বনগতাগুহা ছোট প্রশ্ন ও উত্তর

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতাগুহা হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি নিম্নে দেওয়া হল। Banagata Guha Short Question-Answer for class xii sanskrit.

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতাগুহা

Table of Contents

Sl Noবনগতাগুহাউত্তর
1মূল গ্রন্থের নাম-চৌরচত্বারিংশীকথা।
2 রচয়িতা শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক।
3কাহিনীর উৎসআলিবাবা ও চল্লিশচোর
(সহস্র এক আরব‍্য রজনি)
4কাব‍্যঅনুবাদ সাহিত‍্য
দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতাগুহা

বনগতাগুহা হতে ছোট প্রশ্ন ও উত্তরগুলি

Sl No শব্দ অর্থ
1নিঃশ্রীকশ্রীহীন বা হতশ্রী
2 উটজ পর্ণকুটির
3 উষসি ভোর/প্রত‍্যুশ
4 ইন্ধনজ্বালানি কাঠ
5 বিপীন অরণ‍্য
6রজস্তোম ধুলরাশি
7উদবহতবিবাহ করলেন
8দেশীকগুরু
9 মহারজত
সোনা
10 অংশুকরেশমিবস্ত্র
11 শলাকাখন্ড
12 অজিনগোনিচামড়ার তৈরি বস্তা
বনগতা গুহা হতে শব্দার্থ


১ ) চৌরচত্বারিংশীকথা কী জাতীয় কাব‍্য?


উঃ- অনুবাদ সাহিত‍্যের অন্তর্গত।

২ ) চৌরচত্বারিংশীকথা কাহিনীর উৎস কী?


উঃ- বিশ্ব সাহিত‍্যের জনপ্রিয় গল্প- আলিবাবা ও চল্লিশচোর।

3) আলিবাবা ও চল্লিশচোর গল্পটির উৎস কী?


উঃ- সহস্র এক আরব‍্য রজনি বা আরব‍্য উপন‍্যাস।

৪ ) আরব‍্য উপন‍্যাসের তিনটি বিখ‍্যাত গল্পের নাম লেখ?


উঃ- আলিবাবা ও চল্লিশচোর,আলাদিনের আশ্চর্য প্রদীপ,সিন্দাবাদের কাহিনী।

৭) চৌরচত্বারিংশীকথা গ্রন্থটি কয়ভাগে বিভক্ত? কোন ভাগটি পাঠ‍্যসূচির অন্তর্গত? তার নাম কী?


উঃ- চৌরচত্বারিংশীকথা গ্রন্থটি ১২টি ভাগে বিভক্ত।
প্রথম ভাগটি পাঠ‍্যসূচির অন্তর্গত। যার নাম বনগতাগুহা।


৮) সহোদরৌ বসতস্ম- সহোদর কে? তারা কোথায় বাস করত?

উঃ- আলোচ‍্য অংশে সহোদর বলতে কশ‍্যপ ও অলিপর্বা-এই দুই ভাইকে বোঝানো হয়েছে।
তারা পারস‍্য নগরীতে বাস করত।


৯) পুত্রীম উদবহত- উৎবহত পদটির অর্থ কী?


উঃ- উৎবহত পদটির অর্থ হল- বিবাহ করলেন।

১০) কশ‍্যপ কীভাবে জীবনযাপন করতেন?


উঃ- কশ‍্যপ এক ধনী বণিকের কন্যাকে বিবাহ করে নগরের শ্রেষ্ঠ ব্যক্তিদের সমতুল্য হয়েছিলেন। প্রচুর সম্পত্তির মালিক হওয়ায় বিভিন্ন প্রকার বিলাসিতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতেন।

১১) অলিপর্বা কিভাবে জীবন যাপন করতেন?


উঃ- অত্যন্ত দরিদ্রতা হেতু অলিপর্বা শ্রীহীন কুটিরে অবস্থান করে অতি কষ্টে স্ত্রী পুত্রকে পালন করতেন। কাঠুরিয়া বৃত্তি অবলম্বন করে উপার্জিত অর্থ দ্বারা জীবনযাত্রা অতিবাহিত করতেন।


১২)বনগতা গুহা হতে শব্দার্থ

  • i)নিঃশ্রীক শব্দের অর্থ- শ্রীহীন বা হতশ্রী।
  • ii) উটজ শব্দের অর্থ- পর্ণকুটির।
  • iii) উষসি শব্দের অর্থ- ভোর/প্রত‍্যুশ।
  • iv) ইন্ধন শব্দের অর্থ- জ্বালানি কাঠ।
  • v) বিপীন শব্দের অর্থ- অরণ‍্য।
  • vi) রজস্তোম শব্দের অর্থ- ধুলরাশি।

১৩) কলত্র শব্দটি কোন লিঙ্গ?


উঃ- ক্লীবলিঙ্গ।

১৪) তত্র চ বিক্রিনীতে- কে কোথায় কী বিক্রি করত?


