Higher Secondary Sanskrit Question Paper with Answer 2017. WBCHSE SANSKRIT QUESTION PAPER WITH ANSWER. HS EXAM SANSKRIT QUESTION PAPER – 2017. Sanskrit Question Paper HS Exam 2017.
Exam Name- | Higher Secondary Examination 2017 |
Council | WBCHSE (WEST BENGAL BOARD OF SECONDARY EXAMINATION |
YEAR | 2017 |
SUBJECT | SANSKRIT (XII) |
TOTAL TIME | 3Hrs 15 Min. |
HIGHER SECONDARY SANSKRIT EXAM- 2017
(New Syllaus)
Part -A (Marks : 54)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো।
(b) বনগতা গুহা গদ্যাংশে অলিপবা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো।
পদ্যাংশ (যে কোনো একটি)
(c) যদ্ যদাচরতি শ্রেষ্ঠতত্তরদেবেতরো জনঃ– তাৎপর্য লেখো।
(d) গঙ্গাস্তোত্রম্-এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। 2015 সালের 1 (d)-এর প্রশ্নোত্তর দ্রষ্টব্য।
নাট্যাংশ (যে কোনো একটি)
(e) বাসন্তিকস্বপ্ৰম- বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
(f) বিজয়তাম্ অস্মাকম্ অবনিপঃ—উক্তিটি কার? অবনিপঃ কে? বক্তা তার কাছে কেন এসেছিলেন?
সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)
(g) প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
(h) জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
2. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) :
(a) ন কর্মনামনারম্ভান্নৈস্কৰ্ম্যং পুরুষোহশ্নূতে।
(b) কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরন্ ।
ইন্দ্রিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে।
3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3
(a) বালকঃ সর্পাত্ বিভেতি উঃ ভয়ার্যক ধাতুর যোগে পঞ্চমী বিভক্তি।
(b) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ। উঃ অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি।
(c) মুক্তয়ে হরিং ভজতি। উঃ কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি ৷
(d) বালিকয়া পুষ্পং দৃশ্যতে। উঃ কর্মবাচ্যে কর্মে প্রথমা বিভক্তি।
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি
(a) সিংহভয়ম্- সিংহাৎ ভয়ম্-পঞ্চমী তৎপুরুষ।
(b) ত্রিভুবনম্– এয়ানাং ভুবনানাং সমাহারঃ-সমাহার দ্বিগু।
(c) উপকৃম্- কৃষ্ণস্য সমীপম্ (অব্যয়ীভাবঃ)
নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্দেশ করো (যে কোনো দুটি)
(a) শূদ্রা-শূদ্রী।
শূদ্রা- (শূদ্র রমনী)–শূদ্রা প্রভগৃহে কর্মং করোতি।
শূদ্রী– (শূদ্রের স্ত্রী)-শূদ্রী শূদ্রং সেবতে।
(b) যবনী—যবনানী।
যবনী—(যবনের স্ত্রী)–যবনী যবনেন সহ গচ্ছতি |
যবনানী- (যবনদের লিপি)-যবনানী ময়া পঠিতা।
(c) আচার্যা–আচাৰ্যানী।
আচাৰ্যা–(অধ্যাপিকা) – আচার্য্যা ছাত্রান ব্যাকরণং পাঠয়তি।
আচার্যানী—(আচার্যের স্ত্রী)–আচার্যানী গৃহকার্যং করোতি।
এককথায় প্রকাশ করো (যে কোনো তিনটি)
(a) জনানাং সমূহঃ- জনতা।
(b) ইন্দ্ৰঃ দেবতা অস্য- ঐন্দ্রম্।
(c) নদী মাতা যস্য সঃ- নদী মাতৃকঃ৷
(d) কতুম্ ইচ্ছতি-চিকীৰ্ষতি।
পরিনিষ্টিত রূপটি লেখো (যে-কোনো তিনটি)
(a) বহ্+তুমুম্ = বোট্রুম্।
(b) কুন্তী+ঢক্ (মূল প্রাতিপদিকম্) = কৌত্তেয়ঃ।
(c) + ভৃত্বা
(d) কৃ+শৰ্তৃ (মূল প্রাতিপদিকম) = কুৰ্ব্বত্।
8 . ভাষাতত্ত্ব
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
(a) কেতুম্ ও সতম্ সম্পর্কে লেখো।
(b) ভারতীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও।
9. সংস্কৃত অনুবাদ করোঃ 5
একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্ট ফল খেত। নদীতে একটি কুমীর থাকত। বানরের সঙ্গে কুমীরের বন্ধুত্ব হল। তারা প্রতিদিন গল্প করত।
অথবা
এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছল। সেখানে সে অদ্ভুদ শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেল৷
যে-কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো। 5
(a) মম গ্রামঃ
(b) মম দেশঃ
(c) মম জীবনে স্মরণীয়ং দিনম্
বিভাগ-খ/ PART-B
(MARKS: 26 )
সঠিক উত্তর নির্বাচন করে লেখোঃ
গদ্যাশ ( Prose)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ 1×15=15
(i) আর্যাবর্তবর্ণনম্ – গদ্যাংশটি নলচম্পূর কোন্ উচ্ছ্বাসের অন্তর্গত ?
- (a) প্রথম,
- (b) তৃতীয়,
- (c) চতুর্থ,
- (d) ষষ্ঠ।
(ii) “সমানঃ সেব্যতয়া নাকলোকস্য” – ‘নাকলোক’ শব্দের অর্থ কী ?
- (a) নরক,
- (b) নাসিকা,
- (c) স্বর্গ,
- (d) এদের কোনোটিই নয়।
(iii) সাম কী ?
