ভারতবিবেকম্: শ্রীরামকৃষ্ণের ও নরেন্দ্রের মাতৃকাস্তুতির বিবরণ

একাদশ শ্রেণীর সংস্কৃত ভারতবিবেকম্ নাটকের প্রথম দৃশ্যে শ্রীরামকৃষ্ণের ও নরেন্দ্রের মাতৃকাস্তুতির বিবরণ অথবা
ভারতবিবেকম নাটকের প্রথম দৃশ্যে অবস্থিত গানগুলির বিষয়বস্তু নিম্নে দেওয়া হল ।

নাট্যকার যতীন্দ্র বিমল চৌধুরী রচিত ভারতবিবেকম নাটকের প্রথম দৃশ্যে শ্রীরামকৃষ্ণের ও নরেন্দ্রের মাতৃকা স্তুতির বিবরণ দাও। অথবা
ভারতবিবেকম নাটকের প্রথম দৃশ্যে অবস্থিত গানগুলির বিষয়বস্তু লিখ।

ভূমিকা :- নাট্যকার যতীন্দ্র বিমল চৌধুরী রচিত ভারতবিবেকম্ নাটংশ -এ প্রথম দৃশ্যে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সহ শ্রীনরেন্দ্রের সাক্ষাৎকার অংশে শ্রীরামকৃষ্ণের ও শ্রী নরেন্দ্রনাথের একটি করে ভক্তিমূলক মাতৃবন্দনার মাতৃকাস্তুতি পরিচয় পাই অথবা গানের পরিচয় পাই।

শ্রীরামকৃষ্ণের মাতৃকা স্তুতি বা ভক্তিমূলক মাতৃবন্দনা / গান


শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রনাথ মিত্রের গৃহে মা কালীর কাছে ভক্তদের সামনে যে মাতৃকা স্তুতি করেছেন তা হল

जयति जयति यति-जनगति-जननी भवतारिणी।

नियत-विहित-सुतशतहित-बन्ध-मोक्षकारिणी॥

गृह-शतशत-विरचनरत-कोटिंदुःखहारिणी।

ममताघन-करुणानयन-तृषित-शान्तिकारिणी ॥

सदाऽकारणकृपाकारिणि!

तनय-तनय-पुण्यविनय-धन्यं मां कुरु जननि!

শ্রীরামকৃষ্ণের মাতৃকা স্তুতি বা ভক্তিমূলক মাতৃবন্দনার বিষয়বস্তু


এই জগত্সংসার কে জননী ভবতারিণী রক্ষা করবেন । তিনি তার পুত্র তুলল ভক্তদের মুক্তি দান করবেন। মা ভবতারিণী আবার সাধু জনের একমাত্র গতি। এছাড়া মা ভবতারিণী ভক্তদের দুঃখ রোগ-শোক ক্লেশ বিনাশ করেন। বিশ্বচরাচর রক্ষাকারী মমতাময়ী তৃষিতের শান্তিদায়িনী। মা ভবতারিণী রামকৃষ্ণের ভক্ত সন্তানদের মঙ্গল করলে তিনি ধন্য হবেন এটাই মূল বিষয়বস্তু।


নরেন্দ্র গানের মাধ্যমে মাতৃবন্দনা মাতৃস্তুতি


শ্রীরামকৃষ্ণের অনুরোধে যুবক নরেন্দ্রনাথ গানের মাধ্যমে মাতৃ নাম শুরু করেন। সেই ভক্তিমূলক মাতৃস্তুতিটি হল

मनो निभ्रऩं पश्य श्यामां जननीम्

श्मशनवासिनीं नृमुण्डमालिनीम्।

हिमाचलनन्दिनीं बिश्वपालिनीम् ।

मनो मेऽहर्निशं पश्य जगद्धात्रीं भबबन्धहारिणी

शक्ऩिस्वरुपिणीं जननीम् ।।

নরেন্দ্র গানের মাধ্যমে মাতৃবন্দনা বা মাতৃস্তুতির বিষয়বস্তু


মানুষ যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে সফলতা লাভ করে। তাই চঞ্চল মন কে মুনি ঋষি গন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। নরেন্দ্র তাই মন কে বলেছেন হেমন তুমি নৃমুণ্ড মালিনী জননী আমাকে অনুভব করো কারণ তিনি জগৎসংসারের সমস্ত মানুষকে মুক্ত করেন। জগদ্ধাত্রী শামাকে স্মরণ করাই হল মূল বিষয়বস্তু।

ভারতবিবেকম্ নাট্যাংশ হতে প্রশ্ন ও উত্তর

Comments