উঃ- বনগতাগুহা পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বা বাজারে জ্বালানি কাঠ বিক্রি করত।

১৫) অলিপর্বার গাধার সংখ্যা কত ছিল?


উঃ- তিনটি।

১৬) অলিপর্বার শ্বশুরের অবস্থা কেমন ছিল?


উঃ- অল্পবিত্ত ধনসম্পন্ন।

১৭) অলিপর্বার নিত্যনৈমিত্তিক কর্ম কী ছিল?


উঃ- অলিপর্বা প্রতিদিন ভোর বেলায় অরণ্যে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করে নগরের নিয়ে গিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করতেন।

১৩) কলত্র শব্দটি কোন লিঙ্গ?


উঃ- ক্লীবলিঙ্গ।

১৪) তত্র চ বিক্রিনীতে- কে কোথায় কী বিক্রি করত?

উঃ- বনগতাগুহা পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বা বাজারে জ্বালানি কাঠ বিক্রি করত।

১৫) অলিপর্বার গাধার সংখ্যা কত ছিল?

উঃ- তিনটি।

১৬) অলিপর্বার শ্বশুরের অবস্থা কেমন ছিল?

উঃ- অল্পবিত্ত ধনসম্পন্ন।

১৭) অলিপর্বার নিত্যনৈমিত্তিক কর্ম কী ছিল?

উঃ- অলিপর্বা প্রতিদিন ভোর বেলায় অরণ্যে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করে নগরের নিয়ে গিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করতেন।

১৮) অলিপর্বা কেন অশ্বারোহীদের দস‍্যু বলে মনে করেছিলেন?

উঃ- অলিপর্বা অশ্বারোহীদের দস্যু বলে মনে করেছিল,কারণ নির্জন অরণ্যে রাজপুরুষেরা যেহেতু বিচরণ করেন না, তাই অশ্বারোহীগন দস‍্যুই হবে।

১৯) অলিপর্বা যে গাছে আশ্রয় নিয়েছিলেন সেই গাছটি কেমন ছিল?


উঃ- অলিপর্বা একটি বিশাল বৃক্ষে আশ্রয় নিয়েছিলেন। সেই বৃক্ষের শাখাগুলি ছিল খুব বড় এবং ঘন পাতায় ঢাকা।

২০) চোরেরা সংখ্যায় কতজন? কিভাবে জানা যায়?


উঃ- চোরেরা সংখ্যায় চল্লিশ জন। কারণ অলিপর্বা তাদের গণনা করে বলেছিল যে তারা বিংশতিদ্বয়ম্  অর্থাৎ চল্লিশজন।

২১) অলিপর্বা কাকে দলপতি বলে মনে করেছিল এবং কেন?


উঃ- চল্লিশ জন চোর এর মধ্যে আলাদা আকৃতিবিশিষ্ট একজনকে দলপতি বলে মনে করেছিল।

২২) স্কন্দরাজ কে?


উঃ- স্কন্দরাজ হলেন চৌর্য শাস্ত্রের রচয়িতা। যিনি ছিলেন দস্যুদের দেবতা।

২৩) মন্ত্রে স্কন্দরাজকে কি কি বিশেষণে বিশেষিত করা হয়েছে?


উঃ- দরজা খোলা ও বন্ধ করার মন্ত্রে স্কন্দরাজকে চৌর্যপাঠকদেশিক অর্থাৎ চৌর্যবিদ‍্যার গুরু এবং দস্যুদের দেবতা বলে সম্বোধন করা হয়েছে।


২৪) দরজা খোলা ও বন্ধ করার মন্ত্র দুটির মধ‍্যে কি পার্থক্য ছিল?

উঃ- দরজা খোলা ও বন্ধ করার মন্ত্র দুটির মধ‍্যে শুধুমাত্র একটি পদ আলাদা ছিল।


২৫) দেশীক শব্দের অর্থ কি?

উঃ- গুরু।


২৬) মন্ত্র পাঠ করা মাত্র গুহার কটি দরজা  খুলে ছিল?

উঃ- একটি।


২৭) সর্বানপ‍্যনুচরান্- এখানে কতজন অনুচর দস্যুর সংখ্যা আছে?

উঃ- ঊনচল্লিশ জন।


২৮) গুহা থেকে প্রথমে কে বার হয়েছিল?

উঃ- দলপতি।


২৯) চোরেরা গুহার মধ্যে প্রবেশ করলেও অলিপর্বা গাছ থেকে নামেননি কেন?

উঃ- চোরেরা গুহার মধ্যে প্রবেশ করলেও অলিপর্বা  গাছ থেকে নামেনি কারণ, তিনি চিন্তা করেছিলেন যে গাছ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে যদি চোরেরা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে,তাহলে তার প্রাণ সংশয় হতে পারে।

৩০) অলিপর্বার আশঙ্কা কি ছিল?