- (a) সাহিত্য,
- (b) উপন্যাস,
- (c) দর্শন
- (d) বেদ।
(iv) অলিপর্যার ভাইয়ের নাম কী ?
- (a) শনিপর্বা,
- (b) কশ্যপ,
- (c) মহাপৰ্বা,
- (d) নল ।
পদ্যাংশ
(v) অর্থ কেন প্রযুপ্তোহয়া পাপং চরিত পুরুষঃ কে, কাকে বলেছেন।
- (a) কৃষ্ণ অর্জুনকে
- (b) অর্জুন কৃষ্ণকে,
- (c) শঙ্করাচার্য গঙ্গাকে,
- (d) এদের কোনোটিই নয়।
(vi) কল্পলতা কাকে বলা হয়েছে ?
- (a) কামধেনু,
- (b) গঙ্গা,
- (c) সুরভি,
- (d) এদের কোনোটিই নয়।
(vii) শঙ্করমৌলিবিহারিণি – কোন বিভক্তি ?
- (a) প্রথমা,
- (b) দ্বিতীয়া,
- (c) সপ্তমী,
- (d) সম্বোধন।
(viii) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় ?
- (a) সত্ত্বগুণ,
- (b) রজোগুণ,
- (c) তমোগুণ,
- (d) সত্ত্ব ও রজঃ।
নাট্যাংশ
(ix) বাসন্তিকস্বপ্নম্ – অনুবাদটি কার ?
- (a) গোবিন্দকৃয় মোদক-এর
- (b) শঙ্করাচার্য-এর,
- (c) বিদ্যাসাগর-এর
- (d) কৃষ্ণমাচার্য-এর।
(x) রাজার নাম কী ?
- (a) ইন্দ্রশৰ্মা
- (b) ইন্দ্রবর্মা,
- (c) ইন্দুকর্মা,
- (d) এদের কোনোটিই নয়।
(xi) নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল ?
- (a) ঘণ্টাধ্বনি,
- (b) হর্ষধ্বনি,
- (c) বংশীধ্বনি,
- (d) মৃদঙ্গধ্বনি।
(xii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন ?
- (a) প্রমোদ,
- (b) মকরন্দ,
- (c) বসন্ত,
- (d) ইন্দুশর্মা।
সাহিত্যের ইতিহাস
(xiii) স্বপ্নবাসবদত্তম্ কার রচনা ?
- (a) কালিদাস,
- (b) বিশাখদত্ত,
- (c) শূদ্রক,
- (d) ভাস।
(xiv) মেঘদূত কে লিখেছেন ?
- (a) কালিদাস,
- (b) জয়দেব
- (c) শূদ্র,
- (d) বিশাখদত্ত।
(xv) মৃচ্ছকটিকম্ কে লিখেছিলেন ?
- (a) কালিদাস,
- (b) জয়দেব,
- (c) শূদ্রক,
- (d) বিশাখদত্ত।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে-কোনো তিনটি)
(i) স্ফোট কারা স্বীকার করেন ?
উত্তর – বৈয়াকরণরা
(ii) অলিপর্বার কয়টি গাধা ?
উত্তরঃ- অলিপর্বার তিনটি গাধা ছিল ।
(iii) আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল ?
উত্তর – গুরুকুল কেন্দ্রিক
(iv) অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল ?
পদ্যাংশ (যে-কোনো তিনটি)
(v) শ্রীমগবদ্গীতায় কতগুলি অধ্যায় ?
উত্তর – 18 টি
(vi) শ্বপচঃ শব্দের অর্থ কী ?
(vii) গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত ?
(viii) নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষলাভ করেছেন এমন কারোও নাম পাঠ্যাংশ অনুসারে বলো।
নাট্যাংশ (যে-কোনো তিনটি)
(ix) রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ?
(x) রাজা কী নিয়ে উদবিগ্ন ছিলেন ?
(xi) বৈবস্বতনগর শব্দের অর্থ কী ?
(xii) “জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ” – কার উক্তি ?
সাহিত্যের ইতিহাস (যে-কোনো দুটি)
(xiii) আর্যভট্ট কোন্ বিষয়ের মধ্যে সংশ্লিষ্ট ?
(xiv) ভাস কয়টি নাটক লিখেছেন ?
(xv) একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো।
একাদশ শ্রেণী সংস্কৃত
দ্বাদশ শ্রেণী সংস্কৃত
গদ্যাংশ | গদ্যাংশ |
---|---|
👉 ব্রাহ্মণচৌরপিশাচকথা | 👉 আর্যাবর্তবর্ণনম্ |
👉 দশকুমারচরিতম্ | 👉 বনগতাগুহা |
পদ্যাংশ | পদ্যাংশ |
---|---|
👉 দশাবতারস্তোত্রম্ | 👉 গঙ্গাস্তোত্রম্ |
👉 মেঘদূতম্ | 👉 কর্মযোগ |
নাট্যাংশ | নাট্যাংশ |
---|---|
👉 ভারতবিবেকম্ | 👉 বাসন্তিকস্বপ্নম্ |
একাদশ শ্রেণী | দ্বাদশ শ্রেণী |
---|---|
Class XI Syllabus | HS Syllabus |
Class XI Question 2015 | HS Question 2015 |
Class XI Question 2016 | HS Question 2016 |
Class XI Question 2017 | HS Question 2017 |
Class XI Question 2018 | HS Question 2018 |
Class XI Question 2019 | HS Question 2019 |
2020 (NO EXAM) | 2020 (NO EXAM) |
2021 (NO EXAM) | 2021 (NO EXAM) |
Class XI Question 2022 | HS Question 2022 |