বেদ হতে সংজ্ঞান সূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর (Sangjan Sukto short Questions) দেওয়া হল।
সংজ্ঞান সূক্ত হতে ছোট প্রশ্নগুলি
1) সংজ্ঞান সূক্তটি কোথায় আছে?
উঃ- সংজ্ঞান সূক্তটি ঋকবেদের দশম মন্ডলে আছে।
2) সংজ্ঞান সূক্তে কে অগ্নির স্তুতি করেছেন?
উঃ- সংজ্ঞান সূক্তে অঙ্গিরা পুত্র সংবনন ঋষি অগ্নির স্তুতি করেছেন।
3) বৃষন্নগ্নে অর্থ কী?
উঃ- বৃষন্নগ্নে কথাটির অর্থ কাম্য বস্তুর দাতা হে অগ্নি।
4) সূক্তটির নাম সংজ্ঞান হল কেন?
উঃ- এই সূক্তে সম্ এবং সমান শব্দ দুটির বিভিন্নভাবে উচ্চারিত হয় মানুষের সাম্যেরই স্তুতি করা হয়েছে তাই সূক্তটির নামটি যথার্থই হয়েছে।
5) সংবনন ঋষি অগ্নির কাছে কি চেয়েছেন?
উঃ- সংবনন ঋষি অগ্নির কাছে ধন চেয়েছেন
6) ঋষি হৃদয় ও মন কি ধরনের হতে বলেছেন?
উঃ- তিনি বলেছেন হৃদয় হবে এক এবং মন হবে সমান।
7) সমানো মন্ত্র সমিতিঃ- মন্ত্রটি কোন সূক্তে আছে?
উঃ- আলোচ্য মন্ত্রটি সংজ্ঞান সূক্তে আছে।
8) সংজ্ঞান সূক্তের প্রকৃতি কী?
উঃ- সংজ্ঞান সূক্তটি ধর্মনিরপেক্ষ সূক্ত এতে ধর্মতত্ত্ব নেই আছে সংহিতার প্রার্থনা।
9) সংজ্ঞান সূক্তের উৎস কি?
উঃ- সংজ্ঞান সূক্ত হলো ঋগ্বেদের দশম মন্ডলের 191 নম্বর সূক্ত। এই সূক্তে সাম্যবাদের স্তুতি ঘোষিত হয়েছে। সুতরাং সাম্যবাদের জয়গানেই আলোচ্য সূক্তের উৎস।
10) সামনী ব আকূতিঃ -এখানে আকূতি শব্দের অর্থ কী?
উঃ- আকুতি শব্দের অর্থ হলো সংকল্প বা অভিপ্রায়।
11) ঋকবেদের শেষ সূক্ত কোনটি?
উঃ- ঋকবেদের শেষ সূক্ত সংজ্ঞান সূক্ত।
12) ঋগবেদের কোন সূক্তে সংহতির প্রার্থনা জানানো হয়েছে?
উঃ- ঋকবেদের সংজ্ঞান সূক্তে সংহতির প্রার্থনা জানানো হয়েছে।
13) ঋষির একান্ত প্রার্থনা কি?
উঃ- ঋষি প্রার্থনা করেছেন হে স্তবকগন তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ করো তোমাদের মন পরস্পর একমত হোক।
14) ঋষি অগ্নির কাছে কি চেয়েছেন?
উঃ- ঋষি বলেছেন হে অগ্নি তুমি প্রভু হে অভিলষিত ফলদাতা তুমি সকল প্রাণীর সাথে বিশেষরূপে মিশ্রিত আছো তুমি যজ্ঞবেদিতে জ্বলছো তুমি আমাদেরকে ধন দান করো।
অক্ষসূক্ত হতে ছোট অন্যান্য প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্ত হতে ছোট প্রশ্ন ও উত্তর
- অক্ষসূক্তের বর্ণনা অনুযায়ী অক্ষক্রীড়কের দুর্দশাগ্রস্তের চিত্র
- অক্ষসূক্তে ঋকবেদের যে সমাজচিত্র ফুটে উঠেছে তার বর্ণনা