MODERNSANSKRIT এর পক্ষ থেকে সকলকে অগ্রিম ধন্যবাদ । sanskrit Hons and Pass – এর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মনুসংহিতা ( অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব )হতে বিভিন্ন চাকরির ( WBSSC SLST NET SET ) পরীক্ষার প্রস্তুতিমূলক LONG SHORT MCQ NOTES MCQ , Short Descriptive Type Question and Answer / FREE PDF Download তৈরি করা হয়েছে ।
বিনীতাত্মা হি নৃপতিন বিনশ্যতি কর্হিচিৎ’- মনুর মতে, রাজার বিনয়ের গুরুত্ব বিসদভাবে আলোচনা কর।
উঃ- আচার্য মনু রাজার কর্তব্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার গ্রন্থের সপ্তম অধ্যাযে বলেছেন যে রাজা প্রতিদিন প্রাতঃকালে শয্যা ত্যাগ করে বেদাঙ্গ সূচি বৃদ্ধ ব্রাহ্মণ গনের সেবা করবেন। ফলে রাজার সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে-
“বৃদ্ধাংশ্চ নিত্যংসেবেত বিপ্রান্ বেদবিদঃ শুচীন্।
মনুসংহিতা
বৃদ্ধসেবী হি সততং রক্ষোভিরপি পূজ্যতে।”
এই প্রসঙ্গে বিনয় রাজার জীবনে যে কতটা আবশ্যক তার উল্লেখ করতে গিয়ে বললেন যে রাজা ব্রাহ্মণদের সাথে সাথে প্রতিদিন তাদের কাছ থেকে বিনয় অর্থাৎ সংযম শিক্ষা করবেন কারণ যে রাজা বিনীতাত্মা অর্থাৎ যিনি সংযত চিত্ত তার কোনো ভাবেই কোনদিন বিনাশ সম্ভব নয় তিনি যতই দুর্দিনের সম্মুখীন হন না কেন আত্মসংযমের ফলে সমস্ত দুরাবস্থা অতিক্রম করতে পারবেন।
অবিনয়ী রাজা অসংযমের জন্য ধন সম্পত্তি যুক্ত হয়েও বিনাশ প্রাপ্ত হন।পক্ষান্তরে রাজা দুঃখময় এর জন্য সহায়-সম্বলহীন হয় যদিও বনে বাস করেন কিন্তু সংযমী হন,তাহলে ওই সংযম হেতু তিনি হৃতরাজ্য পুনরায় উদ্ধার করতে পারেন। বেন,নহুষ,সুদাস এবং নিমি নামে রাজা অবিনয় হেতু বিনাশপ্রাপ্ত হয়েছিলেন।
“পৃথুস্তু বিনয়াদ্ রাজ্যং প্রাপ্তবান্ মনুরেব চ
মনুসংহিতা
কুবেরশ্চ ধনৈশ্বর্যং ব্রাহ্মন্যঞ্চৈব গাধিজঃ।।”
অর্থাৎ, পৃথু কিন্তু বিনয় বশত রাজ্য লাভ করেছিলেন সেই রকম মনু রাজ্য লাভ করেছিলেন। বিনয় বশতই কুবের ধনৈশ্বর্য এবং গাধির পুত্র বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন-
মনুসংহিতা
“বহবোঅবিনয়ান্নষ্টা রাজানঃ সপরিচ্ছদাঃ।
বনস্থা অপি রাজ্যানি বিনয়াৎ প্রতিপেদিরে।।”
হস্তিগজ প্রভৃতি ধনসম্পত্তি যুক্ত হয়েও অনেক রাজার অভিনয় বশত বিনষ্ট হয়েছেন। বিপরীত পক্ষে অনেক রাজা সহায়-সম্বলহীন বনবাসী হয়েও বিনযবশত় রাজ্য লাভ করেছেন। ইন্দ্রিয়গনকে বশে রাখার জন্য তাই দিবারাত্রি চেষ্টা করবেন। জিতেন্দ্রীয় রাজা প্রজাগনকে সহজেই বশিভূত করতে পারেন।
মনুসংহিতা সপ্তম অধ্যায় রাজধর্ম হতে অন্যান্য পোস্ট গুলি
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক ব্যাখ্যা-12
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-11
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-10
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-9
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক বাখ্যা-8
- মনুসংহিতা রাজধর্ম সপ্তম অধ্যায় হতে শ্লোক সংস্কৃত বাখ্যা-7
- মনুসংহিতা শ্লোক (রাজধর্ম ) সংস্কৃত বাখ্যা -6
- মনুসংহিতা (রাজধর্মঃ) সংস্কৃত শ্লোক বাখ্যা-5
- মনুসংহিতা শ্লোক (রাজধর্মঃ) সংস্কৃত ব্যাখ্যা-4
- মনুসংহিতা (রাজধর্ম) সংস্কৃত শ্লোক ব্যাখ্যা-3
- মনুসংহিতা সপ্তম অধ্যায় (রাজধর্ম) হতে শ্লোক সংস্কৃত বাখ্যা-2
- মনুসংহিতা সপ্তম অধ্যায় রাজধর্ম হতে সংস্কৃত বাখ্যা-1
- মনুসংহিতা: কুলং দহতি রাজাগ্নিঃ স পশুদ্রব্যসঞ্চয়ম্ – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ
- মনুসংহিতা: দণ্ডের উৎপত্তি প্রকৃতি ও কার্যকলাপ
- মনুসংহিতা অনুসারে দন্ডের উৎপত্তি ও বৈশিষ্ট্য
- মনুসংহিতা অনুসারে দূত সম্পর্কে পূর্নাঙ্গ বিবরণ দাও
- মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব
- মনুসংহিতা অনুসারে রাজার মন্ত্রনা বিধি
- মনুসংহিতা (রাজধর্ম) হতে ছোট প্রশ্ন ও উত্তর
- মনুসংহিতা অনুসারে ব্যসন কী ? ব্যসনের বিভাগসমূহ প্রভাব ও পরিনাম আলোচনা কর
- মনুসংহিতা অনুসারে ষড়গুণ -এর প্রয়োগ নির্দেশ
- রাজার প্রাত্যহিক কৃত্যগুলি কী কী ( মনুসংহিতা )
- মনুসংহিতা: রাজার উৎপত্তির ঐশ্বরিক মতবাদ আলোচনা কর।
- মনুসংহিতা অনুসারে মনুর মতে দূর্গ কয় প্রকার ও কি কি
- মনুসংহিতা অনুসারে দন্ডের প্রকৃতি ও উপযোগিতা
- মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব-2
- মনুসংহিতা অনুসারে ব্যসন ও মৃত্যুর মধ্যে কোনটি ক্ষতিকর
- মনুসংহিতা অনুসারে রাজার উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা কর
- ব্যসন কি? ব্যসন কয় প্রকার- পুূর্ববর্তী ব্যসনগুলি পরবর্তী ব্যসনের চেয়ে ক্ষতি কারক কেন?
www.modernsanskrit.com এর পক্ষ থেকে MCQ , Short , Descriptive Type Question and Answer / FREE PDF Download) (মনুসংহিতা অনুসারে মনুর মতে রাজার বিনয়ের গুরুত্ব ) sanskrit Hons and Pass পরীক্ষা প্রস্তুতিমূলক ( WBSSC SLST NET SET ) প্রশ্নোত্তর এবং সাজেশন LONG SHORT MCQ NOTES দেওয়া হয়েছে