উঃ- চোরেরা গুহা থেকে চলে গেলেও অলিপর্বা বৃক্ষের মধ্যে অবস্থান করেছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে ভুলে যাওয়া কোন জিনিস নিতে যদি চোরেরা পুনরায় সেখানে ফিরে আসে তাহলে দেখামাত্র তাকে বন্দী করবে।

৩১) পশ‍্যামিতাবৎ- কে কি দেখতে চাইছিলেন?

উঃ- কাব্যের নায়ক অলিপর্বা চিন্তা করেছেন যে তিনি কি পূর্বের মুখস্ত করা মন্ত্রের দ্বারা দরজা খুলতে পারবেন?

৩২) গুহার ভেতর প্রবেশ করে অলিপর্বা কি কি দেখেছিলেন?

উঃ- গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা সর্বত্র রাশি রাশি খাদ্য-দ্রব্য,মহামূল্যবান চীনদেশীয় রেশমিবস্ত্র, সোনা ও রুপার মোটা মোটা খন্ড দেখেছিলেন।

৩৩) নিম্নলিখিত শব্দ গুলির অর্থ লিখ।

  • মহারজত- সোনা।
  • অংশুক-রেশমিবস্ত্র।
  • শলাকা-খন্ড।
  • অজিনগোনি-চামড়ার তৈরি বস্তা।


৩৪) বনগতাগুহা পাঠ্যাংশ থেকে অশ্ব শব্দের প্রতিশব্দ গুলি লেখ।


উঃ- তুরঙ্গ,সপ্তি, হয়।


৩৫) বনগতাগুহা পাঠ‍্যাংশ থেকে গাধা শব্দের দুটি প্রতিশব্দ লেখ।


উঃ- গর্দভ,রাসভ।

৩৬) বনগতাগুহা পাঠ্যাংশ অবলম্বনে সোনা শব্দের তিনটি প্রতিশব্দ লেখ।


উঃ- স্বর্ণ,মহারজত,কনক।


৩৭) ব‍্যজহার শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় কর।

উঃ- বি-আ-হৃ+লিট্ নল্= ব‍্যজহার পদটির অর্থ হল-বলেছিল।


৩৮) অলিপর্বা সোনায় ভর্তি বস্তুগুলি গাধার পিঠে চাপিয়ে ঢেকে দিয়েছিল কি দিয়ে?


উঃ- কাঠ দিয়ে।

৩৯) অলিপর্বা গুহা থেকে বার হয়ে কোথায় গিয়েছিলেন?


উঃ- নগরে।


৪০) সাদিন পদটির অর্থ কি?


উঃ- আরোহী।

বনগতাগুহা হতে গুরত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তরগুলি

1.অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো?

Ans- অলিপর্বা তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো।

2.’ আলিবাবা ও চল্লিশ চোর ‘ গল্পটি কে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন?

Ans-  ‘আলিবাবা ও চল্লিশ চোর’ গল্পটি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক সংস্কৃত ভাষায় অনুবাদ করেন।

3. “বিপিনং ব্রজতি”  ‘বিপিন’ শব্দের অর্থ কি?

 Ans- ‘বিপিন’ শব্দের অর্থ হল বন।

 4.অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল?

 Ans- অলিপর্বার গণনা অনুসারে চল্লিশ চোর ছিল।

5.অলিপর্বার কয়টি গাধা?

Ans- অলিপর্বার তিনটি গাধা।

6. “কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত?” কে বলেছেন?

 Ans- প্রশ্নোদ্ধৃত উক্তিটি বলেছেন অলিপর্বা। 

7.তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখ?

Ans- আমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো রাসভ, গর্দভ।

8.’উটজ’ এর অর্থ কি?

Ans-  ‘উটজ’এর অর্থ কুটির।

9.’বনগতাগুহা’ গদ্যটিতে কোন দেশের কথা বলা হয়েছে?

 Ans- ‘বনগতাগুহা’ গদ্যটিতে পারস্য দেশের কথা বলা হয়েছে।

11. চোরেরা গুহার দরজা খোলার জন্য কি বলতো?

 Ans- চোরেরা গুহার দরজা খোলার জন্য দরজা খোলার মন্ত্র বলতো।

12.স্কন্দরাজ কে?

Ans- স্কন্দরাজ হলেন চৌর্য বিদ্যার গুরু।

13 “মহতা কষ্টেন পুপোষ” এখানে ‘পুপোষ’ কথার অর্থ কি?

Ans- এখানে ‘পুপোষ’কথার অর্থ হল পালন করা।

14.”তস্য দূরাসদং নাসীৎ”এখানে কার কথা বলা হয়েছে?

Ans-  এখানে কশ্যপের কথা বলা হয়েছে।

15.অলিপর্রবা সংগ্রহ করার কাঠ বহন করার জন্য কয়টি গাধা ছিল?

Ans- অলিপর্বার সংগ্রহ করার কাঠ বহন করার জন্য তিনটি গাধা ছিল।

আরো MCQ TEST উচ্চ মাধ্যমিক সংস্কৃত

আরো পড়ুন উচ্চ মাধ্যমিক সংস্কৃত বনগতাগুহা

Comments