অর্থশাস্ত্র: ব্যাখ্যা – ২

অর্থশাস্ত্র হতে ব্যাখ্যা – ২। যাবদ্ভ‍্যো গুহ‍্যমাচষ্টে জনেভ‍্যঃ পুরুষাধিপঃ। অবশঃ কর্মর্ণা তেন বশ‍্যো ভবতি তাবতাম্।।

অর্থশাস্ত্র হতে ব্যাখ্যা – ২

যাবদ্ভ‍্যো গুহ‍্যমাচষ্টে জনেভ‍্যঃ পুরুষাধিপঃ।
অবশঃ কর্মর্ণা তেন বশ‍্যো ভবতি তাবতাম্।।

অনুবাদ:-

রাজা যতজন অন্তরঙ্গ লোকের কাছে বাধ্য হয়ে নিজের গোপন কথা বলবেন ততজনের কাছে নিজে কর্মের জন্য বশীভূত হয়ে থাকবেন

উৎস:-

আচার্য কৌটিল‍্য রচিত অর্থশাস্ত্রম্ গ্রন্থে বিনয়াধিকারিকে প্রথম অধিকরণের অমাত্যোৎপত্তিঃ নামক অষ্টম অধ্যায় থেকে উপরিক্ত শ্লোকটি উদ্ধৃত হয়েছে।

প্রসঙ্গ

         রাজা সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য সচিব বা অমাত‍্য নিয়োগ প্রসঙ্গে আচার্য পরাশর এই শ্লোকটির অবতারনা করেছেন।

ব্যাখ্যা

রাজা রাজকার্যের জন্য অমাত‍্য নিয়োগ প্রসঙ্গে বিভিন্ন আচার্য  ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। যেমন আচার্য ভরদ্বাজ বলেছেন যে-

‘সহাধ‍্যায়িণোঅমাত‍্যান্ কুর্বীত’

– অর্থাৎ রাজা তার সহপাঠীদের মধ্য থেকে অমাত‍্য নিয়োগ করবেন। কিন্তু পরাশর সেই মত মানতে সমর্থ নয়। কারণ তার মতে রাজা যদি তার সহপাঠীদের অমাত‍্যরূপে নিযুক্ত করেন তাহলে তারা রাজার সমস্ত ধর্মের অবগত থাকায় রাজা তাদের অধীন হয়ে যাবেন। রাজা অসংযত হয়ে যতজন অমাত‍্যের কাছে নিজের গোপন বিষয়ে আলোচনা করবেন এবং তারপরে সেই কর্মের দ্বারা তিনি অমাত‍্যদের বশীভূত হয়ে পড়বেন।

তাই পরাশর বলেছেন যে, রাজা তাদেরই অমাত‍্য রূপে নিযুক্ত করবেন যারা প্রাণের আশঙ্কা না করে প্রচন্ড বিপদেও রাজার উপকার সাধন করবেন। এই বিপদে উপকার সাধনে দ্বারা তার অমাত‍্যদের মধ্যে তার নিজের প্রতি অনুরাগ লাভ করবেন।

Comments