উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর মেঘদুত পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে লেখ।
মেঘদুত পাঠ্যাংশ অবলম্বনে বিষয়বস্তু সংক্ষেপে লেখ
ভূমিকা
কালিদাসের বিশ্ববন্দিত গীতিকাব্য মেঘদুত। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির সিলেবাস এই মেঘদুত পাঠ্যাংশ হতে দশটি শ্লোক গৃহীত হয়েছে। এই দশটি শ্লোকের বিষয়বস্তু সংক্ষেপে নিম্নে বর্ণিত হলো –
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ১
কোন এক যক্ষ কর্তব্যে অবহেলা করার কারণে প্রভুর অভিশাপে এক বছরের জন্য প্রিয়া হীন অবস্থায় রামগিরি পর্বতের আশ্রমে বসবাস করছিল।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ২
কয়েক মাস অতিবাহিত করার পর যক্ষের শরীর শীর্ণ হয়ে গিয়েছিল ফলে তার হাত থেকে সোনার বালা খসে পড়ছিল। আষাঢ় মাসের প্রথম দিনে দুটি পর্বতের মধ্যদেশে আকাশে মেঘের সঞ্চার ঘটেছিল।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৩
সেই যক্ষ নিজের অশ্রু সংবরণ করে মেঘের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করেছিল মেঘ দেখলে সুখিগনের চিত্ত ব্যাকুল হয়। তার মত প্রিয়াহীন ব্যক্তির কথা বলার নয়।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৪
প্রিয়ার পাণ রক্ষার বাসনায় নিজের সংবাদ প্রেরণের জন্য জন্য কূর্চি ফুলের অর্ঘ্য সাজিয়ে যখন মেঘ কে স্বাগত জানিয়েছিল।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৫
মেঘ চেতন-অচেতনের ভেদাভেদ ভুলে গিয়ে ঔৎসুক্যবশত মেঘের কাছে প্রার্থনা জানিয়েছিল।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৬
মেঘ যক্ষের কাছে প্রার্থী হয়ে মেঘের বর্ণনা দিয়েছেন।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৭
যক্ষ মেঘের কাছে আবেদন করেছে যে তুমি আমার সংবাদ প্রিয়ার কাছে নিয়ে যাও। মেঘকে যেতে হবে চন্দ্রের কিরণে স্নাত অট্টালিকা যুক্ত সেই অলকাপুরীতে।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৮
মেঘ যখন অলকাপুরীতে গমন করবে তখন প্রোষিতভর্তৃকা নারীরা এলো চুল উপরে তুলে মেঘকে দেখতে থাকবে।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ৯
অনুকূল বাতাস যখন মেঘকে বয়ে নিয়ে চলবে তখন মেঘের বামদিকে চাতক পাখি অনুসরণ করবে। অপরদিকে আকাশে মালার মতো সজ্জিত বকগুলি মেঘের সেবা করবে ।
মেঘদূত বিষয়বস্তু সংক্ষেপে শ্লোক নং ১০
মেঘ বাধাহীন গতিতে এগিয়ে গেলে দিন গণনায় তৎপর ভাতৃজায়াকে অবশ্যই দেখতে পাবে। কেননা ফুলের মত কোমল ও বিরহী নারীরা হৃদয়কে আশার বন্ধনে বেঁধে রাখে।
মূল্যায়ন
মহাকবি কালিদাস দুঃখকে জীবনে পরিনাম বলে গ্রহণ করেননি তিনি তার দুঃখকে যক্ষের মাধ্যমে তুলে ধরেছেন।
মেঘদূত পাঠ্যাংশ হতে অন্য পোস্ট গুলি
- মেঘদূতম্: মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন
- মেঘদুত পাঠ্যাংশ অবলম্বনে বিষয়বস্তু সংক্ষেপে
- একাদশ শ্রেণীর পাঠ্যাংশ মেঘদুত হতে ভাবসম্প্রসারণ
- মেঘদূত পাঠ্যাংশ অনুসারে যক্ষ কর্তৃক প্রেরিত মেঘের বর্ণনা
- মেঘদূত পাঠ্যাংশ অনুসারে বিরহী যক্ষের চরিত্র বর্ণনা
- একাদশ শ্রেণীর সংস্কৃত মেঘদূত ছোট প্রশ্ন ও উত্তর
- (অনুবাদ) একাদশ শ্রেণীর সংস্কৃত – মেঘদূতম্