অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর

অগ্নিসূক্ত অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর । sanskrit Hons and Pass – এর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অগ্নিসূক্ত হতে বিভিন্ন চাকরির ( WBSSC , SLST WBCSSC , NET , TET SET ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন LONG SHORT MCQ NOTES তৈরি করা হয়েছে ।modernsanskrit.com এর পক্ষ থেকে MCQ , Short , Descriptive  Type Question and Answer / FREE PDF Download) অগ্নিসূক্ত SHORT NOTES  sanskrit Hons and Pass পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন LONG SHORT MCQ NOTES দেওয়া হয়েছে । Agni Sukta SHORT NOTES for sanskrit Hons and Pass

অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর

অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর (Part-1)


1) ঋগ্বেদে কয়টি মন্ডল আছে
উঃ- ঋগ্বেদে দশটি মন্ডল আছে।

2) ঋক্ শব্দের অর্থ কী
উঃ- ঋক শব্দের অর্থ অর্চনা বা স্তুতি।

3) ঋগ্বেদের সর্বপ্রথমে কোন দেবতার স্তুতি করা হয়েছে
উঃ- ঋগ্বেদের সর্বপ্রথমে অগ্নি দেবতার স্তুতি করা হয়েছে।

4) দোষাবস্তঃ পদের অর্থ কী
উঃ- দোষা পদের অর্থ রাত্রি এবং বস্তু পদের অর্থ দিন। দোষাবস্ত পদের অর্থ রাত্রি দিন।


5) রয়িম্ পদের অর্থ কী?

উঃ- রয়িম্ পদের অর্থ সম্পদ বা ধন।


6) অধ্বরম্ পদের অর্থ কী
উঃ- অধ্বরম্ পদের অর্থ হিংসারহিত।

7) বেদঃ অখিল ধর্মমূলম্ -উক্তিটি কার? উক্তিটির অর্থ কী
উঃ- উক্তিটি আচার্য মনুর। উক্তিটির অর্থ সকল ধর্মের মূলে বেদ।


8) বেদ কী
উঃ- বেদ হল অখন্ড জ্ঞানরাশি। মন্ত্র কর্মজ্ঞানের সুপ্রাচীন প্রমাণ বাক‍্যসমূহই বেদ।


9) বৈদিক সাহিত‍্যকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী?

উঃ- বৈদিক সাহিত‍্যকে চারভাগে ভাগ করা হয়। ভাগগুলো হল-

10) ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি কে? তিনি কোন ছন্দে অগ্নির স্তুতি করেছেন
উঃ- ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন মধুচ্ছন্দা ঋষি। তিনি গায়ত্রী ছন্দে অগ্নির স্তুতি করেছেন।

অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর (Part-2)

11) অগ্নিসূক্ত বলতে কী বোঝ
উঃ- দশটি মন্ডলে বিভক্ত ঋগ্বেদের প্রথম মন্ডলের প্রথম নয়টি মন্ত্রকে অগ্নিসূক্ত বলা হয়।

12) মন্ত্র কী?


যা মনন করা যায় তাকেই বলে মন্ত্র।


13) অগ্নি কোন্ স্থানের দেবতা
উঃ- অগ্নি হল ভূ-লোকের (পৃথিবীস্থানের) দেবতা।


14) কবিক্রতুঃ পদের অর্থ কী
উঃ- কবিক্রতুঃ পদের অর্থ ত্রিকালজ্ঞ।

15) দাশুষে পদের অর্থ কী
উঃ- দাশুষে পদের অর্থ হল দানকারীর প্রতি।


16) ঋগ্বেদের কোন দেবতাকে পুরোহিত বলা হয়
উঃ- অগ্নি দেবতাকে ঋগ্বেদের পুরোহিত বলা হয়।

17) ঋগ্বেদের হোতা কোন দেবতার উদ্দেশ‍্যে ব‍্যবহার করা হয়েছে
উঃ- অগ্নি দেবতার উদ্দেশ‍্যে।


18) অন‍্যান‍্য দেবগনকে কোন দেবতা যজ্ঞে বহন করে আনেন
উঃ- অগ্নিদেবতা অন‍্যান‍্য দেবগনকে যজ্ঞে বহন করে আনেন।

19) গোপামৃতস‍্য পদের অর্থ কী
উঃ- স‍ত‍্যের রক্ষক।


20) স দেবাঁ এহ বক্ষাতি – এখানে স পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই মন্ত্রে তিনি কাদের দ্বারা পূজিত হয়ে কাদের বহন করে আনবেন?


