধ আলঙ্কারিক।
কাব‍্যলঙ্কার নামক গ্রন্থের প্রণেতা ভামহ সপ্তম শতকের ব‍্যক্তি ছিলেন।


মহেন্দ্রবিক্রম কে?কখন আবির্ভাব হয়?
উঃ- আনুমানিক সপ্তম শতকে মত্তবিলাস নামে একটি প্রহসন রচিত হয়। এর রচয়িতা ছিলেন মহেন্দ্রবিক্রম।

চতুর্ভাণীর নামগুলি কি কি?
উঃ- চারটি বিখ্যাত ভাণকে একসঙ্গে চতুর্ভাণী বলা হয়। সেগুলি হল- বররুচির ‘উভয়াভিসারিকা’, শূদ্রকের ‘পদ্মপ্রাভৃতক’, ঈশ্বরদত্তের ‘ধূর্তবিটসংবাদ’, শ‍্যামিলকের ‘পাদতাড়িতক’।


মহাভারত রচনার স্তর গুলি কি কি?
উঃ- মহাভারত রচনার তিনটি স্তর হল- মন্বাদিস্তর, আস্তীকাদি স্তর, উপরিচরাদি স্তর। আদিপর্বে এই নামগুলি আছে।


গীতগোবিন্দ কার লেখা? এটি সংস্কৃত কোন রচনা শ্রেণীর মধ্যে পড়ে?
উঃ- গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। সংস্কৃত সাহিত‍্যে এটি ভক্তিমূলক গীতিকাব্য শ্রেণীর অন্তর্গত।


রত্নাবলী কী?
উঃ- রত্নাবলী হল একটি নাটিকা।


রাজশেখরের চারটি দৃশ্য কাব্যের নাম লেখ।
উঃ-রাজশেখরের রচিত চারটি দৃশ্যকাব্য হলো – বালরামায়ণ, বালভারত, কর্পূরমঞ্জুরী, বিদ্ধশালভঞ্জিকা।


মুদ্রারাক্ষস কার লেখা?
উঃ- বিশাখদত্ত।

বিশ্বনাথ কে ছিলেন?
উঃ- রসবাদী।

৪) সমুদ্রগুপ্তের প্রশস্তি কার লেখা?
উঃ- হরিষেনের লেখা।


৫) কালিদাস পূর্বযুগের নাট্যকার কে?
উঃ- কালিদাস পূর্বযুগের দুজন নাট‍্যকার হলেন – ভাস ও অশ্বঘোষ।

৬)ভাসের নাটকগুলি কে কোথায় আবিষ্কার করেন? তিনি কোথাকার অধিবাসী ছিলেন?


উঃ- টি.গনপতি শাস্ত্রী কেরলের ত্রিবাঙ্কুর প্রদেশে মনলিক করনাথম্ স্থানে ভাসের ১৩টি নাটক আবিষ্কার করেন। ইনি কেরল রাজ্যের অধিবাসী ছিলেন।


৭)অশ্বঘোষ কোন রাজার রাজত্বকালে আবির্ভূত হন? তার বিশেষণগুলি উল্লেখ কর।
উঃ-কুশাণ সম্রাট কণিষ্কের রাজত্বকালে অশ্বঘোষ আবির্ভূত হন। তাকে আচার্য ভদন্ত, মহাকবি প্রভৃতি বিশেষণে ভূষিত করা হয়।


৮) মেঘদূত’ কাব্যের অনুকরনে রচিত কাব্যের নাম কি এবং এর রচয়িতা কে?
উঃ- কাব্যটির নাম ঘটার্পর কাব‍্য।এর রচয়িতা ঘটর্পর।


৯) ভাস ও অশ্বঘোষের মধ‍্যে পূর্ববর্তী কে?
উঃ- ভাস।


১০) কোন দার্শনিক অভিজ্ঞান শকুন্তলম নাটকের ভূয়সী প্রশংসা করেছেন?
উঃ- জার্মান দার্শনিক গ‍্যোট।

Comments