উঃ- ঋগ্বেদের প্রথম মন্ডলের প্রথম সূক্তে অর্থাৎ অগ্নিসূক্তের দ্বিতীয় মন্ত্রের অন্তিম বা শেষ অংশ স দেবাঁ এহ বক্ষতি। এখানে সঃ পদের দ্বারা অগ্নি দেবতাকে বোঝানো হয়েছে।এই মন্ত্রে তিনি অর্থাৎ অগ্নিদেবতা প্রাচীন ও নবীন ঋষিদের দ্বারা পূজিত হয়েছেন। অগ্নিদেবতা দেবগনকে এখানে বহন করে আনবেন।

অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর (Part-3)


21) অগ্নিসূক্তের দ্রষ্টা কে
উঃ- ঋগ্বেদের প্রথম মন্ডলের প্রথম সূক্ত অগ্নিসূক্ত। এই সূক্তের দ্রষ্টা হলেন মধুচ্ছন্দা ঋষি।


22) রাজন্তমধ্বরাণাং গোপাম্ এখানে অধ্বরাণাং গোপাম্ কাকে বলা হয়েছে
উঃ- এখানে রাজন্তমধ্বরাণাং গোপাম্ অর্থাৎ দীপ‍্যমান যজ্ঞসমূহের রক্ষক বলতে অগ্নি দেবতাকে বলা হয়েছে।


23) অগ্নিভীডে পুরোহিত – এখানে পুরোহিত শব্দের অর্থ কী


উঃ- এখানে পুরোহিত শব্দের অর্থ অগ্নি দেবতার কাছে স্তুতিকারক যজ্ঞের পুরোহিত মধুচ্ছন্দা ঋষি।


24) সত‍্যশ্চিত্রশ্রবস্তমঃ পদের অর্থ কী
উঃ- সত‍্যশ্চিত্রশ্রবস্তমঃ পদের অর্থ হল সত‍্যস্বরূপ,বিবিধ কীর্তি সম্পন্নগনের মধ‍্যে শ্রেষ্ঠ। এখানে অগ্নিদেব সম্বন্ধে এই বিশেষনদ্বয় প্রযুক্ত হয়েছে।
25) বৈদিক পরিভাষা অনুযায়ী সূক্ত কথাটির অর্থ কী
উঃ- বৈদিক পরিভাষা অনুযায়ী সূক্ত কথাটির অর্থ কয়েকটি মন্ত্রের সমষ্টি।


26) কীভাবে যজমানেরা অগ্নির নিকট গমন করেন
উঃ- যজমানেরা প্রত্যহ দিবাভাগে এবং রাত্রিকালে মনে মনে নমস্কার করত অগ্নির নিকট গমন করেন।
27) সংহিতা শব্দের অর্থ কী
উঃ- শাস্ত্র তথা ধর্মশাস্ত্র।

28) বেদ শব্দটির ব‍্যুৎপত্তিগত অর্থ কী


উঃ- বেদ শব্দটির অর্থ জ্ঞান।


29) পাঠ‍্যাংশে ইলে শব্দটির অর্থ কী


উঃ- ইলে শব্দটির অর্থ হল স্তুতি করা।

30) অগ্নি সূক্তের ছন্দের নাম কী

অগ্নিসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর (Part-4)


উঃ- গায়ত্রী ছন্দ।


31) নমো ভরন্ত এমসি – এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এমসি পদের অর্থ কী? কে কাকে নমস্কার করছেন?


উঃ- উদ্ধৃত অংশটি ঋগ্বেদের প্রথম মন্ডলের অগ্নিসূক্ত থেকে নেওয়া হয়েছে।
এমসি শব্দের অর্থ আগমন করি।
যজমান অগ্নির উদ্দেশ‍্যে নমস্কার করেন।


32) সঃ ন পিতবে সূনবে অগ্নে সূপায়নোভব- এই মন্ত্রাংশের অর্থ কী? এখানে কার সঙ্গে কার তুলনা ইব পদের দ্বারা করা হয়েছে?


উঃ- আলোচ‍্য মন্ত্রাংশের অর্থ হল হে অগ্নি,সেই তুমি আমাদের কাছে পুত্রের নিকট পিতার মতো সহজলভ‍্য হও।
এখানে পিতা ইব অর্থাৎ ইব বা মত পদটির দ্বারা অগ্নির সঙ্গে পিতার তুলনা করা হয়েছে।


33) অগ্নির নিকট দুটি প্রার্থনা উল্লেখ কর?


উঃ- ক) প্রাচীন ও নবীন ঋষিগন কর্তৃক বন্দনীয় অগ্নিদেবতা দেবগন কে এখানে বহন করে নিয়ে আসুন।


খ) হে অগ্নি পিতা যেমন পুত্রের নিকট তুমিও তেমনি আমাদের কাছে সহজলভ‍্য হও।

অগ্নিসূক্ত হতে অন্যান্য প্রশ্ন ও উত্তর

অক্ষসূক্ত হতে ছোট অন্যান্য প্রশ্ন ও উত্তর

সংজ্ঞান সূক্ত হতে ছোট অন্যান্য প্রশ্ন ও উত্তর

বৃষ্টি সূক্ত হতে অন্যান্য প্রশ্ন ও উত্তর

SSC MCQ TEST free দিতে চাইলে এখানে ক্লিক করুন

Comments